West Bengal Live News: কোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করল এসএসসি

West Bengal News Live Update: জেলা থেকে রাজ্যের সব খবর দেখুন এক ক্লিকে...

ABP Ananda Last Updated: 25 Sep 2024 11:45 PM
West Bengal News Live: কোচবিহার মেডিক্যালেও থ্রেট কালচার

কোচবিহার মেডিক্যালেও থ্রেট কালচার, অভিযুক্ত খোদ বিএমওএইচ দীপায়ন বসু। কলেজে ঢোকায় নো এন্ট্রি। চিকিৎসক সংবেদ ভৌমিকের প্রবেশেও নিষেধাজ্ঞা। 

RG Kar News : সিজিও-তে অটোপসি সার্জেন

কার চাপে তড়িঘড়ি ময়নাতদম্ত? ফের সিজিও-তে অটোপসি সার্জেন। পরপর ৪ দিন জিজ্ঞাসাবাদ। সিবিআইয়ের কাছে নথি জমা দিলেন আর জি করের মর্গ কর্মী। 

RG Kar News Live: আর জি কর-কাণ্ডে এবার চিকিৎসক সুশান্ত রায়কে তলব সিবিআইয়ের

আর জি কর-কাণ্ডে এবার চিকিৎসক সুশান্ত রায়কে তলব সিবিআইয়ের। সিবিআই তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা সুশান্ত রায়ের। 'চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন কি আর জি কর মেডিক্যালে ছিলেন?' জানতে চিকিৎসক সুশান্ত রায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ। ‘উত্তরবঙ্গ লবি’র অন্যতম মাথা বলে পরিচিত সুশান্ত রায়কে জিজ্ঞাসাবাদ। উত্তরবঙ্গে স্বাস্থ্য দফতরের OSD পদে ছিলেন সুশান্ত রায়। 

West Bengal News: উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ

পুজোর মুখে চাকরিপ্রার্থীদের সুখবর, অবশেষে প্যানেল প্রকাশ। কোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করল এসএসসি। ফাইনাল এবং ওয়েটিং-২টি প্যানেল প্রকাশ করল কমিশন। নিয়োগ বিজ্ঞপ্তির ৮ বছর পরে অবশেষে প্যানেল প্রকাশ। প্রায় ১৪ হাজার পদে নিয়োগের জন্য প্যানেল প্রকাশ। ফাইনাল প্যানেলের সবাই চাকরি পাবে, জানাল এসএসসি। ১-২দিনেই বিজ্ঞপ্তি, পুজোর আগে কাউন্সেলিং শুরুর তৎপরতা। 

West Bengal News Live: মমতার পদত্যাগের দাবি তুললেন শুভেন্দু অধিকারী

কালীঘাট চলো অভিযান থেকে শুভেন্দু অধিকারীর বার্তা, "দফা এক, দাবি এক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। এই দাবিকে সামনে রেখে আমাদের আন্দোলন। যাতে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে বলেই তারা জানে ভারতীয় জনতা পার্টিকে আটকাতে হবে। কারণ, ভারতীয় জনতা পার্টি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় ক্ষতবিক্ষত হয়েছে। মগরাহাটের প্রার্থী মানস শ সহ আমাদের ৫৭ জন কর্মী আত্মবলিদান দিয়েছেন। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে আমাদের ৩৭ জন কর্মী আত্মবলিদান দিয়েছেন। লোকসভা নির্বাচনের পরে আমাদের পাঁচজন কর্মী আত্মবলিদান দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি হাজারে হাজারে কর্মী ঘরছাড়া হয়েছেন। রাজ্যের বাইরে তাঁদের গিয়ে আশ্রয় নিতে হয়েছে। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে জেতা প্রার্থীদের বিহারে, অসমে, ঝাড়খণ্ডে ও ওড়িশায় গিয়ে আশ্রয় নিতে হয়েছে। তারপরও আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে যেভাবে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সহ সভাপতি ও সাংসদ জগন্নাথ সরকার, রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী সামনে থেকে দাঁড়িয়ে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তা দেখে চমকে গেছে তৃণমূল। বিজেপিকে ওরা ভয় পেয়েছে বলেই লাগাতার আক্রমণ করে চলেছে। কিন্তু, আমরা সমস্ত আক্রমণের মোকাবিলা করে লড়াই চালিয়ে যাব।"

RG Kar News Live: খাস টালা থানাতেই ধর্ষণ-খুনের তথ্যপ্রমাণ লোপাটের ছক

খাস টালা থানাতেই ধর্ষণ-খুনের তথ্যপ্রমাণ লোপাটের ছক! টালা থানার ওসি, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে জেরা করে বিস্ফোরক CBI রহস্য লুকিয়ে থানার CC ফুটেজেই? ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় CBI। টালা থানাতেই তথ্য-প্রমাণে গরমিল করা হয়েছে। মিথ্যে কিছু তথ্য যুক্ত করা হয়েছে, বা বদল করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে রিমান্ড লেটারে দাবি CBI-এর। আমাদের কাছে এমন জাদুকাঠি নেই যে এখনই তদন্তের নিষ্পত্তি হবে। হাতে এসেছে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স, খতিয়ে দেখা হচ্ছে। ডিজিটাল তথ্য প্রমাণ থেকে আরও কিছু পাব বলে আশা করছি। সন্দীপ-অভিজিতের বিরুদ্ধে কোর্টে সওয়াল সিবিআইয়ের। অভিযুক্তদের জেল হেফাজতে চেয়ে আবেদন সিবিআইয়ের

RG Kar Case: থ্রেট কালচারের অভিযোগে শুনানি, আশিস পাণ্ডে বেরোতেই বিক্ষোভ

থ্রেট কালচারের অভিযোগে শুনানি, আশিস পাণ্ডে বেরোতেই বিক্ষোভ। থ্রেট সিন্ডিকেট চালানোর অভিযোগে ১২জনকে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ।শুনানি চলাকালীন থ্রেট কালচারের বিরুদ্ধে স্লোগান জুনিয়র ডাক্তারদের। হাসপাতাল থেকে বেরোতেই জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে টিএমসিপির নেতা। টিএমসিপির চিকিৎসক নেতা আশিস পাণ্ডেকে ঘিরে 'চোর চোর' স্লোগান। আশিস পাণ্ডে ছাড়াও সন্দীপ ঘনিষ্ঠ সৌরভ পালকেও তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ। 

West Bengal News Live: পটাশপুরে চোর সন্দেহে মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনির অভিযোগ

পটাশপুরে চোর সন্দেহে মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনির অভিযোগ, গ্রেফতার ৩। মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনির অভিযোগে গ্রেফতার ১ মহিলা-সহ ৩জন। আত্মীয়ের বাড়ি থেকে ৩জনকে গ্রেফতার করল পুলিশ। 

RG Kar Case: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের ধর্না কর্মসূচি

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের ধর্না কর্মসূচি। অধীর চৌধুরীর নেতৃত্বে দু’দিনের ধর্না-অবস্থান ডোরিনা ক্রসিং-এ। মধ্য কলকাতা জেলা কংগ্রেসের ব্যানারে বেলা ১২টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ধর্না। উপস্থিত থাকবেন অধীর চৌধুরী-সহ অন্য নেতারা।

West Bengal News Live: মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে গ্রেফতার ২ পুলিশকর্মী

মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে গ্রেফতার ২ পুলিশকর্মী। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ২ পুলিশ কর্মী গ্রেফতার। ধৃত ২ পুলিশ কর্মীর নাম কৌশিক ঘোষ ও মহম্মদ মন্টিল। বালিগঞ্জ থেকে শক্তিগড় যাবেন বলে গাড়ি ভাড়া নেন ২ পুলিশ কর্মী। মহাকরণের সামনে গিয়ে গাড়ি চালককে হুমকির অভিযোগ। মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া ও গাড়ি বাজেয়াপ্ত করার হুমকির অভিযোগ। গাড়ি চালকের থেকে ৪ লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ। পরে ২ লক্ষ টাকা দিয়ে রেহাই পান গাড়ি চালক। কড়েয়া থানায় অভিযোগ দায়েরের পর গ্রেফতার গোয়েন্দা বিভাগের ২ পুলিশ কর্মী।

West Bengal News Live: প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম

প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম। দীর্ঘ রোগভোগের পর দত্তপুকুরের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ। দীর্ঘদিন ধরেই যকৃতের ক্যানসারে ভুগছিলেন বসিরহাটের সাংসদ। ২০০৯ সালে প্রথমবার বসিরহাট থেকে সাংসদ হন হাজি নুরুল। ২০১৪ সালে জঙ্গিপুর থেকে দাঁড়িয়ে পরাজয়। ২০১৬ ও ২০২১-এ হাড়োয়া থেকে ফের বিধানসভা ভোটে জয়ী হন হাজি নুরুল। ২০২৪-এর লোকসভা ভোটে ফের জয় পান বসিরহাট থেকেই।

West Bengal News Live: অনুব্রত ফিরতেই বীরভূম তৃণমূলে পট পরিবর্তন?

অনুব্রত ফিরতেই বীরভূম তৃণমূলে পট পরিবর্তন? এবার তৃণমূলের জেলা কার্যালয় থেকে সরল কোর কমিটির নেতাদের ছবি দেওয়া হোর্ডিং। হোর্ডিংয়ে ছিল তৃণমূল নেত্রীর তৈরি করা কোর কমিটির ৫ সদস্য। হোর্ডিংয়ে ছিল আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিন্হা, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ, সুদীপ্ত ঘোষের ছবি। সেই হোর্ডিং সরানো হল বীরভূম তৃণমূলের জেলা কার্যালয় থেকে। বোলপুরে তৃণমূলের জেলা কার্যালয় সেজেছে অনুব্রত মণ্ডলের কাটআউটে। গতকাল চন্দ্রনাথ সিন্হা, বিকাশ রায়চৌধুরীদের সঙ্গে দেখা করেননি অনুব্রত।

Flood Situation: ত্রাণের ত্রিপল বিলি নিয়ে বাঁকুড়ায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে দলের অন্দরেই ক্ষোভ

ত্রাণের ত্রিপল বিলি নিয়ে বাঁকুড়ায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে দলের অন্দরেই তৈরি হয়েছে ক্ষোভ। যে এলাকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, সেখানে ত্রিপল বিলি না করে, তৃণমূলের এলাকায় তা বিলি করছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। অভিযোগ তুলেছেন গেরুয়া শিবিরের কর্মীরাই।ত্রাণের দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরাও। ত্রিপল বিলি নিয়ে মন্তব্য এড়িয়েছেন বাঁকুড়ার বিধায়ক। বিজেপি জেলা সভাপতির সাফাই, ত্রাণ বিলিতে আমরা-ওরা করছে রাজ্য সরকার। তৃণমূলের কটাক্ষ, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায়, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বিজেপি। 

West Bengal News Live: মাল পুরসভায় প্রায় ১২০ কোটির 'দুর্নীতি', চেয়ারম্যানকে সরাল তৃণমূল

মাল পুরসভায় প্রায় ১২০ কোটির 'দুর্নীতি', চেয়ারম্যানকে সরাল তৃণমূল। হাইকোর্টে মামলা হতেই মাল পুরসভার চেয়ারম্যানকে সাসপেন্ড তৃণমূলের। আবাস যোজনা থেকে সৌন্দর্যায়ন, পুরসভার বিভিন্ন কাজে দুর্নীতির অভিযোগ। জেলা পরিষদের জমি প্লট করে বিক্রির অভিযোগ পুরপ্রধানের বিরুদ্ধে। '৯ অগাস্ট বিভিন্ন দফতরে দুর্নীতির অভিযোগ জানালেও কোনও কাজ হয়নি', বাধ্য হয়ে ১০ সেপ্টেম্বর হাইকোর্টে মামলা, জানালেন অভিযোগকারী আইনজীবী। হাইকোর্টে মামলা হতেই মাল পুরসভার চেয়ারম্যানকে সাসপেন্ড করল তৃণমূল।

Upper Primary Panel: আজ বিকেলে উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ

আজ বিকেলে উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ। ১৪ হাজার ৫২টি পদে নিয়োগের প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তির ৮ বছর পর এই মেধা তালিকা প্রকাশিত হবে। এর আগে দু’-দু’বার উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করা হলেও, দুর্নীতির অভিযোগে তা বাতিল হয়। আদালতের নির্দেশে তৃতীয়বার তালিকা প্রকাশ করতে চলেছে SSC. কমিশন সূত্রে খবর, পুজোর ছুটির আগেই উচ্চ প্রাথমিকে কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 

RG Kar Incident: আরজি কর-কাণ্ডের প্রতিবাদ জানাতে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় হাজির হবেন শুভেন্দু-সুকান্ত

আর জি কর-কাণ্ডের প্রতিবাদ জানাতে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় হাজির হবেন শুভেন্দু-সুকান্ত। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ‘কালীঘাট চলো’ কর্মসূচির ডাক দিয়েছে রাজ্য বিজেপি। হাজরা মোড়ে বিশেষ সভার আয়োজন করা হয়েছে। বক্তা হিসেবে থাকবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

RG Kar Case: সন্দীপ ঘোষের নার্কো টেস্ট করাতে পারবে সিবিআই?

সন্দীপ ঘোষের নার্কো টেস্ট করাতে পারবে সিবিআই? পলিগ্রাফ টেস্ট হবে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের? সন্দীপ-অভিজিৎকে আদালতে পেশ করে আবেদন জানাবে সিবিআই, খবর সূত্রের। এর আগে নার্কো অ্যানালিসিস ও পলিগ্রাফ টেস্টে মৌখিক অসম্মতি জানিয়েছিলেন ২ জনই। সন্দীপ-অভিজিৎকে ৫ দিনের জেরায় নতুন কী তথ্য উঠে এল, আদালতে জানাবে কেন্দ্রীয় এজেন্সি।

Weather Update: দক্ষিণবঙ্গে প্লাবনের জল নামার আগেই ফের দুর্যোগের ভ্রুকুটি

দক্ষিণবঙ্গে প্লাবনের জল নামার আগেই ফের দুর্যোগের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে নতুন করে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গের ৯ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদে। কাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা।

RG Kar Case: আরজি কর-কাণ্ডের আবহে দুর্গাপুজোয় জাঁকজমক বাড়ানোর ডাক দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক

আরজি কর-কাণ্ডের আবহে দুর্গাপুজোয় জাঁকজমক বাড়ানোর ডাক দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। যাঁরা বলছেন উৎসবে নেই, আমাদের চ্যালেঞ্জ আরও ভাল করে উৎসব করা। গত বছর যা আলো ছিল, এবার তার থেকেও বেশি হবে। প্রমাণ করতে চাই, আমরাও উৎসবে আছি। মধ্যমগ্রামে পুজো-বৈঠকে মন্তব্য করেন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী। একই সঙ্গে অশোকনগরের একটি পুজো কমিটি পুজো-অনুদান না নেওয়ার কথা ঘোষণা করেও, টাকা নেওয়ার জন্য তাঁর পিছনে ঘুরছে বলে দাবি করেছেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। এখনও পর্যন্ত অশোকনগরের দোগাছিয়া এলাকার বাবা পঞ্চানন দুর্গোৎসব কমিটিই পুজো অনুদান না নেওয়ার কথা ঘোষণা করেছিল। নাম না করে বিধায়ক তাদেরই  নিশানা করেছেন বলে অনুমান। পুজো কমিটির দাবি, নকল প্য়াড ছাপিয়ে কেউ সরকারি অনুদান নিতে চাইলে তার দায় পুজো কমিটির নয়।

Crime News: ব্যাঙ্গালোরের মল্লেশ্বরমে তরুণী খুনে বাংলার যোগ?

ব্যাঙ্গালোরের মল্লেশ্বরমে তরুণী খুনে বাংলার যোগ? মূল অভিযুক্ত এ রাজ্যেরই বাসিন্দা বলে দাবি করেছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী। মূল অভিযুক্ত আশরফের খোঁজে গতকালই বাংলায় এসেছে কর্ণাটক পুলিশের একটি দল। পুলিশের দাবি, বছর ছাব্বিশের মহালক্ষ্মী তাঁর লিভ-ইন-পার্টনারের হাতেই খুন হয়েছেন বলে অভিযোগ করেন নিহতের স্বামী। কর্ণাটক পুলিশের অনুমান, বাংলা-ওড়িশা সীমানায় লুকিয়ে রয়েছে অভিযুক্ত। ব্যাঙ্গালোরের মল্লেশ্বরমে থাকতেন মহালক্ষ্মী। মেয়েকে নিয়ে অন্যত্র থাকতেন তাঁর স্বামী। সম্প্রতি মহালক্ষ্মীর ফ্ল্যাটে ফ্রিজ থেকে তাঁর দেহাংশ উদ্ধার হয়। খুনের পর তরুণীর দেহ ৩০-৩২ টুকরো করা হয়েছিল বলে পুলিশের দাবি। 

RG Kar Case: IMA-র জলপাইগুড়ি জেলা শাখার অফিসে তালা

IMA-র জলপাইগুড়ি জেলা শাখার অফিসে তালা। ১০০ জন চিকিৎসককে ঢুকতেই দেওয়া হল না। কেয়ার টেকারকে ফোনে নির্দেশ দেওয়া হয়েছিল, ওই চিকিৎসকদের কারও ফোন যেন না ধরেন। এমনই অভিযোগ IMA-র জলপাইগুড়ি শাখার সদস্যদের একাংশের। বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে বৈঠক সারলেন ওই ১০০ জন চিকিৎসক। গোটা ঘটনায় সকলেই আঙুল তুলেছেন IMA-র জলপাইগুড়ি শাখার সম্পাদক সুশান্ত রায়ের দিকে। আর জি কর-কাণ্ডের পর, উত্তরবঙ্গ লবির অন্যতম ‘মাথা’ বলে পরিচিত চক্ষু-চিকিৎসক সুশান্ত রায়কে সরানোর দাবি ওঠে। IMA-র রাজ্য ও কেন্দ্রীয় কমিটির কাছে জলপাইগুড়ি শাখা ভেঙে দেওয়ার আর্জি জানান চিকিৎসকদের একাংশ। তাঁদের দাবি, খাতায়-কলমে নিজেকে এখনও সম্পাদক হিসেবে জাহির করতেই সুশান্ত জলপাইগুড়ি জেলা শাখার অফিসে তালা লাগিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ফোন করা হলেও, সাড়া দেননি চিকিৎসক সুশান্ত রায়। 

Flood Situation: বন্যা পরিস্থিতি নিয়ে 'মেমো' উল্লেখ করে মমতাকে নিশানা সুকান্তর

রাজ্যকে না জানিয়ে ডিভিসির বিরুদ্ধে অনিয়ন্ত্রিত ভাবে জল ছড়ার অভিযোগ। নবান্নেরই সতর্কবার্তা প্রকাশ্যে এনে মুখ্যমন্ত্রীর দাবি নস্যাৎ করলেন সুকান্ত মজুমদার। 'ডিভিসি-র জল ছাড়া নিয়ে আগেই ৮ জেলাকে সতর্ক করেছিল নবান্ন, রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরির আগাম খবর ছিল নবান্নর কাছে! গত ১৭ সেপ্টেম্বর দুর্যোগ মোকাবিলা দফতরের মেমোতে আট জেলাকে সতর্ক করা হয়, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ার জেলাশাসকদের মেমো পাঠানো হয়, মাইথন ও পাঞ্চেত জলাধারে দ্রুত জলস্তর বাড়ছে, জানিয়েছে DVRRC ও CWC, ১৭ সেপ্টেম্বর থেকে আড়াই লক্ষ কিউসেক জল ছাড়বে DVRRC, বন্যা পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলার যাবতীয় ব্যবস্থা নিতে হবে। প্লাবিত হতে পারে এমন এলাকার মানুষকে প্রয়োজনে যেন নিরাপদ আশ্রয়ে সরাতে হবে', সুকান্ত মজুমদারের পোস্ট করা নবান্নের তরফে জেলাশাসকদের পাঠানো মেমোয় উল্লেখ।

RG Kar Case: ফের ময়নাতদন্তকারী চিকিৎসককে অপূর্ব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করল CBI

মঙ্গলবার ফের ময়নাতদন্তকারী চিকিৎসককে অপূর্ব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করল CBI. সেদিনই ২ চিকিৎসক পড়ুয়াকে নিয়ে সিবিআই দফতরে যান হাসপাতালের বর্তমান সুপার সপ্তর্ষি চট্টোপাধ্য়ায়। অন্যদিকে, আর জি কর মেডিক্য়ালের আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকে ফের জিজ্ঞাসাবাদ করে CBI

Anubrata Mondal: বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল, দেখা করতে এসেও ফিরতে হল সাংসদ-বিধায়কদের

বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। কিন্তু তাঁর সঙ্গে দেখা করতে এসে দরজা থেকে ফিরতে হল মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে। বিকেলে বাড়িতে এসেও অনুব্রতর দেখা পেলেন না, সাংসদ অসিত মাল, আরও ২ তৃণমূল বিধায়ক। তৃণমূল সূত্রে খবর, জেলে থাকাকালীন, যাঁরা নিয়মিত যোগাযোগ রেখেছিলেন, তাঁদেরই প্রাধান্য় দিয়েছেন অনুব্রত মণ্ডল। 

RG Kar Case: 'সবাই প্রশ্ন করছে, এত নাটক করে, রাত জেগে কী হল?', জুনিয়র ডাক্তারদের খোঁচা দিলীপ ঘোষের

অশোক দিন্দার পর এবার প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে নাটক বলে কটাক্ষ দিলীপের। 'সবাই প্রশ্ন করছে, এত নাটক করে, রাত জেগে কী হল?', জুনিয়র ডাক্তারদের খোঁচা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির।


 

RG Kar Update: মঙ্গলবারও ১২ জন অভিযুক্তের বয়ান রেকর্ড করল আরজি কর মেডিক্যাল কলেজের বিশেষ তদন্ত কমিটি

'থ্রেট কালচারে'র অভিযোগ। মঙ্গলবারও ১২ জন অভিযুক্তের বয়ান রেকর্ড করল আর জি কর মেডিক্যাল কলেজের বিশেষ তদন্ত কমিটি। বয়ান রেকর্ড করা হল অভিযোগকারী ও সাক্ষীদেরও। কীভাবে দীর্ঘদিন ধরে 'থ্রেট কালচারে'র শিকার হয়েছেন, তা তুলে ধরেন একজন ইন্টার্ন। 

RG Kar Case: বন্যা পরিস্থিতিতে নাজেহাল হুগলির বিস্তীর্ণ এলাকা

হুগলির খানাকুলে কয়েক জায়গায় জল কমলেও সমস্য়ার অন্ত নেই মানুষের। কোথাও জলকষ্টের মাঝেই ত্রাণ না পাওয়ার অভিযোগ উঠেছে । কোথাও আবার পঞ্চায়েতে সরকারি ত্রাণ চুরির অভিযোগকে কেন্দ্র করে প্রকাশ্য়ে এসেছে বিজেপির কোন্দল। এদিকে হাওড়ার উদনারায়ণপুর সহ একাধিক এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমি। এই আবহে, চাষের জমি থেকে জল সরানোর জন্য়, জেলা সেচ দফতরের তরফে পাম্প বসানো হয়েছে। 

West Bengal Flood Situation: রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে আরও বাড়ল DVC ও রাজ্য সরকারের সংঘাত

রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে আরও বাড়ল DVC ও রাজ্য সরকারের সংঘাত। DVC-র অফিস কলকাতা থেকে সরিয়ে নিয়ে গেলেও কোনও আপত্তি নেই। পরিষ্কার বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই দুষছে বিজেপি। বন্যা পরিস্থিতি তৈরি করতে, ধারনক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছনোর আগেই ছেড়ে দেওয়া হয়েছে রাজ্যের অধীনে থাকা বাঁধগুলি, বিস্ফোরক অভিযোগ করছে বিজেপি। এখানেও ঘুরে ফিরে আসছে সেই আর জি কর প্রসঙ্গ।

RG Kar Case: আরজি কর মামলায় ৩টি আলমারি ভেঙে টেন্ডার সংক্রান্ত নথি উদ্ধার

দুর্নীতির খোঁজে ফের আর জি কর মেডিক্যালে সিবিআই। ৩টি আলমারি ভেঙে টেন্ডার সংক্রান্ত নথি উদ্ধার। 'কোটি কোটি টাকার টেন্ডার সংক্রান্ত নথির হদিশ', অধিকাংশ টেন্ডারই সন্দীপ ঘোষ অধ্যক্ষ জমানার, খবর সূত্রের। টেন্ডার দুর্নীতির তদন্তে আরজি কর মেডিক্যালে সিবিআই। আরজি কর মেডিক্যালের প্লাটিনাম জুবিলি বিল্ডিংয়ে তল্লাশি।

West Bengal News Live Update: এবার সরকারি পুজোর অনুদানে না বলল পুরুলিয়ার একটি পুজো কমিটি

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ। এবার সরকারি পুজোর অনুদানে না বলল পুরুলিয়ার একটি পুজো কমিটি। গত ২ বছর ধরে রাজ্য সরকারের অনুদান পেলেও এ বছর অনুদান না নেওয়ার কথা বলে তারা চিঠি দিয়েছে জেলাশাসককে। 

West Bengal Flood Situation: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ওয়েবসাইটে সন্দীপ ঘোষের স্টেটাস ঘিরে বিতর্ক

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ওয়েবসাইটে সন্দীপ ঘোষের স্টেটাস ঘিরে বিতর্ক। আর জি কর-কাণ্ডে গ্রেফতার সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল নিয়ে প্রশ্ন। ১৯ তারিখ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল রাজ্য মেডিক্যাল কাউন্সিলরের। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ওয়েবসাইটে সন্দীপের নামের পাশে স্টেটাস দেখাচ্ছিল 'সাসপেন্ডেড'। আজ সন্ধে থেকে সন্দীপের নামের পাশ থেকে উধাও 'সাসপেন্ডেড', দাবি ওয়েস্টবেঙ্গল ডক্টর্স ফোরামের। 'আদৌ কি সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে?' প্রশ্ন ওয়েস্টবেঙ্গল ডক্টর্স ফোরামের। টেকনিক্যাল সমস্যার কারণে হয়ে থাকতে পারে, প্রতিক্রিয়া রাজ্য মেডিক্যাল কাউন্সিলের। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন সাসপেন্ডেডই রয়েছে, দাবি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের।

প্রেক্ষাপট

রবিবার, সোমবারের পর মঙ্গলবারও তরুণী চিকিৎসককে খুনের ঘটনায় ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করল CBI. রবিবার সিবিআই দফতর থেকে বেরিয়ে তিনি বলেছিলেন, একজন এক্স কাউন্সিলর বলেছিলেন ওইদিন পোস্টমর্টেম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। তার পাল্টা পানিহাটির প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্য়ায় বললেন, অপূর্ব বিশ্বাসকে তিনি চেনেন না।


নিয়ম মেনে সন্দীপ ঘোষের ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল করা হয়নি। পরবর্তীকালে আইনি সাহায্য নিয়ে রেজিস্ট্রেশন ফিরে পেতে পারেন তিনি। দাবি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। কীভাবে এই প্রক্রিয়ার মধ্যে ফাঁক থেকে গেল? কারা আছে পিছনে? প্রশ্ন তুলেছেন সিনিয়র চিকিৎসকরা।


করোনাকালে বিধাননগরে ওয়েব সিরিজে অভিনয়ের প্রলোভন দেখিয়ে চার মহিলার অশ্লীল ভিডিও তৈরির মামলায় সাজা ঘোষণা হল। খাবারে মাদক মিশিয়ে মহিলাদের অচৈতন্য় করে নগ্ন ভিডিও তৈরিতে দোষী সাব্য়স্ত ৬ অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড দিলেন বারাসাতের সপ্তম অতিরিক্ত জেলা দায়রা বিচারক। প্রত্য়েক অভিযুক্তকে দেড় লক্ষ টাকা করে জরিমানাও করা হয়েছে। এক মাসের মধ্য়ে সমস্ত অশ্লীল ভিডিও উদ্ধার করে বিধাননগর পুলিশ কমিশনারেটে জমা দিতে বিধাননগর সাইবার ক্রাইম থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বিচারক। ২০২১ সালের ১৭ মার্চ বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়। ডিজিটাল তথ্য়প্রমাণের ভিত্তিতে ৬ জনকে দোষী সাব্য়স্ত করে আদালত। 


আর জি কর-কাণ্ডের প্রতিবাদ। এবার সরকারি পুজোর অনুদানে না বলল পুরুলিয়ার একটি পুজো কমিটি। গত ২ বছর ধরে রাজ্য সরকারের অনুদান পেলেও এ বছর অনুদান না নেওয়ার কথা বলে তারা চিঠি দিয়েছে জেলাশাসককে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.