প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার কথা ফের অস্বীকার করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গোটা নিয়োগ দুর্নীতি নিয়ে বোর্ডের ঘাড়েই দায় ঠেললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।


এদিন আদালত থেকে বেরনোর সময় জেলবন্দি পার্থ দাবি করেন, তিনি নিয়োগকর্তা ছিলেন না। নিয়োগকর্তা বোর্ড পরিচালিত সংস্থা, মন্ত্রী নন, ফের দাবি পার্থর। তিনি বলেন, 'মন্ত্রীর কোনও রোল নেই। এটা বোর্ড পরিচালিত সংস্থা। এখানে মন্ত্রীর কোনও ভূমিকা নেই। নিয়োগকর্তাও মন্ত্রী নন।'


বিজেপির তোপ:
বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'প্রশ্নটা হচ্ছে টাকাটা কে নিয়েছে। শিক্ষাবিভাগে এত বড় দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়ে গেল। আর শিক্ষামন্ত্রী কিছু জানলেন না। ওঁর বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে, এটা কে মেনে নেবে?


গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ছাড়াও সুবীরেশ ভট্টাচার্য-সহ ৬জনকে আজ ফের পেশ করা হয়েছে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে। সূত্রের খবর, গত কয়েকদিনে তদন্তে নতুন কী তথ্য উঠে এসেছে, তা আদালতে জানাচ্ছে সিবিআই। পার্থ, সুবীরেশ-সহ ৭ জনেরই জামিনের বিরোধিতা করা হবে। আগের দিন আলিপুরের সিবিআই আদালতে গ্রুপ সি মামলার শুনানি হয়নি। 


অলঙ্কার-বিতর্ক:
কয়েকদিন আগেই পার্থ চট্টোপাধ্যায়ের হাতের আঙুলে আংটি থাকা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। জেলে থাকলে অলঙ্কার রাখা যায় না, রাখলে তা জেল ম্যানুয়ালের বিরোধী হয়। এই কথা বলে পার্থ প্রভাবশালী ব্যক্তি বলে দাবি করা হয়েছিল। সেই বিতর্কের পর এদিন অবশ্য পার্থর হাতে আংটি দেখা গেল না। নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) এদিন আলিপুরের সিবিআই আদালতে তোলা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। গতবারের বিতর্কের পর আজ পার্থর হাতে ছিল না কোনও আংটি। আগের বার আদালতে পেশের সময় পার্থ চট্টোপাধ্যায়ের আংটির ছবি ধরা পড়ে। এই নিয়ে আদালতে ভর্ৎসনার মুখে পড়েন প্রেসিডেন্সি জেলের সুপার।  


এর আগে নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) মুখে একাধিক বিরোধী দলের নেতার নাম শোনা গিয়েছিল। সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিলীপ ঘোষের (Dilip Ghosh) নাম উঠে এসেছিল। সেবারও নিজেকে নির্দোষ দাবি করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সেই ঘটনাতেও বেশ কিছুদিন শাসক-বিরোধী তরজা চরমে উঠেছিল।


আরও পড়ুন: হঠাৎ বিকট শব্দ, ঝনঝনিয়ে ভাঙল জানলার কাচ! মাঝরাতে বিস্ফোরণ রহস্য়