West Bengal Live News: কোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করল এসএসসি

West Bengal News Live Update: জেলা থেকে রাজ্যের সব খবর দেখুন এক ক্লিকে...

Advertisement

ABP Ananda Last Updated: 25 Sep 2024 11:45 PM

প্রেক্ষাপট

রবিবার, সোমবারের পর মঙ্গলবারও তরুণী চিকিৎসককে খুনের ঘটনায় ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করল CBI. রবিবার সিবিআই দফতর থেকে বেরিয়ে তিনি বলেছিলেন, একজন এক্স কাউন্সিলর বলেছিলেন ওইদিন পোস্টমর্টেম না হলে...More

West Bengal News Live: কোচবিহার মেডিক্যালেও থ্রেট কালচার

কোচবিহার মেডিক্যালেও থ্রেট কালচার, অভিযুক্ত খোদ বিএমওএইচ দীপায়ন বসু। কলেজে ঢোকায় নো এন্ট্রি। চিকিৎসক সংবেদ ভৌমিকের প্রবেশেও নিষেধাজ্ঞা। 

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.