কলকাতা: বাংলায় রামমন্দিরকে মাথায় রেখে রথযাত্রা। ৩০ মার্চ থেকে বাংলায় রথযাত্রা কর্মসূচি। মুর্শিদাবাদের রামমন্দিরকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন। বঙ্গীয় রাম সেবক পরিষদের তরফে এই কর্মসূচির ঘোষণা । প্রায় ১ মাস ধরে রথযাত্রা, শুরু ঝাড়গ্রামে, শেষ কোচবিহারে। রথযাত্রার পাশাপাশি হবে কর সেবাও। বাড়ি বাড়ি সংগ্রহ করা হবে ইট, বালি, অর্থ। ৩০ মার্চ থেকে বাংলায় শ্রী রামরাজ্যে সংকল্প বিজয় যাত্রা।
১৯৯২ সালে দেশে বিজেপি প্রথমবার রাজনৈতিক কর্মসূচি হিসেবে রথযাত্রাকে নিয়ে আসে। গুজরাতের সোমনাথ থেকে রাম মন্দিরের পক্ষে জনমত তৈরি করার লক্ষ্য শুরু হয়েছিল রথযাত্রা। নেতৃত্বে ছিলেন তৎকালীন বিরোধী দল বিজেপির অন্যতম প্রধান মুখ ছিলেন লালকৃষ্ণ আডবাণী। একাধিক রাজ্য অতিক্রম করে আডবাণীর রথ যখন বিহারে পৌঁছয়, সেখানেই গ্রেফতার হয়েছিলেন তিনি। বিহারে তখন লালু প্রসাদ যাদবের নেতৃত্বের সরকার। তবে বিগত প্রায় ৩০ বছরে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল।
আদালতের নির্দেশে অযোধ্যায় তৈরি হয়েছে রাম মন্দির। তারপর একুশ সালের নির্বাচনের আগে থেকেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল এর কর্মসূচি নিয়ে রথ নিয়ে রাজনীতির ময়দানে বিজেপি। একুশের বিধানসভার আগে নদিয়া জেলার নবদ্বীপ থেকে শুরু হয়েছিল বিজেপির রথ যাত্রা। যার পোশাকি নাম ‘পরিবর্তন যাত্রা’। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মভিটেতে পুজো দিয়ে নবদ্বীপের চটির মাঠ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সূচনা করেছিলেন এই ‘পরিবর্তন যাত্রা’।
নির্বাচনী প্রচারের সবকটি সভায়় বিজেপি নেতারা যেমন বাংলার মনীষীদের নাম উচ্চারণ করে থাকেন, তার ছাপ বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-র রথের গায়েও উজ্জ্বল। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে একই সারিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিও স্থান পায় পরিবর্তন যাত্রার রথে।
রাজ্য বিধানসভা ভোটের রণ কৌশলে একুশের বিধানসভার আগে রথযাত্রা করছিল বিজেপি। ঠিক হয়েছিল, রাজ্য জুড়ে তারা বার করবে ৫টি রথযাত্রা। এভাবে রাজ্যবাসীর কাছে পৌঁছনো তো যাবেই, পাশাপাশি দেওয়া হয়েছিল পরিবর্তনের বার্তা। বলাইবাহুল্য, বছর পেরোলেই এবার ছাব্বিশের নির্বাচন। একুশের মতো রণকৌশল নিয়ে এবারও তাই কেউ ঝুঁকি নিতে রাজি নয়।
আরও পড়ুন, 'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা..', মুখ্যমন্ত্রীর দিকে পাল্টা একাধিক প্রশ্ন ছুঁড়ে দিলেন শুভেন্দু !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)