কলকাতা : নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) গ্রেফতার 'কালীঘাটের কাকু'-কে (Kalighater Kaku) দেখতে এসএসকেএমে ইডি আধিকারিক। SSKM-এর কার্ডিওলজি বিভাগে যান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিক। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। জানা যাচ্ছে, সুজয়কৃষ্ণ ভদ্রর শারীরিক অবস্থা খতিয়ে দেখে রিপোর্ট দিতে হাসপাতালে ইডি আধিকারিক। এর আগে 'কাকু'র উপর নজর রাখতে সিআইএসএফের ২ জওয়ানকে রাখা হয়েছিল আইসিসিইউ-এর দরজায়। নিরাপত্তা আরও বাড়ানো হবে বলেই খবর। জানা যাচ্ছে, ২ জন ইডি আধিকারিক থাকবেন নিরাপত্তায়। এদিকে, তদন্তে সহযোগিতা করা উচিত, কালীঘাটের কাকুর উদ্দেশে বললেন তাপস মণ্ডল।


সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে ইতিমধ্যে তুঙ্গে উঠেছে ইডি ও SSKM হাসপাতাল কর্তৃপক্ষের টানাপোড়েন। শুক্রবার সকালে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জোকার ESI হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল কালীঘাটের কাকুকে! কিন্তু আগের রাতেই, কার্ডিওলজি বিভাগের কেবিন থেকে তাঁকে ICCU-তে ভর্তি করে দিয়েছিল SSKM কর্তৃপক্ষ। 


গত ২৫ নভেম্বর, নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিল ED-র বিশেষ আদালত। সেই মর্মে আদালতের নির্দেশে জোকার ESI হাসপাতালে ইতিমধ্যে গড়া হয়েছে মেডিক্যাল বোর্ড।  ইডি সূত্রে দাবি, সেখানেই সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হবে বলে আগে থেকে জানানো হয়েছিল SSKM হাসপাতাল কর্তৃপক্ষকে। কিন্তু কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা আগের দিন রাতে হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন সুজয়কৃষ্ণ ভদ্র। রাত সাড়ে বারোটা নাগাদ তড়িঘড়ি তাঁকে ICCU-তে স্থানান্তরিত করা হয়। 


প্রসঙ্গত, চলতি বছরের ২২ অগাস্ট থেকে SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। গত ৭ ডিসেম্বর রাতে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে শিশুদের জন্য রাখা আইসিসিইউ বেডে ভর্তি করা হয়।                                                                                                            


 


আরও পড়ুন- প্রধানমন্ত্রীর বঙ্গ সফর, টেট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টে দিলীপ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে