কলকাতা: হাইকোর্টে (Calcutta High Court) পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee ) জামিনে শুনানি শেষ, রায়দান স্থগিত। পার্থ, সুবীরেশ, কল্যাণময়, শান্তিপ্রসাদ, অশোক সাহার জামিনের আর্জি। নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) হাইকোর্টের তৃতীয় বেঞ্চে ৫জনের জামিনের শুনানি।'এরা এখনও প্রভাবশালী, তদন্ত শেষ হলেও সামগ্রিকভাবে দুর্নীতির তদন্ত চলছে'। প্রভাবশালী তত্ত্বে পার্থ-সহ ৫জনের জামিনের বিরোধিতা করে সওয়াল সিবিআইয়ের।
সম্প্রতি অর্পিতা-মানিকের তুলনা টেনে জামিনে মুক্তি পাওয়ার মরিয়া চেষ্টা চলছিল। আর তারপরেই সর্বোচ্চ আদালতে তীর্ব ভর্ৎসনার মুখে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অন্যদের সঙ্গে নিজের তুলনা করার আগে লজ্জিত হওয়া উচিত। মন্তব্য করেছিলেন বিচারপতি। বাকিরা এবং আপনি এক নন়। তাই অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করার আগে আপনার লজ্জিত হওয়া উচিত। অর্পিতা-মানিকের জামিনের তুলনাতেও সেবার গলেনি বরফ।মুক্তি পাওয়ার মরিয়া চেষ্টায় ফের ব্যর্থ হয়েছিলেন তিনি। জামিন পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি। জামিন চেয়ে সর্বোচ্চ আদালতে তীর্ব ভর্ৎসনার মুখে পড়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি-মামলায় জামিন-আবেদনের শুনানি হয়েছিল সুপ্রিমকোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে।সেবার শুনানির শুরুতেই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেছিলেন, অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেয়েছেন। প্রাথমিক পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য এবং তাঁর ছেলেও জামিনে মুক্ত। আমার মক্কেল কেন পাবেন না? তাঁকেও জামিন দেওয়া হোক। বিচারপতি সূর্যকান্ত পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশে বলেছিলেন, আপনি নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করবেন না। সবাই শিক্ষামন্ত্রী ছিল না, আপনি ছিলেন। বাকিরা এবং আপনি সমান নয়। অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করার আগে আপনার লজ্জিত হওয়া উচিত।'
আরও পড়ুন, ফিরহাদের মন্তব্যে খুব আহত হয়েছি, আমি হলে সরি বলতাম : মদন
আদালতে ইডি-র আইনজীবী বলেছিলেন,'অর্পিতা মুখোপাধ্যায় জানিয়েছেন যে, তিনি নিজের এবং নিজের মায়ের নিরাপত্তার কথা ভেবে মুখ খুলতে পারেননি। নগদ পঞ্চাশ কোটি টাকা এবং গয়না নিয়ে যা বলার সেটা পার্থ চট্টোপাধ্যায় বলতে পারবেন। এই সম্পত্তি তার নয় বলে দাবি করেছেন অর্পিতা। পার্থ চট্টোপাধ্য়ায়ের আইনজীবী বলেছিলেন, আড়াই বছর জেলবন্দি পার্থ। যে অভিযোগে তিনি গ্রেফতার হয়েছে, তাতে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা হতে পারে ৭ বছরের কারাদণ্ড। তিনি দীর্ঘদিন জেলে বন্দি আছেন, তাঁকে ঠিকমতো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। তাঁকে জামিন দেওয়া হোক।' কিন্তু এই সওয়ালে সায় বা মান্যতা দেয়নি সর্বোচ্চ আদালত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।