দার্জিলিং : এবার পাহাড়েও নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ? জিটিএ-র বিরুদ্ধে টেট কেলেঙ্কারির অভিযোগ দার্জিলিঙের বিজেপি সাংসদের। তদন্তের আবেদন জানিয়ে সিবিআই ডিরেক্টর ও রাজ্যপালকে চিঠি রাজু বিস্তার।


জিটিএ-র বিরুদ্ধে ভুয়ো টেট নেওয়ার অভিযোগ। 'জিটিএ-র ভুয়ো টেটের জন্য পাহাড় ও ডুয়ার্সের ১৪ হাজার মানুষ ফর্ম ফিলাপও করেছিলেন, টেট নেওয়ার অধিকার নেই জিটিএ-র, আরটিআইয়ের উত্তরে জানিয়েছে রাজ্য সরকার, বিধানসভা নির্বাচনের  (Assembly Election)আগে ভোট কিনতে ভুয়ো টেটের জন্য ভার্চুয়াল ইন্টারভিউও নেওয়া হয়েছিল', তৃণমূলের দিকে আঙুল তুলে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের (BJP MP)।


শিক্ষামন্ত্রীর কাছেও তদন্তের দাবি রাজু বিস্তার। দুর্নীতির অভিযোগ মানতে নারাজ শাসক দল। দার্জিলিংয়ের তৃণমূল কংগ্রেস (TMC) সভানেত্রী শান্তা ছেত্রী বলেছেন, পাহাড়ে এই প্রথমবার টেট হয়েছিল। প্রাইমারি বোর্ডই যে পরীক্ষার আয়োজন করেছিল। এর বাইরে আমার কিছু জানা নেই। তাই অভিযোগ বা অন্য কোনও বক্তব্য নিয়ে কোনও মন্তব্য করার মতো জায়গায় নেই।                                                                                                                                                                          



                                                                                                                         


আরও পড়ুন- সরকারি মতে মৃতের সংখ্যা ৩, বেসরকারিতে ৫০ ছুঁইছুই, আর কত প্রাণহানি ডেঙ্গিতে ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial