কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল (Remal Cyclone Update)। রবিবার মধ্যরাতে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। বাংলাদেশে আছড়ে পড়লেও ঝড়ের প্রভাব থেকে রেহাই পাবে না বাংলাও। শনিবার থেকে সোমবার পর্য়ন্ত দক্ষিণবঙ্গে একাধির জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই আবহে সতর্ক রেল।
আগামীকাল রবিবার এবং সোমবার সতর্কতা মেনে ট্রেন চালানো হবে বলে জানিয়েছে পূর্ব রেল। পূর্ব রেলের শিয়ালদা শাখায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। সব মিলিয়ে ৪৮টি ট্রেন বাতিল করা হয়েছে দুদিনে। পাশাপাশি বেশ কিছু ট্রেনের সূচিও পরিবর্তন করা হয়েছে। সোমবার ৫টি ট্রেনের সূচি পরিবর্তন করা হয়েছে। এই তালিকা ছাড়াও পরিস্থিতি অনুযায়ী ট্রেন বাতিল বা সূচি পরিবর্তন হতে পারে বলেও স্পষ্ট জানিয়েছে পূর্ব রেল। যাত্রীদের সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে ঘোষণা শোনার অনুরোধ জানানো হয়েছে রেলের তরফে।
রবিবার (২৬.০৫.২৭) ট্রেন বাতিল:
- লক্ষ্মীকান্তপুর-নামখানা: 34914/34935
- শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর: 34754/34757
- শিয়ালদা-বজবদজ: 34166/34165
- শিয়ালদা-ক্যানিং: 34554/34557
- শিয়ালদা-ডায়মন্ডহারবার: 34860/34859
সোমবার (২৭.০৫.২৭) ট্রেন বাতিল:
- লক্ষ্মীকান্তপুর-নামখানা: 34914/34935, 34916/34937, 34981
- শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর: 34712/34711, 34714/34713, 34716/34715, 34717
- শিয়ালদা-ডায়মন্ডহারবার: 34812/34811, 34814/34813, 34816/34815
- শিয়ালদা-ক্যানিং: 34352/33511, 34354/34513
- শিয়ালদা-সোনারপুর: 34412/34411
- শিয়ালদা-বজবজ: 34112/34111, 34114/34113
- শিয়ালদা-বারুইপুর: 34612/34611, 34114/34113
- শিয়ালদা-বারাসাত/হাসনাবাদ: 33511/33512, 33311/33514, 33313/33312
সোমবার (২৭.০৫.২৭) ট্রেনের সূচি পরিবর্তন:
- 34515 এবং 34517 ক্যানিং থেকে ছাড়বে যথাক্রমে সকাল ৬টা এবং ৬টা ২০ মিনিটে
- 34791 নামখানা থেকে ছাড়বে সকাল ৬টায়
- 34817 and 34819 ডায়মন্ডহারবার থেকে ছাড়বে যথাক্রমে সকাল ৫টা ৫০ মিনিট এবং সকাল ৬টায়।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আজ সন্ধেয় পরিণত হতে পারে ঘূর্ণিঝড় রেমালে। এই মুহূর্তে গভীর নিম্নচাপ অবস্থান করছে সাগরদ্বীপ থেকে ৪২০ কিলোমিটার, ক্যানিং থেকে ৪৬০ কিলোমিটার ও বাংলাদেশের খেপুপাড়া থেকে ৪২০ কিলোমিটার দূরে। ঘণ্টায় ১৭ কিলোমিটার বেগে এগোচ্ছে উত্তর অভিমুখে। রবিবার মাঝরাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝেল্যান্ডফলের সম্ভাবনা ঘূর্ণিঝড় রেমালের। সেইসময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হওয়ার কথা ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। আজ সকাল থেকেই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগের পূর্বাভাস। এদিন সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনায় মেঘলা আকাশ। নামখানা-সহ কয়েকটি জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। দিঘায় বাড়ছে ঢেউ। সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।