ইসলামাবাদ : সন্ত্রাসবাদী হামলা পাকিস্তানে ( Air Force base attacked in central Pakistan )। শনিবার ভোররাতে পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিতে হল জঙ্গি হামলা। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে পাক পাঞ্জাবের অন্তর্গত মিয়াঁওয়ালি বায়ুসেনা ঘাঁটি (Air Force base in central Pakistan )। পাক সেনার পোশাকে বিমানঘাঁটিতে হানা দেয় জঙ্গিরা। 


 সূত্রের খবর, এটি আত্মঘাতী হামলা। পাক  বায়ুসেনা ঘাঁটিতে হানা দেয় মোট ছয়জন সশস্ত্র জঙ্গি।  পাক সেনার সঙ্গে অবিরাম গুলির লড়াই।  প্রথমেই ৩ জঙ্গি নিহত হয়েছে বলে জানা যায়।  হামলার দায় স্বীকার করে নিয়েছে তেহরিক-ই-জিহাদ পাকিস্তান নামে এক জঙ্গি সংগঠন।  হামলায় বেশ কয়েকটি যুদ্ধ বিমানের ক্ষতি হয়েছে, জানানো হয়েছে পাক সেনার তরফে।  পাক সেনার তরফে আরও জানানো হয়েছে, এই জঙ্গি হামলায় যুক্ত জঙ্গিদের হত্যা করা সম্ভব হয়েছে। এই হামলাকে 'ব্যর্থ' বলে দাবি করেছে পাক সেনা। 


সেনাবাহিনী  বিবৃতিতে জানিয়েছে, ঘাঁটিতে প্রবেশের আগেই তিন জঙ্গিকে হত্যা করা হয়েছে এবং বাকি তিনজনকে কোণঠাসা করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী আরও জানিয়েছে, হামলায় তিনটি গ্রাউন্ডেড বিমান এবং একটি জ্বালানি ট্যাঙ্কারও ক্ষতিগ্রস্ত হয়েছে।  তিন সন্ত্রাসবাদী এখনও  লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে। কয়েকটি সূত্রে দাবি, মই লাগিয়ে পাক বায়ুসেনা ঘাঁটির দেওয়াল বেয়ে উঠেছিল জঙ্গিরা। তারপর দেওয়াল টপকে তারা হানা দেয় এয়ারবেসে। হামলা চালায় সেনাদের উপর। জঙ্গিদের কাছে ছিল অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। 


 






দুপুর ২ টোর আপডেট সামরিক বাহিনী শেষ পর্যন্ত জানায়, সব জঙ্গিদের মারা সম্ভব হয়েছে। শেষমেষ মারা গিয়েছে ৯ জঙ্গি। সেনাবাহিনীর তরফে আরও জানানো হয় এই হামলায় পর্যায়ক্রমে তিনটি নন-অপারেশানাল বিমানের কিছু ক্ষতি হয়েছে।             


আরও পড়ুন :                      


নেপালে ফের ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০ ছাড়াল, কোথায় গিয়ে থামবে মৃত্যুমিছিল?