অরিন্দম সেন, আলিপুরদুয়ার: NRC ইস্যুতে দীর্ঘদিন থেকেই তৃণমূল বিজেপি তরজা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারেই ঘোষণা করেছেন, পশ্চিমবঙ্গে তিনি NRC হতে দেবেন না। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। আর এবার, NRC-র নোটিস হাতে পেলেন আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল । তাঁর নামে NRC-র নোটিস পাঠিয়েছে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল । মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে প্রথম বিষয়টি জানা যায় । এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।
NRC-র নোটিস হাতে পেলেন আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল । এর আগে, কোচবিহারের দিনহাটার চৌধুরীহাটের বাসিন্দা, উত্তমকুমার ব্রজবাসীকে NRC- নোটিস পাঠিয়েছিল অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল । এবার NRC-র নোটিস পেলেন অঞ্জলি শীল । আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলের নামে NRC নোটিস পাঠিয়েছে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল ।
মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে প্রথম বিষয়টি জানা যায় । ২২.০৭.২৫ তারিখে, একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'দেখুন কালকেও (সোমবার) আলিপুরদুয়ারের একজনের কাছে, এও তফশিলি সম্ভবত, অঞ্জলি শীল, স্বামী নিত্য শীল, ফালাকাটা । কিন্তু চিঠিটা রয়েছে কোচবিহারে, আলিপুরদুয়ারে এবং ১৯.০৮.২৫ তারিখে । লিখেছে পুরোটা অসমিয়া ভাষায় এবং অসম সরকারের থেকে । এই দেখুন, ফরেনার্স ট্রাইব্যুনাল, কোকড়াঝাড় । এখান থেকে চিঠিটা গেছে । বাংলার ব্যাপারে অসম কীভাবে হস্তক্ষেপ করে? এটা শুধুমাত্র অনৈতিক নয়, অসাংবিধানিক ও অবৈধ ।'
ফালাকাটার জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়মনসিংহ পাড়ায় থাকেন অঞ্জলি শীল । তাঁর স্বামী নিত্য শীল পেশায় নাপিত । অঞ্জলি শীলের দাবি, তাঁর বাবা-ভাই সবাই অসমেরই ভূমিপুত্র । তাঁরা এখনও অসমেই থাকেন । কিন্তু, তাঁদের কাছে কোনও NRC নোটিস যায়নি, শুধু তাঁর কাছেই পাঠানো হয়েছে! অঞ্জলি শীল বলছেন, 'পুলিশ কেন বলল যেতে হবে না...ওদের কেন মাথা ব্যথা, কেন বলল? অসমের NRC, এখানে আমার বাবা আছেন, ভাই আছেন, মামা আছেন, তাঁদেরও মাথা ব্যথা নেই, কিন্তু ওদের মাথা ব্যাথা । আমার কাছে এল, অন্য কিছু হতে পারে, ষড়যন্ত্র হতে পারে । আমি কাগজ নিয়ে যাব, আমি ওখানে প্রমাণ করব ।'
এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । ১৯ অগাস্ট, অঞ্জলি শীলকে অসমের কোকড়াঝাড়ে ফরেনার্স ট্রাইব্যুনালে নাগরিকত্বের প্রামাণ্য নথি-সহ হাজিরা দিতে বলা হয়েছে ।