রণজিৎ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: যুবকদের হানার হাত থেকে কুকুরদের বাঁচাতে গিয়ে আক্রান্ত পাড়ার লোকজন। বারুইপুর থানা (Baruipur Street Dogs attacked) এলাকার নড়িদানায় এমনই ঘটনার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে লিখিত অভিযোগও দায়ের হয়েছে বারুইপুর থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। (Baruipur Police) 


কী ঘটেছিল?
আক্রান্তরা জানাচ্ছেন, এলাকার বেশ কিছু পথকুকুরদের রোজ খাবার দিতেন তাঁরা। দেখভালও করতেন। অভিযোগ, তাঁদের চোখের সামনেই একটি কুকুরকে ধারালো লোহার শিক দিয়ে পায়ে আঘাত করে এলাকার কয়েকজন যুবক। ঘটনার প্রতিবাদ জানান কার্তিক মণ্ডল নামে এক ব্যক্তি ও তাঁর পরিবার। দাবি, তাতে কার্তিক মন্ডল ও তাঁর পরিবারকে প্রথমে গালিগালাজ করা হয়। পরে বাড়িতে চড়াও হয়ে মারধরও করে ২৫ থেকে ৩০ জন মদ্যপ যুবক। আক্রান্ত পরিবারকে বাঁচাতে গিয়ে হামলার মুখে পড়েন বেশ কয়েকজন প্রতিবেশীরাও। ওই হামলায় কার্তিকের ছেলে অভিষেক মণ্ডলের মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। একাধিক ব্যক্তির বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবকরা। কয়েক মাস আগেই পথকুকুরদের সঙ্গে নৃশংস আচরণের আরও একটি ঘটনার কথা জেনে শিউরে উঠেছিল গোটা রাজ্য। 


নৃশংস আচরণ...
গত জুলাইয়ে বিষ মেশানো খাবার খাইয়ে পাঁচ পথকুকুরকে মেরে ফেলার অভিযোগ ওঠে নদিয়ার রানাঘাটে। বেশ কিছু দিন ধরেই পর পর এমন একাধিক ঘটনা সামনে আসে। আর তাতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়। যাকে নিয়ে অভিযোগ, সেই ব্যক্তি এলাকা ছেড়ে পালায় বলে অভিযোগ স্থানীয়দের। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তোলেন স্থানীয়রা।নদিয়া জেলার রানাঘাটের রায়নগরের কর্মকার পাড়ারই বাসিন্দা, তপন মণ্ডলের দিকে অভিযোগের তির ওঠে। তবে এক বারে নয়, কয়েক দিন ধরে তপন এই কাণ্ড ঘটিয়ে আসছেন বলে অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, কর্মকার পাড়ার বাসিন্দা তপন, রাস্তায় তাঁকে দেখে কুকুর চিৎকার করায় খাপ্পা ছিলেন তিনি। সেই রাগ থেকেই তিনি ছ'টি কুকুরকে বিষ মেশানো খাবার খাওয়ান বলে অভিযোগ। তার পরই কুকুরগুলি অসুস্থ হয়ে পড়ে। ওই ছ'টি কুকুরের মধ্যে পাঁচটি মারা গিয়েছে বলে জানা যায়।


আরও পড়ুন:আজ বাজারের বাজি এই ৬ স্টক, জেনে নিন- এন্ট্রি, এক্সিট ও স্টপ লসের জায়গা