কৃষ্ণেন্দু অধিকারী, প্রকাশ সিনহা ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : রেশন দুর্নীতিকাণ্ডে (Ration Distribution Scam) প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পরে, তাঁর পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগও তুলেছেন।


আর এই প্রেক্ষাপটেই, মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন বলে মন্তব্য করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick)। আর সেই বক্তব্য ঘিরেই রাজ্য-রাজনীতিতে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা। জ্যোতিপ্রিয় মল্লিককে কটাক্ষ ছুড়ে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, 'কথায় কথায় মমতার নাম নিয়ে টানাটানি কেন ? মমতা-অভিষেক সব জানেন মানে কী?'


শ্রীরামপুরের তৃণমূল সাংসদের বক্তব্য, 'ওনারা কী জানেন মানে ? মমতা বন্দ্যোপাধ্যায় কী জানবেন ? জ্যোতিপ্রিয় মল্লিক যদি দুর্নীতি হয়েছে বলে থাকে, আগে তাহলে দুর্নীতি নিয়ে ও পদক্ষেপ নেয়নি কেন ? এক নম্বর প্রশ্ন। দু-নম্বর প্রশ্ন, দুর্নীতি নিয়ে উনি কোনও চিঠি লিখেছিলেন কি না, যে এই দুর্নীতি হচ্ছে। বন্ধ করাতে কোনও পদক্ষেপ নিয়েছিলেন ?'


যারপরই ঝাঁঝালো ভাষায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) সংযোজন, 'কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে টানা কেন ভাই ? মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষটা কী আছে ? মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার। মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ কী আছে ? মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে একজন একটা দায়িত্ব দিয়েছে। তার যদি পদস্খলন হয়ে থাকে, সে যদি বেইমানি কোথাও করে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষটা কোথায় ? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দোষটা কোথায় ?'


জ্যোতিপ্রিয় মল্লিক এদিন বলেছেন, 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় সব জানে ঘটনা। এর সত্য় প্রকাশ হবে। ২ দিনের মধ্যে সত্য় প্রকাশ হয়ে যাবে।' আর ইডি হেফাজতে থাকা মন্ত্রীর এই বক্তব্য ঘিরেই রাজ্য-রাজনীতিতে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে যে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী জানেন ? কোন সত্য প্রকাশের কথা বললেন জ্যোতিপ্রিয় ? এসব কথা বলে কি তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্বের অস্বস্তি বাড়ালেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ?


২০১১ থেকে টানা ১০ বছর খাদ্যমন্ত্রীর দায়িত্বে থাকা জ্যোতিপ্রিয় মল্লিকের মন্তব্য ঘিরেও জোর জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন মহলে প্রশ্ন ঘুরছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন ? কীসের কথা বলতে চাইলেন জ্যোতিপ্রিয় ? কী হবে ৪ দিন পরে ? রেশন দুর্নীতিকাণ্ডে কি মোড় ঘোরানো কোনও কিছু ঘটতে চলেছে ? তেমনই কোনও ইঙ্গিত দিতে চাইলেন মন্ত্রী ?


আরও পড়ুন- ব্যক্তি জ্যোতিপ্রিয় মল্লিক কী করেছেন, তার জন্য দলের ভাবমূর্তি কেন নষ্ট হবে? মন্তব্য কাকলির