কলকাতা: দিল্লিতে দলের ধর্না কর্মসূচির দিনেই ইডির তলব অভিষেককে, যানিয়ে ইতিমধ্যেই নানা মতামত রাজনৈতিক মহলে। মূলত নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) অভিষেককে তলব করেছে ইডি (ED)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন তিনি দিল্লিতে দলের ধর্না কর্মসূচিতে থাকবেন। আর এ নিয়েই আজ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।


নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করেছে ইডি।এদিকে ওই দিনই তৃণমূলের দ্বিতীয় দিনের কর্মসূচি। মূলত কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধর্নার ডাক দিয়েছে তৃণমূল। এই কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় প্রকল্পের কাজ করেও পারিশ্রমিক থেকে বঞ্চিত বাংলার শ্রমিকরাও। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন তিনি দিল্লিতে দলের ধর্না কর্মসূচিতে থাকবেন। আর এ নিয়েই আজ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। জবাব দিয়েছে তৃণমূল। বামেরা আবার তৃণমূল-বিজেপি আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে।


শুভেন্দু অধিকারী বলেন, ইডি ডাকল কেন, সবাই জানে। আর কোর্টের কালকের মন্তব্যও সবাই জানে। স্বাভাবিকভাবে ভারতবর্ষের আইনটা সকলের জন্য সমান। যদিও কেন্দ্রীয় এজেন্সির তলব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলে দিয়েছেন, দলটার নাম তৃণমূল। লড়াই আরও জোরালো হবে। 


নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। অভিষেক পাল্টা জানিয়েছেন, ওইদিন তিনি দিল্লিতে দলের কর্মসূচিতে যোগ দেবেন। আর বিচারপতি অমৃতা সিন্হা নির্দেশ দিয়েছেন, ৩ অক্টোবর যেন অনুসন্ধান এবং তদন্ত প্রক্রিয়া কোনওভাবে ব্য়াহত না হয়, তা ইডির ডিরেক্টরকে দেখতে হবে। এই প্রেক্ষাপটে সবার নজর এখন তেসরা অক্টোবর অর্থাৎ মঙ্গলবারের দিকে। শেষ পর্যন্ত সেদিন কী হবে? অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় কি ED-র তলবে সাড়া দেবেন না? সেক্ষেত্রে ED কী পদক্ষেপ নিতে পারে? এসব প্রশ্ন ঘিরেই রাজ্য় রাজনীতি এখন সরগরম। 


নিয়োগ দুর্নীতির ইডি তদন্তে কলকাতা হাইকোর্ট যে অসন্তুষ্ট, তা সোমবারের শুনানিতে ছত্রে ছত্রে বুঝিয়ে দেন বিচারপতি অমৃতা সিন্হা। ইডির উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে দেন,এ ধরনের তদন্তের জন্য় আপনারা কি আদৌ প্রশিক্ষিত? চাপ বেশি হয়ে যাচ্ছে? নিষ্কৃতি চান? আপনারাই তথ্য় ধামাচাপা দিচ্ছেন? সন্দেহ হলে আপনাদের কাজ তদন্ত করা। তদন্ত কি আদৌ করছেন? এখানেই শেষ নয়,শুক্রবার ইডি-র তদন্তকারী অফিসার মিথিলেশ মিশ্রকেও সরানোর নির্দেশ দেন বিচারপতি! এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে,মঙ্গলবার নিয়ে ED কী ভাবছে? 


আরও পড়ুন, আগ্নেয়াস্ত্র নিয়ে বীরভূমের সরকারি হাসপাতালে ঢুকে পড়ল যুবক !


বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, যেহেতু কোর্ট মনিটরিং এবং কোর্টের হস্তক্ষেপে এটা হচ্ছে, তাই যাঁকে ডেকেছে, তিনি যাবেন কি, যাবেন না, তাঁর বিষয়। না গেলে কী করা উচিত, সেটা এজেন্সির বিষয়। এজেন্সি সদর্থক ভূমিকা গ্রহণ না করলে, কোর্ট কী করতে পারে, গতকাল কোর্ট বলেছে। ভবিষ্যতেও কোর্ট বলবে। মঙ্গলে হাজিরা দেবেন না অভিষেক? এনিয়ে ফের 'সেটিং' কটাক্ষ সিপিএমের। আপাতত রাজ্য় রাজনীতিতে যাবতীয় তরজার কেন্দ্রবিন্দুতে তেসরা অক্টোবর।