কলকাতা: দেশজুড়ে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস (Republic Day) পালন হচ্ছে আজ। দিল্লির (Delhi) পাশাপাশি কলকাতাতেও (Kolkata) পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। এদিন রেড রোডে (Red Road) জাতীয় পতাকা (National Flag) উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উপস্থিত থাকবেন রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড় (Jagdeep Dhakhar)। রেড রোডে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। রেড রোডকে ১১টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন একজন ডেপুটি কমিশনাররা। জোনগুলিকে ভাঙা হচ্ছে কয়েকটি সেক্টরে। যার দায়িত্বে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। রেড রোডে থাকছে ৫ টি বাঙ্কার, কমান্ডো বাহিনী। থাকছে ৫টি ওয়াচ টাওয়ার। নিরাপত্তায় মোতায়েন থাকবেন হাজারের বেশি পুলিশ কর্মী। গোটা কলকাতা জুড়ে মোতায়েন থাকবেন ৫ হাজারের বেশি পুলিশ। থাকবে HRFS-এর ১২টি দল, ৩টি ক্যুইক রেসপন্স টিম। এ বছরও সাধারণের প্রবেশ নিষেধ। 


৭৫ তম স্বাধীনতা দিবসের উদযাপন উপলক্ষে এবারের প্রজাতন্ত্র দিবসে থাকছে একাধিক চমক। দিল্লির রাজপথে ন্যাশনাল ক্যাডেট কর্পস অংশ নেবে শহিদোঁ কো শত শত নমন অনুষ্ঠানে। দেখা যাবে ৭৫টি বিমান অথবা হেলিকপ্টারের গ্র্যান্ড ফ্লাইপাস্ট। এছাড়াও, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বর্ণাঢ্য কলাকুম্ভ অনুষ্ঠান আয়োজিত হবে। নৃত্য পরিবেশন করবেন ৪৮০ জন শিল্পী। 


সকালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ২১টি তোপধ্বনির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন। এরপর সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে কুচকাওয়াজ। বিটিং দ্য রিট্রিটে অংশ নেবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ১ হাজার ড্রোন। এই অনুষ্ঠান দেখার জন্য সাফাই কর্মচারী, রিকশ চালক,  অটোচালক ও স্বাস্থ্যকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও, দেওয়া হবে অশোক চক্র, পরমবীর চক্র।


অন্যদিকে, রাজধানী দিল্লিও পুলিশি নিরাপত্তায় মোড়া। দিল্লিকে  'নো-ফ্লাই জোন' ঘোষণা করা হয়েছে।  রাজপথে আসা দর্শনার্থীদের জন্য ডাবল ডোজ কোভিড টিকা বাধ্যতামূলক করা হয়েছে। দিল্লি পুলিশ ২0,000 টিরও বেশি বাহিনী মোতায়েন করেছে যার মধ্যে ডিসিপি, এসিপি, দিল্লি পুলিশ কমান্ডো এবং সিএপিএফ কমান্ডো রয়েছে। " জঙ্গি কার্যকলাপ রুখতে গত ২ মাস ধরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কারণ দিল্লি সবসময়ই লক্ষ্য। এ বছরও আমরা সতর্ক রয়েছি। ডিসিপি, এসিপি, দিল্লি পুলিশ কমান্ডো, সিএপিএফ কমান্ডো সহ ২0,000 জনের বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে," দিল্লি পুলিশ কমিশনার, রাকেশ আস্থানা রবিবার একথা জানিয়েছেন।