কলকাতা: প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির (Teacher Recruitment Scam) অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) অপসারণের নির্দেশ হাইকোর্টের। নতুন সভাপতি নিযুক্ত না হওয়া পর্যন্ত পর্ষদ সভাপতির দায়িত্বে সচিব। নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্বে পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচী (Ratna Chakraborty Bagchi)। 


মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দিল হাইকোর্ট: ২০১৪’র প্রাথমিক টেট মামলায় গত সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় নির্দেশ মতো সিবিআইয়ের তদন্তকারীদের মুখোমুখি হন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচীকে। সেই মতো নির্ধারিত সময়ের আগে সিবিআইয়ের নিজাম প্যালেসের দফতরে পৌঁছে যান দু’জনে। সিবিআই সূত্রে খবর, গত সপ্তাহে তদন্তকারীরা জানতে চান, কার নির্দেশে ২০১৪’র টেটে দ্বিতীয় নিয়োগ তালিকা প্রকাশ করা হয়েছিল? শুধু ২৬৯ জনকেই কেন ১ নম্বর করে বাড়ানো হল? নম্বর বাড়ানোর সিদ্ধান্ত কে নিয়েছিল? সরকারি ফাইলে তার কোনও তথ্য আছে কিনা। আর এই জিজ্ঞাসাবাদের এক সপ্তাহের মধ্যেই প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির (Teacher Recruitment Scam) অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) অপসারণের নির্দেশ দিল হাইকোর্ট। 


সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশের পরেও একাধিক তথ্য না পাওয়ায় দায়ী মানিক ভট্টাচার্য। আদালতের নির্দেশ যথাযথ পালন করা হয়নি। আদালতের কাছে যে নথি পেশ করা হয়েছে, তা নিয়ে সন্দেহ আছে। পর্ষদের পেশ করা নথি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাতে বলল হাইকোর্ট। পর্ষদের নথি দিল্লিতে পাঠাতে সিবিআইকে নির্দেশ দিল হাইকোর্ট। উত্তরপত্রের পরিবর্তে ২ হাজার ৭৮৭জনের রোল নম্বর কোর্টে পেশ করে পর্ষদ। ২৭৮৭ জন প্রার্থীর আবেদনপত্র পেশ করতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। "বাড়তি ১ নম্বর পাওয়া ২৭৩জন প্রার্থীর মধ্যে চাকরি পেয়েছেন ২৫৬জন। ২৬৫জনের তালিকা দিয়ে কোর্টে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এটি দ্বিতীয় প্যানেলের কপি নয়, সব বোর্ড সদস্যদের সই কোথায়? আমি আসল কপি নিয়ে আসার নির্দেশ দিয়েছিলাম।" মন্তব্য বিচারপতির। 


আরও পড়ুন: Calcutta Highcourt: প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ হাইকোর্টের


আরও পড়ুন: Calcutta Highcourt: প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ হাইকোর্টের