কলকাতা: অযোগ্য চাকরিপ্রাপকদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই (CBI)। সূত্রের খবর, রাজ্যজুড়ে প্রায় ৩০-৩৫ জন নতুন এজেন্টের নাম সামনে এসেছে। এর মধ্যে বেশ কিছু প্রভাবশালীরও নাম মিলেছে বলে খবর সূত্রের। সিবিআই সূত্রে দাবি, অযোগ্য চাকরিপ্রাপকদের সংখ্যা আড়াই হাজারের বেশি। ইতিমধ্যেই প্রায় ২৩০০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের নতুন এজেন্টদের নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে। 


জিজ্ঞাসাবাদে নয়া তথ্য: কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, প্রভাবশালীদের দ্বারা পরিচালিত এই চাকরি জালিয়াতির অপারেশন, পরিচালিত হয়েছে এজেন্টদের নেটওয়ার্কের মাধ্যমে।CBI সূত্রে যেরকম দাবি, তাতে জেলায় জেলায়, রন্ধ্রে রন্ধ্রে নিয়োগ দুর্নীতির জাল বিছিয়েছিলেন এজেন্টরা। ২০১৬ সালের SSC-র প্যানেলে অযোগ্য চাকরিপ্রাপকদের চিহ্নিত করার কাজ চালাচ্ছে CBI.কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, রাজ্যজুড়ে প্রায় ৩০-৩৫ জন নতুন এজেন্টের নাম সামনে এসেছে। CBI সূত্রে দাবি, তাঁদের মধ্যে ৩ থেকে ৪ জন যথেষ্ট প্রভাবশালী। চাকরি বিক্রির টাকা লেনদেন হয়েছিল এই সব এজেন্টদের মাধ্যমে। 


এর আগে আলিপুরের বিশেষ আদালতে CBI দাবি করেছিল, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের নাকতলার বাড়িতেই হত চাকরি বিক্রির এজেন্ট-মিটসেখানে নিয়মিত যাতায়াত ছিল প্রসন্ন রায়, প্রদীপ সিংদের মতো মিডলম্য়ানদের। নিয়োগ দুর্নীতির নীল নকশা তৈরি হত তৎকালীন শিক্ষামন্ত্রীর বাড়িতে।  SSC-র কর্তা থেকে চাকরি চুরির এজেন্ট, সবাই উপস্থিত থাকতেন সেখানে।  কাদের চাকরি দেওয়া হবে, সেই তালিকা তৈরি হত পার্থর বাড়িতে চাকরি বিক্রির বৈঠকে।  SSC মামলায়, ২০১৬ সালের প্যানেলে চাকরি পাওয়া ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। পরে সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রডূড় জানিয়ে দেন, যোগ্য়-অযোগ্য আলাদা করা গেলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। সুপ্রিম কোর্টের ওই নির্দেশের পর কলকাতা হাই কোর্টের বিশেষ বেঞ্চ CBI-কে অযোগ্য় চাকরিপ্রাপকদের চিহ্নিত করার নির্দেশ দেয়।


CBI সূত্রে দাবি, SSC-র ২০১৬ সালের ইতিমধ্যেই আড়াই হাজারের বেশি অযোগ্য চাকরি প্রাপককে চিহ্নিত করা হয়েছে। জেলা ধরে ধরে তলব করে, তাঁদের মধ্যে থেকে প্রায় ২ হাজার ৩০০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই আরও প্রায় ৩৫ জন এজেন্টের সন্ধান মিলেছে। CBI সূত্রে দাবি, নতুন এজেন্টদের নাম সামনে রেখে, তদন্ত এগিয়ে নিয়ে যাবে তারা। হাইকোর্টে জমা দেওয়া হবে বিস্তারিত রিপোর্ট। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Eastern Railway News : লোকাল ট্রেনে টিকিট কাটছেন না যাঁরা, সতর্ক করল রেল; বিনা টিকিটের যাত্রী ধরতে কীভাবে হবে চেকিং?