কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায় ও সন্দীপ সরকার, কলকাতা: নিয়োগ দুর্নীতির (Recruitment Corruption) ছোঁয়া এবার সরস্বতী পুজোর মণ্ডপে! কাঁকুরগাছিতে (Kankurgachi) সরস্বতী পুজোর (Saraswati Puja) থিমের নাম 'বঙ্গে বিক্রি বিদ্যা'। পার্থ (Partha Chatterjee)-অর্পিতার (Arpita Mukherjee) আদলে মডেল থেকে শুরু করে পাঁচশো-দু-হাজারের নোট, এমনকি চাকরিপ্রার্থীদের (Job Seeker) আন্দোলনও জায়গা করে নিয়েছে মণ্ডপে। থিমের এই পুজোতে লেগেছে রাজনীতির রঙও। 


পুরনো ছবি: ৫০০ থেকে ২ হাজার, বান্ডিল বান্ডিল নোট! যেদিকেই চোখ যায়, শুধু টাকা আর টাকা! নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যবাসীর চোখ কপালে তুলে দিয়েছিল জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ৫০ কোটি টাকার এই ছবি!


বঙ্গে বিক্রি বিদ্যা: এবার মা সরস্বতীর (Saraswati) আরাধনা সেই লক্ষ্মীরই ছোঁয়া! কাঁকুরগাছিতে সরস্বতী পুজোর (Saraswati Puja) এবার থিম - বঙ্গে বিক্রি বিদ্যা। কাঁকুরগাছির সরস্বতী (Saraswati Puja) ও কালীমাতা মন্দির পরিষদের পুজো এবার ১৭ বছরে পা দিল। শিক্ষায় নিয়োগে দুর্নীতি থেকে বঞ্চিত যোগ্য চাকরিপ্রার্থীদের আন্দোলন-তিনটি পর্যায়ে, নিজেদের মণ্ডপটি তৈরি করেছেন উদ্যোক্তারা।


কেমন আয়োজন: প্রথম পর্যায়ে দেখা যাচ্ছে, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়  (Formar Education Minister Partha Chatterjee) ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee)। দেখানো হয়েছে, দাড়িপাল্লার একদিকে বিদ্যার দেবী, অন্যদিকে টাকা! পরের অংশে মূল দেবীর পুজো হবে। তবে সেখানে দুটি খাঁচা পাতা হয়েছে। তার একটিতে বিদ্যার দেবীকেই রাখা হয়েছে! অপর খাঁচায় রয়েছে বইপত্র! দেখানো হয়েছে, বিদ্যা ও বিদ্যার দেবী, দুই-ই বন্দি খাঁচায়!


নিয়োগ দুর্নীতিতে (Recruitment Corruption) অভিযোগ উঠেছে, ফেল করে, এমনকি পরীক্ষা না দিয়েও অনেকে চাকরি পেয়েছেন।  অন্যদিকে শীত-গ্রীষ্ম-বর্ষা উপেক্ষা করে, উৎসবের দিনগুলিতেও নিয়োগের দাবিতে রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন যোগ্য প্রার্থীরা। মণ্ডপের তৃতীয় ভাগে তুলে ধরা হয়েছে এই আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের। 


সরবস্বতী পুজোর এই থিমকে কেন্দ্র করে ইতিমধ্যেই লেগেছে রাজনীতির রং! কারণ এই পুজোর একসময় উদ্যোক্তা ছিলেন কাঁকুরগাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকার। গত বিধানসভা ভোটের পর যাকে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) বিরুদ্ধে!এই সরস্বতী পুজোয় (Saraswati Puja) আমন্ত্রণ জানানো হয়েছে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদেরও। 


আরও পড়ুন: CV Ananda Bose: একসময় শ্যামবাজারের এই ব্যাঙ্কেই কাজ করতেন রাজ্যপাল! সেই অফিসেই ফিরলেন সি ভি আনন্দ বোস