Rampurhat Violence Live Updates 01 April, 2022: রাতে ফের বগটুই গ্রামে সিবিআই

Rampurhat Violence: রামপুরহাটকাণ্ড তদন্ত করে দেখছে সিবিআই। সেই পরিস্থিতিতে পুলিশের নিজের মধ্যেই দায় ঠেলাঠেলি শুরু। এরই মধ্যে রাজ্যের আইনশৃঙ্খলার প্রশ্নে নবান্ন অভিযানের পরিকল্পনা করছে বিজেপি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 01 Apr 2022 11:34 PM

প্রেক্ষাপট

বীরভূম: তদন্তে রাজ্যের ভূমিকায় ইতি পড়েছে আগেই। আদালতের নির্দেশে বীরভূমের (Birbhum Violence) রামপুরহাটণ্ডের (Rampurhat Violence) তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই/CBI)। তার মধ্যেই রামপুরহাটকাণ্ডে রাজ্যের উপর চাপ সৃষ্টি করেই চলেছে বিজেপি...More

Rampurhat Violence Live Updates: দমকলকর্মীরাও সিবিআইয়ের রাডারে

৪ জন দমকলকর্মীকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই, খবর সূত্রের।