প্রকাশ সিনহা, কলকাতা : সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা (Voice Sample) পরীক্ষায় ছাড়পত্র পেল ইডি। বর্তমানে প্য়রোলে জেলের বাইরে রয়েছেন সুজয়কৃষ্ণ। সোমবার ফেরার পর, ৩ দিনের মধ্য়েই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে ইডিকে (ED)। নির্দেশ দিল ব্য়াঙ্কশাল কোর্ট। নমুনা সংগ্রহের সময় হাজির থাকতে হবে, ইডির তদন্তকারী অফিসার, ফরেন্সিক আধিকারিক (Forensic Expert), টেকনিক্য়াল এক্সপার্টকে।


নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য় ইডিকে ছাড়পত্র দিল ব্য়াঙ্কশাল আদালত। বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি রয়েছেন তিনি। সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করবেন ইডি আধিকারিকরা। এদিন, ই়ডির তরফে আদালতে দাবি করা হয়, গত ২০-ই ফেব্রুয়ারি বিকেল ৫টা ৪৬ মিনিটে নিজের মোবাইল ফোন থেকে কাউকে ফোন করে সুজয়কৃষ্ণ নির্দেশ দিয়েছিলেন, ফোনের যাবতীয় তথ্য়, চাকরিপ্রার্থীদের মার্কশিট, অ্য়াডমিট কার্ড ডিলিট করে দিতে।


তাই তদন্তের স্বার্থে কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা প্রয়োজন। কিন্তু এর বিরোধিতা করেন সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবী। তিনি বলেন, ফোন ট্য়াপিং বেআইনি। এর নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। এর জন্য় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে অনুমতি নিতে হয়। এক্ষেত্রে কি তা করা হয়েছিল ? গোপনীয়তা রক্ষার অধিকার সকলের আছে। তখন বিচারকের কাছে গোপন একটি নথি পেশ করেন ইডির আইনজীবী। সুজয়কৃষ্ণর আইনজীবী সেই নথি দেখতে চাইলে, ইডির তরফে বলা হয়, এটা কেস ডায়েরির অংশ। তাই দেখানো যাবে না। দুইপক্ষের সওয়াল শোনার পর, ইডিকে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার অনুমতি দেন ব্য়াঙ্কশাল কোর্ট। 


বর্তমানে প্য়ারোলে জেলের বাইরে রয়েছেন সুজয়কৃষ্ণ। সোমবার তাঁর ফেরার কথা। বিচারক নির্দেশ দিয়েছেন, এর ৩ দিনের মধ্য়ে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে। নমুনা সংগ্রহের সময় হাজির থাকতে হবে, ইডির তদন্তকারী অফিসার, ফরেন্সিক আধিকারিক, টেকনিক্য়াল এক্সপার্টকে। বিষয়টি জানাতে হবে জেল সুপারকে।                                                                  


আরও পড়ুন- নিয়োগ দুর্নীতির কিংপিন কে ? প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ED-কে প্রশ্ন হাইকোর্টের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial