কলকাতা : 'একদিন সত্য সামনে আসবে'। ফের বললেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আজ আলিপুর আদালত থেকে বেরোনোর সময় এই মন্তব্য করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী (Former Education Minister)। তিনি বলেন, "যারা আমার উপরে আস্থা রেখেছিলেন, তাঁরা আস্থা রাখুন। একদিন সত্যের জয় হবেই। আমি মানুষের সঙ্গে আছি, আমি নিজে দলের সঙ্গে আছি।"

Continues below advertisement

এদিকে আজ ফের জামিনের আবেদন খারিজ হয়ে যায় পার্থ চট্টোপাধ্য়ায়ের। তাই জেলেই বড়দিন কাটবে পার্থ-সহ ৭ জনের। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ৭ জনেরই ১৪ দিনের জেল হেফাজত হয়েছে। ৭ জনের জামিনের আবেদন খারিজ করে আলিপুর আদালত। ৫ জানুয়ারি পর্যন্ত জেলেই থাকতে হবে পার্থ-সুবীরেশদের।

বৃহস্পতিবার, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা, SSC’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, প্রাক্তন সচিব অশোককুমার সাহা এবং নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত, ২ মিডলম্য়ান প্রসন্ন রায় ও প্রদীপ সিংহকে আলিপুর আদালতে তোলা হয়।  জামিনের আবেদন জানিয়ে, এজলাসে আজমল কাসভের প্রসঙ্গ তোলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। তিনি বলেন, ষড়ষন্ত্রের অভিযোগ করা হচ্ছে, কিন্তু, বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে না। বিস্তারিত তথ্য দিলে পার্থ চট্টোপাধ্যায় বলতে পারবেন যে, তিনি এটা করেননি। আজমল কাসভকেও বিচার করে ফাঁসি দেওয়া হয়েছে। আমার মক্কেলকে রিমান্ড কপি ছাড়া কিছুই দিচ্ছে না। 

Continues below advertisement

পাল্টা জামিনের বিরোধিতা করে CBI'এর আইনজীবী বলেন, মামলার গুরুত্ব বিচার করে অভিযুক্তদের হেফাজতে রাখা প্রয়োজন। প্রত্যেকেই প্রভাবশালী। তদন্তে কী উঠে আসছে সেটা কেস ডায়েরিতে আছে। রোজ নতুন নতুন তথ্য উঠে আসবে না, এটাই স্বাভাবিক। শুনানি শেষে খারিজ হয়ে যায় পার্থ চট্টোপাধ্যায় সহ নিয়োগ দুর্নীতিতে ধৃত ৭ জনের জামিনের আর্জি।

এদিকে দল দূরে থাকলেও, ফের দলের প্রতি অনুগত থাকার বার্তা দিলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের আগে জানালেন শুভেচ্ছা। নিয়োগ দুর্নীতি মামলায় আজ আলিপুর আদালতে তোলার আগে বার্তা দেন পার্থ। প্রমাণ হল, পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের সঙ্গেই আছেন, কটাক্ষ বিরোধীদের। ওঁর মন্তব্য নিজস্ব, দায় নেবে না দল, জানালেন কুণাল ঘোষ।

জামিনের আবেদন করে এ দিন আদালতে CBI হেফাজতে বগটুই কণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের প্রসঙ্গ তোলেন শান্তিপ্রসাদ সিন্হার আইনজীবী।