সমীরণ পালস বনগাঁ, উত্তর ২৪ পরগনা : বণ্টন দুর্নীতির জাল কোথা থেকে কোথা অবধি বিস্তৃত ? তা জানতে আজ সারা রাজ্যে জেলায় জেলায় ম্যারাথন তল্লাশি শুরু করেছে ইডি। তদন্তকারীদের দাবি, রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত বাকিবুর-সহ বাজেয়াপ্ত মোবাইলগুলি খতিয়ে দেখে বেশ কিছু সূত্র মিলেছে। তদন্তকারীরা অনুমান, বাকিবুর-সহ বাজেয়াপ্ত মোবাইলগুলি খতিয়ে দেখে যেসব মেসেজগুলি মিলেছে, তা প্রভাবশালীদের কাছে টাকা পৌঁছে যাওয়ার কনফার্মেশন মেসেজ বলে মনে করছেন তদন্তকারীরা। ইডি সূত্রে দাবি, এভাবেই এজেন্টদের মাধ্যমে দুর্নীতির টাকা পৌঁছে মন্ত্রী ঘনিষ্ঠদের কাছে। এমনকি রেশনের কারচুপি করতেও সাহায্য করত এজেন্টরা। বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এধরনের বহু এজেন্ট।
রেশন দুর্নীতির শিকড়ে পৌঁছতে সকাল সকালই দুই জেলায় হানা দিয়েছে ইডি। নদিয়ার রানাঘাটে চাল কল মালিক ও রেশন ডিলারের বাড়ি ও চালকলে তল্লাশিতে নেমেছে ৮ জনের দল। বনগাঁয় দুই আটা কল মালিকের বাড়িতেও গোয়েন্দারা হানা দিয়েছেন। এখান থেকেই উঠে আসছে নানা প্রশ্ন।
বনগাঁর কালুপুর থেকেও কি বাংলাদেশে পাচার হত রেশনের চাল, গম? খতিয়ে দেখতে এদিন কালুপুরে একটি আটা কল ও চাল কলে হানা দিয়েছে ED। বনগাঁ শহরে আটা কল ও চাল কলের দুই মালিকের বাড়িতেও চলছে তল্লাশি। বনগাঁ থেকে বাংলাদেশ সীমান্ত ১০ কিলোমিটার দূরে। ভৌগলিক অবস্থানের সুযোগ নিয়ে এখান থেকেও কি রেশন সামগ্রী পাচার করা হয়েছে প্রতিবেশী দেশে? এর আগে প্রাক্তন খাদ্যমন্ত্রী, বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের রাজনৈতিক উত্থান যেখানে, সেই গাইঘাটা থেকে বাংলাদেশে রেশন পাচারের অভিযোগ ওঠে। এবার ED-র নজরে বাংলাদেশ লাগোয়া বনগাঁ সীমান্ত এলাকা।
বনগাঁর কালুপুরে আটা কল ও আটা কলের দুই মালিকের বাড়িতে হানা দিয়েছে ইডি গোয়েন্দারা। শনিবার সকালে বনগাঁ কালুপুরে যশোর রোডের ধারে একটি আটা কল ও চাল কলে হানা দেন ED-র অফিসাররা। এরপর দুটি দলে ভাগ হয়ে কালুপুর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বনগাঁ পুরসভার কোড়ার বাগানে আটা কলের দুই মালিক মন্টু সাহা ও কালীদাস সাহার সাহার বাড়িতেও শুরু হয় তল্লাশি। প্রসঙ্গত উল্লেখ্য় এই মন্টু সাহা ও কালীদাস সাহার আবার হোটেল রয়েছে সল্টলেকে। এখন আবার প্রশ্ন উঠছে, রেশন বণ্টন দুর্নীতির টাকা কি ছড়িয়েছিল হোটেল ব্যবসাতেও? সল্টলেকের হোটেলে ইডি-তল্লাশি। রেশন বণ্টন দুর্নীতির টাকা হোটেল ব্যবসাতেও?