কলকাতা : আপ্ত সহায়ক, হিসাব রক্ষকের পর এবার পরিচারক। মন্ত্রীর ইচ্ছাতেই কোম্পানির ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছিলেন বলেই দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mullick) পরিচারকও।


রাস্তায় দাঁড়িয়ে সাদা কাগজে সই করার সুবাদেই ফ্ল্যাটের জন্য লোনের টাকাও তিনি 'সাহেব'-এর থেকে পেয়েছিলেন বলেই দাবি করেছেন রেশন বন্টন দুর্নীতি তদন্তে (Ration Distribution Scam) এই মুহূর্তে ইডি হেফাজতে থাকা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির পরিচারক। যদিও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে লোন নিয়ে কেষ্টপুরে ফ্ল্যাট করলেও দেনার ৫ লক্ষ টাকা শোধ করেছেন বলে দাবি রামস্বরূপের। 


জ্যোতিপ্রিয় মল্লিকই কৃষি দফতরে চাকরি পাইয়ে দিয়েছিলেন রামস্বরূপকে, দাবি করেছে ইডির। পাশাপাশি জ্যোতিপ্রিয়র নিয়ন্ত্রণে থাকা ভুয়ো কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন রামস্বরূপ। আর তাঁর অ্যাকাউন্ট থেকে ভুয়ো কোম্পানির অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে বলেও দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


মন্ত্রী পরিচারকের দাবি করা সাদা কাগজে সই কি তাহলে সেভাবেই ? যদিও ফ্ল্যাটের লোনের জন্য ৫ লক্ষ টাকা লোন মন্ত্রীর কাছে করার পর প্রকাশ্য রাস্তায় এসে কয়েকজন বলাতে তিনি সাদা কাগজে সই করে দিয়েছিলেন বলেই দাবি করেছেন মন্ত্রীর পরিচারক। আর তাঁর অ্যাকাউন্টে ভুয়ো লেনদেনের অর্থ ব্যবহারের পরই ফের সামনে উঠে এসেছ একই প্রশ্ন। তাহলে কি মন্ত্রী নিজেই যাবতীয় বিষয়ের ওপর নজর রাখতেন।


প্রসঙ্গত, এর আগে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক দাবি করেছিলেন, মন্ত্রীর কথাতেই ভুয়ো কোম্পানির ডিরেক্টর পদে তাঁর মা ও স্ত্রীকে বসিয়েছিলেন তিনি। পরে একইরকম বক্তব্য উঠে এসেছিল তাঁর সিএ-র বক্তব্যেও। এবার ভুয়ো কোম্পানির ডিরেক্টর পদে বসাকে কেন্দ্র করে কার্যত মন্ত্রীর ইচ্ছাতেই কর্মর দাবি তুললেন জ্যোতিপ্রিয়র পরিচারকও। আর যা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।


বিজেপি, সিপিএম সহ বিরোধী দলগুলি একযোগে কটাক্ষ করেছে জ্যোতিপ্রিয় মল্লিককে। পাশাপাশি শুধু রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকেই নয়, রেশন দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক বলে অভিযোগ তুলে বিরোধী দলগুলির নিশানায় রাজ্যের শাসকদল। যদিও পাল্টা তৃণমূলের সাংসদ শান্তনু সেনের বক্তব্য, কেউ সাদা কাগজে সই করে থাকলে তার দায় একান্তভাবে সেই ব্যক্তিকেই নিতে হবে।                        



 


আরও পড়ুন- সরকারি আটা খোলা বাজারে বিক্রি-চক্রের পর্দাফাঁস, এলাকায় তুমুল উত্তেজনা