নান্টু পাল, বীরভূম: তারাপীঠেও মহাসমারোহে পালিত হচ্ছে রথযাত্রার উৎসব। বিশেষ রীতি মেনে সকাল থেকেই ধুমধাম করে শুরু উৎসব।


কী রীতি?
শুধুমাত্র রথযাত্রার দিনেই বীরভূমের (Birbhum) তারাপীঠে তারামায়ের বিগ্রহকে গর্ভগৃহের বাইরে আনা হয়। এদিন তারামায়ের বিগ্রহকে রথে বসিয়ে ঘোরানো হয়। রথে বিগ্রহকে বসিয়ে প্রদক্ষিণ করা হয় তারাপীঠ। গত দু’বছর কোভিডের কারণে এই রীতি পালন করা যায়নি। আজ ঘটা করেই পালন করা হচ্ছে এই রীতি। 


 






নানাভাবে আয়োজন:   
মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রথমে রাজবেশে ফুল দিয়ে সাজানো হয় বিগ্রহকে। তারপর দেবীর উদ্দেশ্যে জিলিপির ভোগ নিবেদন করা হয়। সেইসঙ্গে দেওয়া হয় পাঁচরকম মিষ্টি এবং পাঁচরকম ফলের ভোগ। এরপর রথের ওপর প্রতিমাকে বসিয়ে করা হয় আরতি।  


বছরে এই একবারই, রথের দিন তারামায়ের বিগ্রহকে আনা হয় গর্ভগৃহের বাইরে। সেই কারণে রথযাত্রার দিনে প্রবল ভক্ত সমাগম হয় তারাপীঠে। শুক্রবার সকাল থেকেই মন্দির চত্বরে ভক্ত সমাগম হয়েছে। যত সময় বাড়ছে ততই বেড়ে চলেছে ভক্তদের ভিড়। দেবী দর্শনের কারণেই রাজ্যের বিভিন্ন  এলাকা থেকে এখানে এসেছেন ভক্তরা।


আরও পড়ুন: পুরীতে মন্দিরের সামনে নৃত্য প্রদর্শন একঝাঁক বাঙালি শিল্পীর