বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি: রামপুরহাট হত্যাকাণ্ডের পর আজ অমিত শাহর সঙ্গে দেখা করবে তৃণমূল প্রতিনিধিদল, এমনটাই খবর। দুপুর ১টায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। তৃণমূল সূত্রে খবর, রামপুরহাটের বগটুই গ্রামে ঠিক কী ঘটনা ঘটেছিল, রাজ্য সরকার কত দ্রুত পদক্ষেপ নিয়েছে, অমিত শাহকে সে সম্পর্কে জানাবেন তৃণমূল প্রতিনিধিরা। 


আজ শাহী-সাক্ষাৎ


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে রাজ্যপালের ভূমিকাও তুলে ধরা হবে। খবর তৃণমূল সূত্রে। তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রামপুরহাটের ঘটনার সঙ্গে রাজনীতি জুড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বগটুই গ্রামের ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। বিজেপি, সিপিএম এর মধ্যে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে । তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিস্তৃতভাবে জানানো হবে গোটা ঘটনাটি। বগটুই নিয়ে যে ভ্রান্ত ধারণা ছড়ানো হচ্ছে তা নিয়ে খোলসা করে জানান হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে। 


আরও পড়ুন, 'গুজরাতে রাজধর্ম পালন শেখাতে হয়েছিল, এখন জ্ঞান দিচ্ছেন', রামপুরহাট নিয়ে মোদিকে কটাক্ষ কুণালের


মমতার মন্তব্য


রামপুরহাট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সরকারটা আমাদের। আমরা কি কখনও চাই যে কোনও খুন হোক? আমরা কি কখনও কেউ চাই কেউ বোম মারুক? কারা করে এসব? যারা সরকারের থাকে না, সরকারকে ব্যতিব্যস্ত করার জন্য এই চক্রান্তগুলো করে।"


বিরোধীদের কড়া সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে’ । তিনি জানালেন, ঘটনার কথা জানতে পেরে তিনি বহুবার সেখানে যোগাযোগ করেছেন। দায়িত্বশীল নেতাদের পাঠিয়েছেন ঘটনাস্থলে। কড়া পদক্ষেপও করেছে রাজ্য প্রশাসন। তারপরও বিরোধীদের লাগাতার আক্রমণ ও রাজ্যপালের মন্তব্য নিয়ে সোজাসুজিই বিরক্তপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।