হাওড়া: রেলের সেতুর রক্ষণাবেক্ষণের জন্য হাওড়া শাখার রেল পরিষেবায় (Howrah Division) কিছু পরিবর্তন আনা হয়েছে। রেলযাত্রীদের সুবিধার্থে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে হাওড়া ডিভিশনে। আগামী ১৫ এপ্রিল থেকে ২২ জুন অবধি হাওড়ায় ট্রেনের সময়সূচিতে বদল আনা হয়। 



হাওড়া বর্ধমান কর্ড লাইনের বালিতে এবং হাওড়া বর্ধমানের মেন লাইনে রেল ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ হবে। রেলযাত্রীদের সুবিধার্থে , হাওড়া ডিভিশনে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । এটি ১৫ এপ্রিল থেকে ২২ জুন অবধি , প্রত্যেকদিন ২ ঘণ্টা ৩০ মিনিট ধরে, ৪৬ দিন অবধি ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে।


১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস


১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেসকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে বর্ধমানে নিয়ে যাওয়া হবে। ট্রেনটি ১৬ এপ্রিল, ১৭ এপ্রিল , ১৮ এপ্রিল, ২৩ এপ্রিল, ২৪ এপ্রিল, ২৫ এপ্রিল, ৩০এপ্রিল, ১ মে, ২ মে তারিখে বর্ধমানে ১ টা ২৫ নাগাদ ঢুকবে।


১২৩২৮ দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস


১২৩২৮ দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেসকেও ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে। ১৫ এপ্রিল, ১৯ এপ্রিল, ২২এপ্রিল, ২৬এপ্রিল, ২৯এপ্রিল, ৩ মে, ৬ মে তারিখে বর্ধমানে ১ টা ২৫ নাগাদ ঢুকবে।


১৫২৭২ মুজাফ্ফরপুর-হাওড়া জন সাধারণ এক্সপ্রেস


১৫২৭২ মুজাফ্ফরপুর-হাওড়া জন সাধারণ এক্সপ্রেসকেও ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে। ১৭ এপ্রিল, ২৪ এপ্রিল, ১ মে তারিখে বর্ধমানে ১ টা ৯ নাগাদ ঢুকবে।


০৩০৫১ হাওড়া-বর্ধমান মেমু ট্রেন


০৩০৫১ হাওড়া-বর্ধমান মেমু ট্রেনকে ডানকুনি দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে। এটি ৩০ এপ্রিল, ১ মে, ২ মে,৩ মে, ৬ মে,৭মে, ৮মে, ৯মে, ১০মে, ১৪মে তারিখে হাওড়া থেকে ১ টা ৫০ নাগাদ ছেড়ে যাবে। 


১৩০৩০ মোকামা-হাওড়া এক্সপ্রেস এবং ১৩০২৪ গয়া-হাওয়া এক্সপ্রেস


১৩০৩০ মোকামা-হাওড়া এক্সপ্রেস এবং ১৩০২৪ গয়া-হাওয়া এক্সপ্রেসের শিডিউলেও বদল হবে। রুট বদল না হলেও, ১ ঘণ্টা ১৫ মিনিট দেরি করে চলবে  ১৩০৩০ মোকামা-হাওড়া এক্সপ্রেস। ১৩০২৪ গয়া-হাওয়া এক্সপ্রেস ট্রেন   ৭ মে, ৮মে, ৯মে, ১০মে, ১৪মে, ১৫মে, ১৬মে, ১৭মে, ২১মে,২২মে, ২৩ মে তারিখগুলিতে ১৫ মিনিট লেট করে চলবে।


আরও পড়ুন, 'চক্রান্ত করে বোমা রেখেছিল..', ভোটের আগে পূর্ব বর্ধমানে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য


পাশাপাশি পূর্ব রেলওয়ে আরও জানিয়েছে, কোনও বিশেষ ট্রেন বা পার্সেল ট্রেন বা কতক্ষণের জন্য ব্লক করা হতে পারে কিংবা অন্য যে কোনও আপডেটেড নোটিস জানতে Public Adrress System of Station যেনও নজরে রাখেন রেল যাত্রীরা।