অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : রথযাত্রা ( Ratha Yatra 2024 ) মানেই বৃষ্টি। এবছর জুন মাসে বৃষ্টির অভাব দেখেছে দক্ষিণবঙ্গ ( South Bengal Weather ) । জুলাই  সেই অভাব মেটাবে, সেই আশায় বুক বেঁধেছে বঙ্গবাসী ও কৃষিজীবী মানুষ। এই মুহূর্তে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী রবিবার, রথযাত্রার দিন সারা রাজ্যজুড়েই বৃষ্টি হবে।  উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। আর দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে অতিভারী বর্ষণ চলবে শনিবার পর্যন্ত।


আবহাওয়া মানচিত্র বলছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই  এবার বৃষ্টি  চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। তাপমাত্রা একই রকম থাকবে আগামী কয়েক দিন। তবে শুক্রবার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হবে।  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি হবে । তবে বৃষ্টি না হলেও আবহাওয়া থাকবে মেঘলা। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।


 অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই দুর্যোগের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।   বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টি হবে।  রবিবার রথের দিন বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। 


কলকাতায় রথযাত্রার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশিই থাকবে। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি  বজায় থাকবে। আকাশ থাকবে মূলত মেঘলা ।  বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।শুক্রবার  কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮৯ থেকে ৯৮ শতাংশ। 


 অন্যদিকে গুজরাতেও প্রবল বৃষ্টির আশঙ্কার কথা বলেছে মৌসম ভবন। ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হবে কঙ্কন,গোয়া, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রেও।  সৌরাষ্ট্র এবং কচ্ছে বৃষ্টি চলবে । দক্ষিণ তামিলনাডু, কেরল, মাহেতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। এছাড়া অতিরিক্ত বৃষ্টিতে কয়েকটি রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলেন আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর। 


আরও পড়ুন :                                            


 প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস, বেসামাল পাহাড়ে এবার হড়পা বানের সতর্কতা