কলকাতা: বড়দিনের আগেই দুর্ভোগ থেকে মুক্তি, খুলতে চলেছে সাঁতরাগাছি ব্রিজ। ২৫ ডিসেম্বরের আগেই সাঁতরাগাছি ব্রিজ পুরোপুরি খুলে দেওয়ার সিদ্ধান্ত। দ্রুত কাজ শেষ করা হচ্ছে সাঁতরাগাছি ব্রিজের, জানালেন পূর্ত মন্ত্রী। মেরামতির জন্য ১৯ নভেম্বর থেকে সাঁতরাগাছি সেতুতে চলছে যান নিয়ন্ত্রণ।
খুলতে চলেছে সাঁতরাগাছি ব্রিজ: সাঁতরাগাছি ব্রিজের কলকাতামুখী ২১ টি একপানশন জয়েন্ট খারাপ হয়ে যায়। সেগুলো ঠিক করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২০১৬ সালে ব্রিজে অন্য লেনের একপানশন জয়েন্ট সরানো হলেও কলকাতামুখী লেনের কাজ হয়নি। ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় সত্তর হাজার গাড়ি চলাচল করে। যার ফলে ব্রিজের স্বাস্থ্য ঠিক রাখতে পরীক্ষা করে দেখা যায় একপানশন জয়েন্ট ঠিক না করলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই ব্রিজ মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই ব্রিজ বন্ধের জেরে গত প্রায় এক মাস ধরে নানা সমস্যার সম্মুখীন হন সাধারণ। যানজটের জেরে দীর্ঘক্ষণ আটকে থাকে গাড়ি। তীব্র নাজেহালের দিন অবশেষে কাটতে চলেছে বলেই সূত্রের খবর। আগামী সপ্তাহেই খুলে দেওয়া হতে পারে ব্রিজ।
হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, কলকাতায় ঢোকার অন্যতম গুরুত্বপূর্ণ সেতু সাঁতরাগাছি রেলওভার ব্রিজ। প্রতিদিন এই ব্রিজ দিয়ে, গড়ে ৭৫ হাজার যাত্রীবাহী গাড়ি চলে। পণ্যবাহী গাড়ির সংখ্যা ১২-১৫ হাজার। সেতুর স্বাস্থ্য ফেরাতে মেরামতির কাজ শুরু হয়। গত ১৯ নভেম্বর থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় সেতুতে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সেতুর মেরামতির কাজ চলবে বলে ঠিক হয়। এই মেরামতির জেরে জেরে সাতসকালে যানজট তৈরি হয় কোনা এক্সপ্রেসওয়েতে। ডানকুনিতে তীব্র যানজটে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। দিল্লি রোডেও একই অবস্থা। যানজটে আটকে পড়ে যাত্রীবাহী বাস, অ্যাম্বুল্যান্স, সবজির গাড়ি। এদিন পূর্ত মন্ত্রী জানিয়েছেন, দ্রুত কাজ শেষ করা হচ্ছে সাঁতরাগাছি ব্রিজের। কলকাতার দিক থেকে পণ্যবাহী গাড়ি আন্দুল রোড হয়ে ১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ে যাওয়া হয়। যাত্রীবাহী গাড়িকে কোনা এক্সপ্রেস ওয়ের হ্যানসাঙ ক্রসিং, শানপুর এবং শলপ হয়ে জাতীয় সড়কে নিয়ে যাওয়া হয়। আবার কলকাতা মুখী পণ্যবাহী গাড়ি নিবেদিতা সেতু হয়ে কলকাতায় ঢুকতে দেওয়া হয়।
আরও পড়ুন: Abhijit Ganguly: 'পর্ষদ কিছু করতে না পারলে, শিক্ষামন্ত্রীকে ডেকে পাঠাতে হবে' মন্তব্য বিচারপতির