রক্তাক্ত দিনহাটা...


বিজেপি প্রার্থীর দেওরকে (Relative Of BJP Candidate) বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল কোচবিহারের দিনহাটায় (Dinhata)। মৃতের নাম শম্ভু দাস। মৃতের বৌদি বিশাখা দাস দিনহাটার কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১৪৯ নম্বর বুথের বিজেপি প্রার্থী । পরিবারের অভিযোগ, গতকাল অর্থাৎ শনিবার রাতে কয়েক জন এসে তাঁর দেওরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর ওই যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়। সাহেবগঞ্জ থানায় পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। ব্যক্তিগত আক্রোশ নাকি, রাজনৈতিক কারণে খুন, তা এখনও স্পষ্ট নয়।এই নিয়ে পঞ্চায়েত ভোটের আগে ৯ দিনে ৭টি খুনের ঘটনা ঘটল। দিনহাটার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিজেপি। যদিও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর দাবি, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সন্ত্রাস ছড়াচ্ছেন উদয়ন, অভিযোগ বিজেপির।


দক্ষিণবঙ্গে বর্ষা কবে?

বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। প্রাক বর্ষার বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও তা থমকে মালদার উপরে। ১৯ থেকে ২২ জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি। উত্তরবঙ্গে পাঁচ দিন পরে বর্ষা ঢুকেছিল। দক্ষিণবঙ্গে অবশ্য তার থেকেও দেরি হবে পরিস্থিতি অনুকূল হতে। কলকাতায় বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ১১ই জুন।


সিপিএম প্রার্থী একদা তৃণমূলের বিশ্বস্ত সৈনিক...
২৫ বছর ধরে তৃণমূলের (TMC) বিশ্বস্ত সৈনিক। দিদির দূত কর্মসূচিতে গিয়ে তাঁর বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন বিধায়ক জুন মালিয়া (TMC MLA June Malia। তৃণমূলের সেই দাপুটে নেতা, সুকুমার ওরফে চণ্ডী ঘোষই এবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সিপিএমের (CPM) প্রার্থী হয়েছেন।



টাকার বিনিময়ে টিকিট?
ফের টাকার বিনিময়ে টিকিটের অভিযোগ, এবার হুগলির বলাগড়ে। তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে টাকা নিয়ে প্রার্থী করার অভিযোগ উঠল। অভিযোগ তুলল তৃণমূল কর্মীদেরই একাংশ। প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন তৃণমূল ব্লক সভাপতি। যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূল বিধায়ক পাল্টা দাবি করেছেন, 'একুশের ভোটে যাঁরা জিততে সাহায্য় করেছিলেন তাঁদেরই টিকিট দিয়েছেন।'



কেন টিকিট পাননি নেতা?
নেতা কেন টিকিট পাননি ? প্রতিবাদে প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিলেন ৩১ জন তৃণমূল প্রার্থী ! নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রী। আদালতের নির্দেশ চাকরি গেছে একাধিক তৃণমূল নেতার আত্মীয়ের। সেই ইস্যুকে হাতিয়ার করে পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে বিরোধীরা। OMR শিট কেলেঙ্কারিতে নাম জড়ায় তৃণমূল পরিচালিত বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ মহম্মদ ঈশা সর্দারের ছেলে মহম্মদ নাজিবুল্লার। আদালতের নির্দেশ চাকরি যায় তাঁর। এবারের পঞ্চায়েত ভোটে এই ঈশা সর্দারকে জেলা পরিষদের টিকিট দিয়েও তা প্রত্যাহার করে নিয়েছে তৃণমূল। এনিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেতার অনুগামীরা। প্রার্থীপদ প্রত্যাহার করার হুমকি দিয়েছেন কোটরা পঞ্চায়েতের ২৮ জন তৃণমূল প্রার্থী ও বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির ৩ প্রার্থী।


আরও পড়ুন:চেক লেখার সময় এই কাজটি করলে মুহূর্তে ফাঁকা হতে পারে অ্যাকাউন্ট!