Rashid Khan Demise Live: রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে গান স্যালুট

Ustad Rashid Khan dies: সেখানে নিয়ম-আচার পালনের পর নিয়ে যাওয়া হবে টালিগঞ্জ কবরস্থানে। সেখানেই সমাহিত করা হবে শিল্পীর নশ্বর দেহ। 

ABP Ananda Last Updated: 10 Jan 2024 01:05 PM
Rashid Khan Death : মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে গান স্যালুট

শাস্ত্রীয় সঙ্গীতে ইন্দ্রপতন। মাত্র ৫৫ বছরেই থেমে গেল সুরেলা সফর। প্রয়াত উস্তাদ রাশিদ খান। রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে গান স্যালুট।

Rashid Khan Last Rites : পদ্মশ্রী থেকে পদ্মভূষণ, নানা সম্মানে সম্মানিত ছিলেন সঙ্গীতশিল্পী

২০০৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন উস্তাদ রাশিদ খান। সেবছরই সঙ্গীত নাটক অ্য়াকাডেমি পুরস্কার পান তিনি। ২০২২ সালে পান দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ।

Rashid Khan Death : সাদামাটা জীবনই পছন্দ রাশিদের, ভালবাসেন মানুষের সঙ্গে মিশতে

সাদামাটা জীবনই পছন্দ রাশিদের। ভালবাসেন মানুষের সঙ্গে মিশতে। আর মানুষ ভালবাসে তাঁর কণ্ঠকে। সুর-মূর্চ্ছনায় দুনিয়ার হৃদয় জয় করেছেন। 

Rashid Khan : কলকাতার ITC সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমিতে নিয়েছিলেন সঙ্গীতের পাঠ

১৯৮০ সালের এপ্রিলে ১৪ বছরের কিশোর রাশিদ চলে এল কলকাতায়। কলকাতার ITC সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমিতে শুরু হল সঙ্গীতের পাঠ। কাছ থেকে দেখলেন পণ্ডিত অরুণ ভাদুড়ি, পণ্ডিত অজয় চক্রবর্তীদের। 

Rashid Khan : উস্তাদ নিসার হুসেন খানের কাছে শাস্ত্রীয় সঙ্গীতে প্রথমব নাড়া বাঁধা

জন্মসূত্রে উত্তরপ্রদেশের বদাঁয়ুর বাসিন্দা তিনি। বিখ্যাত সুরকার শাকিল বদাঁয়ুর পাড়ার ছেলে! বাবা হামিজ রেজা খানও ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। তিনিই ৪ বছরের রাশিদকে নিয়ে গিয়েছিলেন উস্তাদ নিসার হুসেন খানের কাছে। তাঁর কাছেই শাস্ত্রীয় সঙ্গীতে প্রথমব নাড়া বাঁধা। 

Rashid Khan Death : প্রয়াত উস্তাদ রাশিদ খান, রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা

শাস্ত্রীয় সঙ্গীতে ইন্দ্রপতন। মাত্র ৫৫ বছরেই থেমে গেল সুরেলা সফর। প্রয়াত উস্তাদ রাশিদ খান।রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা। 

প্রেক্ষাপট

সুরলোকে সুরের উস্তাদ। প্রয়াত রাশিদ খান। (Rashid Khan Demise) মার্গ সঙ্গীতে নক্ষত্রপতন। শোকস্তব্ধ সঙ্গীতমহল। বিষণ্ণ বাংলা। 

পিয়ারলেস হাসপাতাল (Peerless Hospital) থেকে নিয়ে যাওয়ার পর, সারা রাত নাকতলার বাড়িতেই রাখা হয়েছিল বিশ্ববরেণ্য শিল্পীর মরদেহ। সকাল ৯.১০ নাগাদ বাড়ি থেকে বের করা হয় দেহ। সকাল ৯.৪০ মিনিটে পৌঁছয় রবীন্দ্র সদনে। (Rabindra Sadan) অসংখ্য অনুরাগী ও গুণমুগ্ধদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য সেখানেই শায়িত রাখা হয়েছে উস্তাদের মরদেহ। দুপুর একটা নাগাদ রবীন্দ্র সদন চত্বরেই রাষ্ট্রীয় মর্যাদায় গানস্যালুট দেওয়া হবে প্রয়াত শিল্পীকে। তারপর দেহ আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে নাকতলার বাড়িতে। সেখানে নিয়ম-আচার পালনের পর নিয়ে যাওয়া হবে টালিগঞ্জ কবরস্থানে। সেখানেই সমাহিত করা হবে শিল্পীর নশ্বর দেহ। 

গতকাল বিকেলে পিয়ারলেস হাসপাতালে মৃত্যু হয় শিল্পী রাশিদ খানের। বয়স হয়েছিল ৫৫ বছর। কয়েক বছর ধরে প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন শিল্পী। চিকিৎসা চলছিল। গত ২১ নভেম্বর তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন।  মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ২২ নভেম্বর ভর্তি করা হয়েছিল দক্ষিণ কলকাতার পিয়ারলেস হাসপাতালে। গতকাল বিকেল পৌনে চারটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.