বীরভূম: আগ্নেয়াস্ত্র নিয়ে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ঢুকে পড়ল যুবক। না, কোনও 'মুন্নাভাই এমবিবিএস'-র কোনও দৃশ্য নয়, বাস্তবেই এমন ঘটনা ঘটেছে বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Rampurhat Medical college and Hospital)।


বীরভূমের সরকারি হাসপাতালে আগ্নেয়াস্ত্র-সহ যুবক


শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ঢুকে ওই যুবক  চিকিৎসক ও নার্সদের হুমকি দেয় বলে অভিযোগ। গোটা ঘটনায় আতঙ্কিত হাসপাতালের সিসিইউ  ইউনিটের চিকিৎসক ও নার্সরা। যুবকের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে (Arrested)।


নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন 


বীরভূমে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা এর আগেও ঘটেছে। তবে একেবারে খোদ সরকারি হাসপাতালে আগ্নেয়াস্ত্র নিয়ে কোনও যুবক ঢুকে পড়েছে, এমন ঘটনা বিরল। তবে কীকরে নিরাপত্তারক্ষী তথা পুলিশের চোখ এড়িয়ে, সরকারি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ল এক যুবক, তা নিয়ে প্রশ্ন উঠেছে। 


আগেও অপরাধের ভুরিভুরি উদাহরণ বীরভূমে


পঞ্চায়েত ভোটের আগে যে জেলাগুলির নাম উঠে এসেছিল, তার মধ্যে অন্যতম ছিল বীরভূম। বীরভূমের নানুরের (Nanoor) পাকুড়হাস গ্রাম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার (Fire Arms) ঘটনা প্রকাশ্যে এসেছিল চলতি বছরেই।বীরভূমের পাকুড়হাস গ্রাম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার (Fire Arms) করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে, ৯ মিমি পিস্তল, দুটি ৭.৬৫ মিমি  পিস্তল, ৫ রাউন্ড ৮মিমি কার্তুজ, ২ রাউন্ড ৯ মিমি কার্তুজ, ৬ রাউন্ড ৭.৬৫ মিমি কার্তুজ, ৬ কেজি গান পাউডার, ৪ কেজি ইয়েলো গান পাউডার উদ্ধার করেছিল পুলিশ।


বীরভূমের সাঁইথিয়ায় বোমাবাজিতে হাত-পা উড়ে গিয়েছিল যুবকের


এখানেই শেষ নয়, বীরভূমের সাঁইথিয়ার গ্রামে দু-পক্ষের বোমাবাজিতে হাত-পা উড়ে গিয়েছিল এক যুবকের। গুরুতরভাবে জখম হয়েছিল এক নাবালক। সেই ঘটনায় ইতিমধ্যেই আতঙ্কের পরিবেশ ছিল।বীরভূমের নাচপাহাড়ি গ্রাম থেকে উদ্ধার হয়েছিল ২টি নাইন এমএম, একটি ওয়ান শটার ও ১১ রাউন্ড গুলিও। 


আরও পড়ুন, কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড চুঁচুড়ার বেনাভারুই গ্রাম


তবে প্রশ্নটা রয়েই গেল, কী করে রাজ্যের সরকারি হাসপাতলে এইভাবে সকলের চোখ এড়িয়ে, আগ্নেয়াস্ত্র সহ প্রবেশ করল একজন জ্বলজ্যান্ত যুবক ? যা নিয়ে স্বাভাবিকভাবেই ওই হাসপাতালের কর্মীরা তো বটেই, পাশাপাশি রোগীর বাড়ির লোকেরাও যথেষ্ট চিন্তার মুখে পড়ে যায় এদিন। অভিযুক্তকে গ্রেফতার করে গোটা ঘটনার উত্তর খুঁজছে পুলিশ।