সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: রাস্তা সংস্কারের (road reconstruction) দাবিতে ধুন্ধুমার রায়গঞ্জ (raigunj) ব্লকের শীতগ্রাম পঞ্চায়েতে। উত্তেজিত জনতা গ্রাম পঞ্চায়েতের আসবাবপত্র ভেঙে (vandalize) দেয় বলে অভিযোগ। আগুন ধরানো হয় পঞ্চায়েতের বাইরে। এতেই শেষ নয়। পঞ্চায়েত কর্মীদের দফতর থেকে বের করে দফতরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর দেওয়া হয়েছে রায়গঞ্জ থানায়।


কী নিয়ে অশান্তি?
শীতগ্রাম পঞ্চায়েতের কাশিমপুর থেকে শীতগ্রাম পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার হাল অত্যন্ত খারাপ। বর্ষার সময় তা চলাচলের কার্যত অযোগ্য হয়ে পড়ে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে প্রাণ হাতে নিয়ে এলাকাবাসীদের যাতায়াত করতে হয়। গ্রামের বাসিন্দাদের দাবি, পঞ্চায়েতকে রাস্তা বানানোর জন্য জানানো হলেও কোনও উদ্য়োগ নেওয়া হয়নি। দীর্ঘ দিনের ভোগান্তির জেরে এমনিতেই তীব্র ক্ষুব্ধ ছিলেন স্থানীয়রা। আজ এলাকাবাসীরা রাস্তা নির্মাণের জন্য ফের পঞ্চায়েতে এলে কোনও জনপ্রতিনিধি না থাকায় তুঙ্গে ওঠে ক্ষোভের আগুন। উত্তেজিত গ্রামবাসীরা কর্মীদের সামনেই আসবাবপত্র ভাঙচুর শুরু করেন। পরে পঞ্চায়েত দফতরের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। সঙ্গে কর্মীদের বাইরে বের করে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলেও খবর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। পঞ্চায়েতের তরফে ঘটনাটি রায়গঞ্জ থানার পুলিশকে জানানো হয়েছে এর মধ্যেই।


রাস্তা সংস্কারের দাবিতে আগেও বিক্ষোভ...
চলতি মাসের গোড়াতেই সড়ক সংস্কারের দাবিতে অভিনব প্রতিবাদ দেখিয়েছিলেন বাঁকুড়ার মানুষ।  সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতের কাদাঘাটা এলাকায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখান তাঁরা। গ্রামবাসীদের অভিযোগ ছিল, কাদাঘাটা থেকে ভাটপাড়া কলোনি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষকে বার বার বিষয়টি জানিয়েছেন তাঁরা। কিন্তু তার পরও রাস্তা সংস্কার নিয়ে কোনও উদ্যোগ দেখা যায়নি। ফলে রাতের অন্ধকারে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে, খেদ তাঁদের। সবচেয়ে সমস্যায় পড়তে হচ্ছে স্কুলপড়ুয়াদের। শুধু এই রাস্তা নয়। আরও বেশ কয়েকটি রাস্তারও এক হাল, দাবি স্থানীয়দের। সেগুলিতে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষাকালে বৃষ্টি হলেই জল জমে গিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। এক কথায় দুর্ভোগ সপ্তমে। প্রতিবিধান চেয়ে তাই অভিনব প্রতিবাদ! 
তবে রায়গঞ্জে বিক্ষোভের চেনা কৌশলেই হাঁটলেন সাধারণ মানুষ। 


আরও পড়ুন:কেউ ছাড়া পাবে না, আদালতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থর, নিশানায় কে!