কলকাতা: ৪ মাসের মধ্যেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলে অভীক-বিরূপাক্ষের প্রত্যাবর্তন! রাজ্য মেডিক্যাল কাউন্সিলে ফেরানো হল অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাসকে। আর জি করকাণ্ডে নাম জড়ানোয় মেডিক্যাল কাউন্সিল থেকে সরানো হয়েছিল অভীক-বিরূপাক্ষকে।
আরজি কর কাণ্ডে তাঁদের বিরুদ্ধে প্রকাশ্যে এসেছিল ভুরিভুরি অভিযোগ।দেহ উদ্ধারের দিন ক্রাইম সিনে দেখা গিয়েছিল বলে অভিযোগ। রাজ্যের একাধিক কলেজে থ্রেট কালচার চালানো, পরীক্ষায় নম্বর কারচুপির চেষ্টার অভিযোগ। মিথ্যা তথ্য দিয়ে 'কোটা' ব্যবহার করে পিজিটি-র সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ। মেডিক্যাল কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে জোর করে টাকা তোলার অভিযোগ। এরপরেই রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে ২ জনকে সরিয়ে দেওয়া হয়। ফের দুজনকেই ফিরিয়ে নেওয়া হয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে, জানালেন সুশান্ত রায়।
তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ জমা পড়েনি কাউন্সিলে, জানালেন সুশান্ত রায়। অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস, সন্দীপ ঘোষ ও সুদীপ্ত রায়ের জনপ্রিয়তাকে ভয় পেয়ে কুৎসা, দাবি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্য সুশান্ত রায়ের। আর জি করকাণ্ডের পর রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে হাজির অভীক দে।
আরজিকর কাণ্ডের পর বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল অভীকের নাম।প্রবল চাপের মুখে অবশেষে অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন অভীক দে। মেডিক্যাল কাউন্সিলের পিনাল ও এথিক্স কমিটির সদস্য ছিলেন বিরূপাক্ষ।
থ্রেট কালচারে অভিযুক্ত অভীকের বিরুদ্ধে জমা পড়েছিল ৩২টি অভিযোগ! অভিযোগ উঠেছিল, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি হিসেবে এসএসকেএম-এ জয়েনিং এর সময়েও তিনি নিয়ম মানেননি বলে অভিযোগ উঠেছিল। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে কাজ করার জন্যই বিশেষ কোটায় তাঁর নিয়োগ । এদিকে গ্রাম বাংলায় কোনওদিনই কাজ করেননি অভীক বলে উঠে এসেছিল অভিযোগ। কাজ না করেই বিশেষ কোটায় এসএসকেএম-এ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।