কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: দুর্নীতির জেরে ২৬ হাজার চাকরি বাতিল, নিয়োগ বিধিতে বড়সড় বদল। বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল শিক্ষা দফতর। ১০ বছর সংরক্ষিত থাকবে OMR-এর স্ক্যান কপি । ২ বছর সংরক্ষিত থাকবে OMR-এর হার্ড কপি । আগে ১ বছর সংরক্ষিত থাকত OMR শিট।
আরও পড়ুন, মোদিজি গঙ্গা, সমুদ্র ; উনি কালীঘাটের নালা, কী লড়বেন ! মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণে শুভেন্দু
নিয়োগ বিধিতে বড়সড় বদল, বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল শিক্ষা দফতর
২১ বছর থেকে ৪০ বছর বয়সীদের আবেদনে সুযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্টদের বয়সে ছাড়। আগে ২০ বছর থেকে ৪০ বছর বয়সীদের পরীক্ষায় বসার সুযোগ ছিল। নম্বর বিভাজনেও বড়সড় রদবদল। এবার নতুন করে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বরাদ্দ ১০ নম্বর। লেকচার ডেমনস্ট্রেশনের জন্যও বরাদ্দ ১০ নম্বর।
সরকার ও সরকারি সাহায্য়প্রাপ্ত স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকলে বাড়তি সুযোগ
এবার স্নাতক বা স্নাতকোত্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মিলবে ১০ নম্বর। আগে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তরের নম্বরের ভিত্তিতে মিলত ১০ নম্বর। সরকার ও সরকারি সাহায্য়প্রাপ্ত স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকলে বাড়তি সুযোগ। প্রতি বছরের হিসেবে ২ নম্বর করে মিলবে। আগে প্যানেলের মেয়াদ ছিল ১ বছর, এবার আরও ৬ মাস বাড়তি সময়।
একাডেমিক পারফরমেন্স কম যাদের, তাঁদের কথাও ভাবা হয়েছে : আইনজীবী ফিরদৌস শামিম
আইনজীবী ফিরদৌস শামিম বলেছেন, যে নিয়মটি আনা হয়েছে, সেটি মূলত খুব পরিষ্কার। আগের নিয়মের সঙ্গে তুলনা করলে, আগে ছিল তিনটে নিয়ম।.. এখন একাডেমিক পারফরমেন্সটাকে একেবারে কমিয়ে আনা হল।আগে ছিল ৩৫ শতাংশ, একাডেমিক পারফরমেন্সের উপরে একজন সিলেক্ট হতে পারত। এখন সেটা ১০ শতাংশ করা হল। কেউ যদি মনে করেন, ডেমনস্ট্রেশন আমার পছন্দ, 3rd Division পেলেও তাঁকে ১০ এ দশ দেবেন। এবং খুব স্বাভাবিক, এই রাজ্যে যেভাবে নিয়োগ হয়, ১০ এবং ১০, ইন্টারভিউ এর ১০ ও ডেমনস্ট্রেশন এর জন্য ১০ , মোটি ২০ করে এখানে একটা সুযোগ তৈরি হল।3rd Division পাওয়া ছেলেমেয়েগুলিতে ২০ এর মধ্যে ২০ দিয়ে, তাঁদেরকে সিলেক্ট করা। '
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)