কলকাতা:  ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal effect on Railway) আছড়ে পড়ার আগেই রাজ্যে প্রভাব পড়তে শুরু করেছে ট্রেন ও বিমান পরিষেবায়। পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। পূর্ব রেলওয়ের তরফে ইতিমধ্য়েই একাধিক পদক্ষেপ করা হয়েছে। দিনভর নজর রাখা হচ্ছে পরিস্থিতির উপর। একাধিক জায়গায় বায়ুপ্রবাহের গতিবেগের উপর নজর রাখা হচ্ছে। ঘূর্ণিঝড় সংক্রান্ত খবর আপ-টু-ডেট রাখার জন্য আবহাওয়া দফতরের সঙ্গে যোগাযোগ রাখতে রেল। খোলা হয়েছে কন্ট্রোল রুম। 


শিয়ালদহের জন্য হেল্পলাইন নম্বর খোলা হয়েছে
০৩৩-২৩৫০৮৭৯৪ (DOT)
০৩৩-২৩৮৩৩৩২৬ (Auto Phone)


ট্রেনের চাকায় শিকল:
শালিমার স্টেশনের ইয়ার্ডে থাকা দূরপাল্লার ট্রেন যাতে গড়িয়ে না যায় তার জন্য ট্রেনের চাকাকে রেললাইনের সঙ্গে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। পাশাপাশি, দুর্ঘটনা এডাতে চাকায় লাগানো হয়েছে ব্লক।  


একাধিক ট্রেন বাতিল:
রবিবার রাত ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৫৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও। দুর্যোগের প্রভাব পড়েছে মেট্রো পরিষেবাতেও।


পূর্ব রেলের ও কলকাতা মেট্রো রেলের মুখ্য় জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ডহারবার, ক্যানিং সেকশনে সব রকম ছোট ও বড় রেলস্টেশনে রেলের একাধিক অফিসার ও টেকনিক্যাল দফতরের কর্মীদের রাখা হয়েছে।  কোনও দরকারে দ্রুত যাতে টিম পৌঁছে কাজ শুরু করতে পারে, সেই কারণেই এমন পদক্ষেপ করা হয়েছে। এছাড়া রেল স্টেশনের লাইনের ধারে হোর্ডিং খুলে ফেলা হয়েছে। যাতে রেল লাইনে বা তারে হোর্ডিং না পড়ে।' তিনি জানিয়েছেন, কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি মেডিক্যাল টিম তৈরি রাখা হয়েছে-- হাসনাবাদ, ক্যানিং, লক্ষ্মীকান্তপুরে রাখা হয়েছে মেডিক্যাল টিম।


কলকাতা মেট্রোর ক্ষেত্রেও প্রস্তুতি:
কলকাতা মেট্রো রেলের মুখ্য় জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, মেট্রোর ক্ষেত্রে সব স্টেশন ম্যানেজারকে প্রস্তুত রাখা হয়েছে। যে কোনও প্রয়োজনে দ্রুত পদক্ষেপ করার মতো পরিস্থিতি রয়েছে।


সতর্কতা হিসাবে কলকাতায় গঙ্গার বিভিন্ন ঘাটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। জেলায় জেলায়ও বন্ধ ফেরি সার্ভিস। সোমবার পরিস্থিতি বুঝে ফের পরিষেবা চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: এই সপ্তাহে কী আনছেন আপনার ভাগ্যদেবী? গোপন ইচ্ছে পূরণ হবে কাদের?