অর্ণব মুখোপাধ্যায়, পেট্রাপোল : বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে, এতদিন কেন্দ্রের কোর্টেই বল ঠেলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিল্লিতে এই পরিস্থিতিতে কেন্দ্রের সিদ্ধান্ত মেনে চলারই বার্তা দিয়েছিলেন। কিন্তু এবার বিধানসভায় বাংলাদেশ নিয়ে একটি প্রস্তাব আনলেন মুখ্যমন্ত্রী। বিবৃতি দিতে গিয়ে অভিযোগের সুরেই বললেন, কেন্দ্র নীরব। ভারত সরকার এই বিষয়ে সংসদকে জানাক। দরকারে বিদেশমন্ত্রী বলুন, বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতিতে ভারত কী পদক্ষেপ করছে!
এতদিন মমতা বন্দ্য়োপাধ্যায় যেখানে বলে এসেছেন, বাংলাদেশ একটি রাষ্ট্র, তাই সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার প্রসঙ্গে মোদি সরকার যা সিদ্ধান্ত নেবে, তাতেই সমর্থন জানাবেন তাঁরা। তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'কোনও ভারতীয়র উপর অত্যাচার হোক, এটা আমরা নিশ্চয়ই চাই না। ভারত সরকার বিষয়টি রাষ্ট্রপুঞ্জে উত্থাপন করুক, যাতে তারা শান্তিরক্ষা বাহিনী পাঠাতে পারে, বাংলাদেশ থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। এটা আমার পরামর্শ, অনুরোধ থাকল।'
আর এই ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'দেখছেন না মুখ্যমন্ত্রী বিধানসভায় বলছেন একটু আগে, যে আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি, শান্তিসুরক্ষা বাহিনী পাঠান। এর নাম হচ্ছে - ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।' তিনি বলেন, হিন্দুদের ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী, হিন্দুরা জোট বাঁধছে, উনি ভয় পাচ্ছেন।
বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এমন ঘটনা ঘটে চললে, আমাদের লোককে ফিরিয়ে আনতে চাই। একবেলা খাব, দরকারে একটা রুটি ভাগ করে খাব। ' এর উত্তরে বিরোধী দলনেতা বলেন, 'আমি তো গত পরশুদিন যেটা বলেছিলাম, ওটা মুখ্যমন্ত্রী বলেছে। যে জাতিসঙ্ঘের পিস কিপিং ফোর্স। ওঁর সাংসদদের বলুন না সংসদে বলতে। '
বাংলাদেশে সন্ন্যাসীকে ৮ দিন ধরে জেলে আটকে রাখা নিয়ে পেট্রাপোল সীমান্তে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশ যদি হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না করে, তাহলে রফতানি বন্ধ করে দেওয়া হবে বলে হুঙ্কার দেন তিনি । বলেন, 'যারা ভারতের পতাকা পদদলিত করেছে, তাদের পাকিস্তানের মতো অবস্থা করব'। এইভাবে চললে 'এই নতুন রাজাকার বাহিনীকে ভারত আত্মসমর্পণ করাবে' , বলেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন : সোমবার সীমান্তের কাছে প্রতিবাদ কর্মসূচি শুভেন্দুদের