রাণা দাস, পূর্ব বর্ধমান:  দোরগড়ায় লোকসভা ভোট। যার জন্য রাজ্যের জেলায় জেলায় কড়া নজর প্রশাসনের। আর এবার পূর্ব বর্ধমানে খড়ের পালুই থেকে একাধিক তাজা বোমা উদ্ধার। খবর পৌঁছতেই ঘটনাস্থলে বম্ব স্কোয়াড। এদিকে বোমা উদ্ধার ঘিরে ইতিমধ্য়েই তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে তোপ দেগেছে।


ঝুঁকি না নিয়ে দ্রুত ঘটনাস্থলে বম্ব স্কোয়াডের কর্মীরা


পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের গলাতুল গ্রামে এক খামার বাড়ির পাশে খরের পালুইয়ে বেশ কয়েকটি তাজা বোমা এদিন উদ্ধার হয়েছে। নজরে আসতেই এদিন দ্রুত পুলিশকে খবর দেওয়া হয় । এরপরেই মন্তেশ্বর থানার পুলিশ এলাকা ঘিরে রেখে খবর দেয় সিআইডির বম্ব স্কোয়াডকে। এরপরেই ঝুঁকি না নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বম্ব স্কোয়াডের কর্মীরা। পুলিশের বক্তব্য যে, বম্ব স্কোয়াড ওইগুলি পরীক্ষা করার পরেই জানা যাবে যে, সেগুলি কী ধরনের বোমা ?


বিজেপি চক্রান্ত করে এই বোমগুলো রেখেছিল : তৃণমূল


স্থানীয় বিজেপির যুব নেতার বক্তব্য, তার বাড়ির কিছুটা দূরেই এই বোমা গুলি দেখতে পায় তাঁদের এক কর্মী। তারা সেই সময় বাড়িতে দলীয় কাজ করছিল। তাঁদের দাবি, তাদের ফাঁসানোর জন্যই কেউ এই বোমা রেখে গেছে। তবে তৃণমূলের বক্তব্য যে, বিজেপি চক্রান্ত করে এই বোমগুলো রেখেছিল।


একই দিনে উত্তর ২৪ পরগনা জেলাতেও বোমা উদ্ধার


অপরদিকে একই দিনে উত্তর ২৪ পরগনা জেলাতেও বোমা উদ্ধার হয়েছে। ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গুপ্তার বাগান এলাকার একটি বাড়ির মধ্য থেকে তিনটি তাজা বোমা উদ্ধার হয়েছে। এদিন বেলায় নাড়ু গোপাল চক্রবর্তীর ভাড়াটিয়া ডলি দেবী কাঠ আনতে গিয়ে কালো প্ল্যাস্টিকে মোড়া তিনটি কৌট দেখতে পান। জগদ্দল থানার পুলিশ এসে তাজা বোমাগুলো উদ্ধার করে নিয়ে। তবে রাতের অন্ধকারে বাড়ির মধ্যে কেউ বোমাগুলো লুকিয়ে রেখেছিল বলে অনুমান নাড়ু বাবুর পুত্র বিজয় চক্রবর্তীর। ঘটনার তদন্তে নেমেছে জগদ্দল থানার পুলিশ।


আরও পড়ুন, পয়লা বৈশাখের আগে কালীঘাট মন্দিরে মুখ্যমন্ত্রী


কোচবিহারে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


মুখ্য়মন্ত্রীর সভার আগে উত্তপ্ত হয় কোচবিহারের দিনহাটা। স্থানীয় টিয়াদহ এলাকায় বিজেপির মণ্ডল সম্পাদক অলোককুমার রায়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, আজ ভোররাতে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে দুটি বোমা ছোড়া হয়। একটি বোমা ফাটলেও অপর বোমাটি ফাটেনি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। বিজেপি নেতার বাড়ির পাশেই একটি সকুল রয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।