নয়াদিল্লি: সিগারেটের নেশা ছাড়াতে 'প্লাসেবো'-র তুলনায় অন্তত দ্বিগুণ কার্যকরী এবং খরচের নিরিখে সাশ্রয়ী, এক উপাদান )Plant Based Cytisine And Smoking) নিয়ে নতুন করে আলোড়ন শুরু হয়েছে বিজ্ঞানীমহলে। উপাদানের নাম? Cytisine। উদ্ভিদের দেহ থেকে পাওয়া এই যৌগ (stop smoking compound) সাধারণ ভাবে ধূমপানের নেশা ছাড়াতে 'নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি'-র থেকেও বেশি কার্যকরী। সমস্যা একটাই। মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলি ছাড়া বিশ্বের প্রায় অন্য কোথাও এর ব্যবহারে লাইসেন্স নেই। তাই সাধারণ মানুষ মারণ নেশার গ্রাস কাটাতে এর সুবিধা নিতে পারেন না।
গবেষণা নিয়ে...
Cytisine -র এই গুণের উপর ষাটের দশক থেকে আস্থা রেখেছে পূর্ব ইউরোপের দেশগুলি। তখন থেকেই ধূমপানের নেশা ছাড়াতে এই যৌগ ব্যবহার করা হয় সেখানে। তবে এটির কার্যকারিতা ঠিক কতটা, তা বিজ্ঞানসম্মত ভাবে হালেই উঠে এসেছে এক গবেষণায়। 'অ্যাডিকশন' শীর্ষক জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে দাবি করা হয়, ৮ হাজার জনের উপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে বিষয়টি জানা গিয়েছে। মোট ৮টা ট্রায়ালে 'প্লাসেবো'-র সঙ্গে Cytisine-র প্রভাব তুল্যমূল্য বিচার করা হয়েছিল। সার্বিক ফলাফল জানাচ্ছে. 'প্লাসেবো'-র তুলনায় Cytisine ব্যবহারে ধূমপান ছাড়ার সাফল্য অন্তত দু'গুণ বেড়ে যায়। আর্জেন্তিনার Centro Nacional de Intoxicaciones -র গবেষক তথা এই গবেষণাপত্রটির অন্যতম লেখক ওমর দে স্যান্টি আরও বলেন, 'ধূমপান ছাড়ার ক্ষেত্রে Cytisine যে অত্যন্ত সস্তা এবং কার্যকরী বিকল্প, সেটা আমাদের গবেষণাতেও উঠে এসেছে। নিম্ন এবং মাঝারি আয়ের দেশগুলির জন্য এটি দুরন্ত কার্যকরী ওষুধ হতে পারে। এই ধরনের দেশে এমন ওষুধের বিপুল প্রয়োজনীয়তা রয়েছে।'
আর যা...
১৯৬৪ সালে বুলগেরিয়ায় প্রথম Cytisine তৈরি করা হয়েছিল। পরে সেটি পূর্ব ইউরোপের অন্যান্য দেশ এবং এশিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। গবেষকদের দাবি, এখনও এই সব জায়গায় Cytisine পাওয়া যায়। ২০১৭ সালে পোল্যান্ডের এক ওষুধ প্রস্তুতকারক সংস্থা এটি বিক্রি করা শুরু করে। তবে ওষুধটি খাওয়ার আগে ডাক্তারকে তা প্রেসক্রিপশনে লিখতে হত। কানাডায় আবার এটি 'ওভার দ্য কাউন্টার ন্যাচারাল হেলথ প্রোডাক্ট' হিসেবে পাওয়া যায়। কিন্তু নিম্ন ও মাঝারি আয়ের দেশগুলিতেও যাতে Cytisine-র ব্যবহার চালু করা যায়, সে নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন গবেষকরা। তাঁদের মতে, ধূমপানের জেরে মৃত্যু এমন একটি বিষয় যা গোটা বিশ্বের কাছে মাথাব্যথার। একই সঙ্গে এটিও সত্যি যে, এই মৃত্য়ু আটকানোও সম্ভব। শুধু দরকার প্রয়োজনীয় পদক্ষেপের যার অন্যতম Cytisine-র মতো সাশ্রয়ী ও নিরাপদ উপাদানের ব্যবহার,, মনে করেন গবেষকরা।
আরও পড়ুন:লক্ষ্য ব্ল্যাক হোলের রহস্য উন্মোচন, কিছুক্ষণেই মহাকাশযাত্রা করবে ISRO র এক্সপোস্যাট