কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption) গ্রেফতারির পর যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) মুখে শোনা গেছিল গোপাল দলপতির নাম। 'কালীঘাটের কাকু' শব্দবন্ধ প্রথমবার শোনা যায়, নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত গোপাল দলপতির (Gopal Dalapati) মুখে। গত বুধবার গোপাল দলপতিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিবিআই। এদিন, নির্ধারিত সময়ে সিবিআই অফিসে আসেননি তিনি। 


নিয়োগ দুর্নীতিকাণ্ডে সামনে এসেছে এক 'রহস্যময়ী নারী'র নাম। হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়। এবার হৈমন্তীর অফিসের খোঁজ পেল এবিপি আনন্দ। বিবাদী বাগ (BBD Bag) এলাকার একটি বিল্ডিংয়ের ৫ তলায় ৪১২ নম্বর রুমে হৈমন্তী অ্য়াগ্রো প্রডাক্ট প্রাইভেট লিমিটেডের অফিস। অফিস বর্তমানে তালাবন্ধ। তবে, দরজার বাইরে একটি ফোন নম্বর দেওয়া। সেই নম্বরে ফোন করলে, হিন্দি ও মারাঠি ভাষায় অটোমেটিকালি বলা হচ্ছে এই নম্বরটি ইনঅ্য়াক্টিভ রয়েছে। আশপাশের অফিসের কর্মীদের দাবি, হৈমন্তীর অফিসটি অনেকদিন ধরেই তালাবন্ধ।  


খোঁজ মিলল রহস্যময়ীর: এর পর শুক্রবার খোঁজ মিলল কুন্তল ঘোষ বর্ণিত রহস্যময়ী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বাড়ি, ফ্ল্যাট, অফিসের। কিন্তু কোথায় রয়েছেন গোপাল দলপতি? 'গতকালও ফোন করে সাড়া মেলেনি' বলেন গ্রামে থাকা গোপালের মা। স্ত্রীকে নিয়ে বাজকুলে গিয়েছিলেন গোপাল, কিন্তু থাকেননি, দাবি গোপালের মায়ের। মায়ের বয়ান অনুসারে, কলকাতার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল, এখানে এসে থাকতে পারেনি। 


ভালোবেসে বিয়ে: জানা গিয়েছে গোপাল দলপতির সঙ্গে ভালোবেসে বিয়ে করেছিলেন হৈমন্তী। কিন্তু পরে ডিভোর্স হয়ে যায়। জানাল তাঁর পরিবার। আজ হাওড়ায় হৈমন্তীর বাড়ির ঠিকানায় পৌঁছে যায় এবিপি আনন্দ। উত্তর বাকসাড়া রোডে এই বাড়িতেই থাকেন হৈমন্তীর বাবা-মা-ছোট বোন। পরিবারের দাবি, বাড়ি লোকের অসুস্থতার খবর পেয়ে ১০-১২ দিন আগে বাড়িতে এসেছিলেন হৈমন্তী। প্রতিবেশীদের দাবি, প্রায়শই তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকত বিলাসবহুল গাড়ি। এই গাড়িতে যাতায়াত করতেন হৈমন্তী। কিন্তু হৈমন্তী কী করতেন? কী পেশার সঙ্গে যুক্ত এনিয়ে কোনও মন্তব্য় করতে চায়নি তাঁর পরিবার। স্থানীয় সূত্রে খবর, ২০১১ সালের নভেম্বরে গোপাল দলপতির সঙ্গে বিয়ে হয়েছিল হৈমন্তীর। তাঁর বাবা অবসরপ্রাপ্ত রেলকর্মী। ১৯৯২ সালে সাতরাগাঁছির উত্তর বাকসাড়ায় বাড়ি করেন তিনি। যদিও গোপাল দলপতি ও নিজের মেয়ে সম্পর্কে হৈমন্তী মা যা দাবি করছেন, তার অনেকটাই অন্য কথা শোনা গেল প্রতিবেশীদের মুখে।



হাওড়ায় পৈতৃক বাড়ি হৈমন্তীর। অন্যদিকে গোপাল দলপতির জন্ম পূর্ব মেদিনীপুরে। কিন্তু, তাঁদের দু-জনেই ফ্ল্যাটের হদিশ মিলেছে দক্ষিণ কলকাতার বেহালায়। রাজা রামমোহন রায় রোডের এই বহুতলে ফ্ল্যাট রয়েছে হৈমন্তী ও গোপালের। 


আরও পড়ুন: Calcutta High Court: অসুস্থতার কারণে ট্রান্সফারের আবেদন শিক্ষিকার, এড়িয়ে যাওয়ায় জরিমানা প্রধানের