কলকাতা: 'অসুর' খ্য়াত অভিনেত্রী রিধি ডোগরা এইমুহূর্তে সোশ্য়াল সেনসেশন। খুব শীঘ্রই তাঁর মিলবে স্বয়ং কিং খানের ছবি 'জওয়ান'-এ। তবে সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় ভয়ঙ্কর ট্রোলড হলেন এই অভিনেত্রী। কেন?
চলতি সপ্তাহের শুরুতেই মুক্তি পেয়েছিল 'জওয়ান'-এর প্রিভিউ। যেখানে শাহরখ খানের পাশাপাশি দেখা মিলেছিল দীপিকা পাড়ুকোন, নয়নতারা, সানায়া মালহোত্রা, প্রিয়মণি, সামান্থা সহ একাধিক অভিনেত্রীর। তবে ছবিতে অভিনয় করা সত্ত্বেও প্রিভিউ থেকে বাদ পড়েছিলেন রিধি ডোগরা। যদিও এই ছবির প্রচারে একাধিক পোস্ট সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করতে দেখা গেছে অভিনেত্রীকে। আর সেই কারণেই নেটাগরিকদের ট্রোলের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে।
তবে ব্যস্ত শিডিউল থেকে এই ছবির প্রচারের জন্য় কিং খান তাঁর সহ-অভিনেতাকে সাধুবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত এই ছবিতে রিধি ডোগরাকে কোন চরিত্রে দেখা যাবে তা এখনও জানা যায়নি। তবে শুধু 'জওয়ান'ই নয়, স্পাই থ্রিলার 'টাইগার ৩'তেও শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে রিধি ডোগরাকে।
আরও পড়ুন...
উল্লেখ্য়, হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে এই ছবি। ২ মিনিটের কিছু বেশি সময়ের এই প্রিভিউতে যে দৃশ্য চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল, তা হল মেট্রোর মধ্যে শাহরুখের নাচ! 'জওয়ান'-এর প্রিভিউতে যে দৃশ্যটি ভাইরাল হয়েছে, সেটি হল মেট্রোয় আপাদমস্তক ব্যান্ডেজ বেঁধে উঠছেন শাহরুখ। তারপরে মেট্রো চলতে চলতে ধীরে ধীরে খুলে ফেলছেন মুখের ব্যান্ডেজ। তারপরে তাঁর যে চেহারা প্রকাশ পেয়েছে, তা ইতিমধ্য়ে চমক লাগাচ্ছে অনুরাগীদের মনে।
পাশাপাশি, সম্প্রতি শাহরুখ তাঁর নতুন ট্য়ুইটে লিখেছিলেন, 'জওয়ান'-এর (Jawan) জন্য় তাঁকে অনুপ্রেরণা দিয়েছিল থালাপথি বিজয়, অল্লু অর্জুন, রজনীকান্ত, যশের মত অভিনেতাদের ছবি। তিনি এও জানান যে, এই ছবিতে কাজ করার আগে পরিচালক অ্য়াটলিরও একাধিক ছবি দেখে ফেলেন তিনি।
প্রসঙ্গত, বছরের শুরুতেই মুক্তি পায় 'পাঠান'। শাহরুখের এই ছবিতে বিশেষ চরিত্রে অংশ নেন সলমন খান। পাঠানের ছবিতে টাইগারের প্রবেশ দেখেছেন দর্শক। এবার 'টাইগার ৩' ছবিতে হাজির হবেন শাহরুখও। ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাবে 'টাইগার ৩'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন