কলকাতা: সুজয়কৃষ্ণ ভদ্র (Sujaykrishna Bhadra) ওরফে 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে ফের টানাপোড়েন। গতকাল রাতেই সুজয়কৃষ্ণ ভদ্রকে ভর্তি করা হয়েছে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের আইসিসিইউ-তে। আইসিসিইউ-র ১৮ নম্বর বেডে ভর্তি তিনি। হাসপাতাল সূত্রে খবর, কার্ডিওলজি বিভাগের আইসিসিইউর ১৮ নম্বর বেডটি শিশুদের জন্য় বরাদ্দ।


মুনা সংগ্রহ নিয়ে ফের টানাপোড়েন: আজ জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা ছিল নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রর। 'কালীঘাটের কাকু'কে নিয়ে যাওয়ার জন্য় এসএসকেএম হাসপাতালে পৌঁছে যায় জোকা ইএসআই হাসপাতালের পাঠানো ৫জি অ্য়াম্বুল্য়ান্স। ইডির বিশেষ আদালতের নির্দেশে কালীঘাটের কাকুর স্বাস্থ্য পরীক্ষার জন্য় মেডিক্য়াল বোর্ডও গঠন করেছে ইএসআই হাসপাতাল। সুজয়কৃষ্ণ ভদ্রর জন্য ফের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে, পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে, খবর এসএসকেএম সূত্রে। সূত্রের খবর, জোকা ইএসআই হাসপাতাল ফিট সার্টিফিকেট দিলে সেন্ট্রাল ফরেন্সিক ল্য়াবরেটরির বিশেষজ্ঞদের ডেকে আজই সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হত। কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা না পেলে ফের কোর্টে যাওয়ার ভাবনা ইডির।


বিশেষ আদালতে ইডি দাবি করেছে সুজয়কৃষ্ণ ভদ্রর মোবাইল ফোন ট্য়াপ করে একটি কথপোকথন নজরে এসেছে তাদের। যেখানে একজনকে মোবাইল ফোন থেকে সমস্ত তথ্য় ও অ্য়াডমিট কার্ড মুছে দিতে নির্দেশ দিচ্ছেন কালীঘাটের কাকু। মোবাইল ফোনের ওই কথপোকথনে সুজয়কৃষ্ণ ভদ্রকে বলতে শোনা যায় ইডি তৎপর হয়ে উঠছে, সব তথ্য ও অ্য়াডমিট কার্ড মুছে ফেলতে হবে। পাশাপাশি সূত্রের খবর, একাধিক কল রেকর্ডিং রয়েছে। সেইসব কথপোকথনের কণ্ঠস্বর কালীঘাটের কাকুর নিশ্চিত করতেই তাঁর কণ্ঠস্বরের নমুনার ফরেন্সিক পরীক্ষা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবীরা আদালতে দাবি করেন, মোবাইল ফোন ট্য়াপ করা বেআইনি। কিন্তু, ইডির তরফে আদালতে জানানো হয় নিয়ম মেনে নির্দিষ্ট অনুমতি নিয়েই মোবাইল ফোন ট্য়াপ করা হয়েছে।


এদিকে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) চিকিৎসাধীন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর (Madan Mitra) শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। বুকে ব্য়থা ও শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন মদন মিত্র। উডবার্ন ওয়ার্ডে রাখা হয়েছিল তাঁকে।  হাসপাতাল সূ্ত্রে খবর, বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হয় তৃণমূল বিধায়কের। শ্বাসকষ্ট বাড়ে, সঙ্গে খিঁচুনি শুরু হয়, রাতেই আইসিইউতে স্থানান্তর করা হয় মদনকে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Murshidabad News: মুর্শিদাবাদ মেডিক্যালে একদিনে ১০ শিশুর মৃত্যু, আজ রিপোর্ট পেশ