কলকাতা: এবার ইডির (ED) জালে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বাজেয়াপ্ত করা হয়েছে জ্য়োতিপ্রিয় মল্লিকের মোবাইল ফোন। ইডি সূত্রে খবর, ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে ওই ফোন। জ্যোতিপ্রিয় ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। 


ইডির জালে মন্ত্রী: ২০ ঘণ্টা ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিককে। ইডি সূত্রে খবর, বনমন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে এবং রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত ব্য়বসায়ী বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদে একাধিক সূত্র পাওয়া যায়। তা নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যান প্রাক্তন খাদ্য়মন্ত্রী। এরপরেই গতকাল রাত ১০টায় তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয়েছে জ্য়োতিপ্রিয় মল্লিকের মোবাইল ফোন। সেটির ফরেন্সিক পরীক্ষা করা হবে। সকালে স্বাস্থ্যপরীক্ষার জন্য় প্রাক্তন খাদ্য়মন্ত্রীকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়। স্বাস্থ্যপরীক্ষার পর দুপুর ২টো নাগাদ বনমন্ত্রীকে আদালতে পেশ করা হয়।         


শুনানি পর্বে বনমন্ত্রীর কাছে বিচারক জানতে চান, শারীরিক বা মানসিক অত্যাচার করা হয়েছিল? উত্তরে জ্যোতিপ্রিয় জানান, না, কোন অত্যাচার করা হয়নি। জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে এবং স্ত্রীও এর সঙ্গে যুক্ত বলে আদালতে দাবি করে। এদিন বনমন্ত্রী বিচারককে বলেন, “আমার বেশকিছু সমস্যা আছে, ইতিমধ্যেই পা ফুলতে শুরু করেছে, বিচারককে। রোজ ১০ হাজার স্টেপ হাঁটতে হয়, দয়া করে তার ব্যবস্থা করে দিন। আমার বাড়ির জামা কাপড় দরকার।                    


দুপক্ষের সওয়াল জবাব শুনে ৫ নভেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের ইডি হেফাজত নির্দেশ দেন বিচারক। আদালতের নির্দেশ শোনার পরই অজ্ঞান হয়ে পড়ে যান জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর মেয়ে মাথায় জল দেন। এরপর বিচারকের বাতানুকূল চেম্বারে নিয়ে যাওয়া হয় বনমন্ত্রীকে। পরিস্থিতি দেখে বিচারক নির্দেশ দেন, ২৪ ঘণ্টার মধ্যে মেডিক্যাল বোর্ড গঠন করবে কমান্ড হাসপাতাল। বাড়ির খাবার পাবেন জ্যোতিপ্রিয় মল্লিক। দিনে এক ঘণ্টা করে আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন বিচারক আরও নির্দেশ দেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর শুরু হবে ইডি হেফাজতের মেয়াদ।


আরও পড়ুন: Birbhum: ত্রয়োদশী তিথিতে ফুল্লরা মন্দিরে বিশেষ পুজোর আয়োজন, ভক্ত সমাগম লাভপুরে