কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: অবস্থানের প্রায় ২৫ ঘণ্টা পার, আজ ফের এসএসসি-র চেয়ারম্যানের সঙ্গে চাকরিহারাদের প্রতিনিধিদের আলোচনার সম্ভাবনা রয়েছে। SSC দফতরের সামনে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এবং পুলিশের তরফে অভিযোগ করা হয়েছে, তাঁদের ডিউটি করার ক্ষেত্রে কোনও রকম সাহায্য করছেন না চাকরিহারা শিক্ষকরা। যদিও পাল্টা তাঁরা বলেছেন, পুলিশ তাঁদের কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে। এই আবহেই খবর পাওয়া গিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে নতুন করে চাকরিহারাদের প্রতিনিধিদের বৈঠকের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তাঁর সঙ্গে নতুন করে একটা বৈঠক হওয়ার কথা। এবং সেখানে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল সাড়ে ৪ টার পর সেই বৈঠকে অংশ নেবেন বলে খবর পাওয়া গিয়েছে। এবং সেখানে কিছু বিষয়ে SSC-র তরফে ক্ল্যারিফিকেশন দেওয়া হবে।
'যোগ্যদের' তালিকা SSC দিতে পারে সরকারকে, এই সম্ভাবনা কতটা পরিণতির দিকে এগোচ্ছে ? যে দাবিতে চাকরিহারা শিক্ষকরা, SSS ভবনের পাশে আন্দোলন করছেন, যে যোগ্য ও অযোগ্যের তালিকা প্রকাশ্যে আনতে হবে, ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। শিক্ষামন্ত্রী ইতিমধ্য়েই স্পষ্ট করেছেন, এসএসসি এর কারা যোগ্য বা অযোগ্য শিক্ষকদের তালিকা, ওয়েবসাইটে দেওয়া হবে না, কারণ তাতে সুপ্রিম কোর্টের অবমাননা হতে পারে।আদালত অবমাননার জন্য সেই তালিকা তাঁরা দিতে পারবেন না। কিন্তু প্রশ্ন উঠছে, যোগ্য ও অযোগ্য যদি আলাদা করা না যায়, তাহলে কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্যরা তো স্কুলে যাবেন বলে নির্দেশ দেওয়া আছে, কিন্তু সেই যোগ্যরা আদতে কারা ?
গতকাল মধ্যরাতে টেলিফোনিক সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী এবিপি আনন্দ-কে জানিয়েছেন, 'যারা যোগ্য বঞ্চিত শিক্ষক, সময়মতোই বেতন পাবেন। এসএসসি বলেছে, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই চলবে। আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি। এখানে জলঘোলা করার কোনও ব্যাপার নেই। আইনজ্ঞদের অনুমতি না মেলাতেই তালিকা প্রকাশিত হয়নি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেই তালিকা প্রকাশিত হবে', রিভিউ পিটিশন করা পর্যন্ত অপেক্ষা করার বার্তা শিক্ষামন্ত্রীর। 'অযোগ্যদের বাঁচানোর চক্রান্ত চালিয়ে যাচ্ছে সরকার। যোগ্যদের বেতন দেওয়ার কথা বললে কেন তালিকা প্রকাশ নয়', শিক্ষামন্ত্রীর দাবি উড়িয়ে পাল্টা অভিযোগ চাকরিহারা শিক্ষকদের।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)