সঞ্চয়ন মিত্র, কলকাতা: রেশন (Ration) ব্যবস্থা ভারতের (India) মতো তৃতীয় বিশ্বের দেশে একটি অন্যতম পরিকাঠামো। অথচ এখন এই নিয়েই উঠেছে ভুরি ভুরি দুর্নীতির (Ration Scam) অভিযোগ। রেশন বন্টনে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক থেকে তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান।              


এই প্রেক্ষাপটে, রেশন বণ্টনে সমস্যা নিয়ে দেশজুড়ে ১ জানুয়ারি থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন ডিলাররা। দেশজুড়ে অনির্দিষ্টকালের রেশন ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। গতকাল ছুটির দিন থাকায়, আজ থেকে বন্ধ রেশন দোকান। দেশজুড়ে প্রায় ৫ লক্ষের বেশি রেশন দোকান বন্ধ থাকবে। রাজ্যে ১৭ হাজারের বেশি রেশন দোকান বন্ধ। 


রেশন-পরিষেবা ব্যাহত হওয়ায় ৮০ কোটির বেশি গ্রাহকের ভোগান্তির আশঙ্কা। ন্যূনতম আয় সুনিশ্চিত-সহ কমিশন বৃদ্ধির দাবি জানিয়েছেন রেশন ডিলাররা। অভিযোগ, কেন্দ্র-রাজ্য দায় ঠেলাঠেলির জেরে তাঁরা ভুগছেন।


এর আগে ২৯ ডিসেম্বর, খাদ্য দফতরের সামনে ধর্না অবস্থান করেন রেশন ডিলাররা। এরপর ১৬ জানুয়ারি দিল্লিতে তাঁদের কর্মসূচি রয়েছে। ওই দিন সংসদ অভিযানের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, 'আমাদের রেশন দোকানদারদের নূন্যতম আয়ের সুনিশ্চিত করা। আজকে ৯৫ টাকা কমিশন দিচ্ছেন, এবং বেআইনি ভাবে। সুপ্রিম কোর্টের তকমা লাগিয়ে, আমাদের জোর করে দুয়ারে রেশন করাচ্ছেন। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। ৯৫ টাকা কমিশন দিয়ে ৭ হাজার টাকা ফাইন। দোকানদারি করতে পারে? মানুষকে রেশন পুরো মাত্রায় দিতে দিচ্ছে না। মাল কম দিচ্ছে। কেউ শুনবার লোক নেই। অদ্ভূতভাবে খাদ্য দফতর চলছে। চোর চোর চোর। দুর্নীতি দুর্নীতি দুর্নীতি।'                                               


এদিকে, এই প্রেক্ষাপটে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, 'সব জায়গাতেই ধর্মঘট হচ্ছে। আন্দোলনকারীদের কথা কেউ শুনছেন না। ফলে বাধ্য হয়ে প্রতিবাদ চলছে। ভুগছেন সাধারণ মানুষ।' 


আরও পড়ুন, নতুন বছরে শনির মারাত্মক প্রভাব, কার ব্যাঙ্ক ব্যালেন্স ভরে উঠবে? দুর্ভোগ বাড়বে কার?



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে