West Bengal Live News Updates: সাগর দত্ত মেডিক্যালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধর? প্রতিবাদে কর্মবিরতির ডাক

West Bengal News Live Update: জেলা থেকে রাজ্যের সব খবর দেখুন এক ক্লিকে...

ABP Ananda Last Updated: 28 Sep 2024 12:13 AM
West Bengal Live: রাজ্য সরকারের আশ্বাসই সার, ফের হাসপাতালে তাণ্ডব!

রাজ্য সরকারের আশ্বাসই সার, ফের হাসপাতালে তাণ্ডব! সাগর দত্ত মেডিক্যালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগ। প্রতিবাদে কর্মবিরতির ডাক সাগর দত্ত মেডিক্যালের জুনিয়র ডাক্তারদের। রোগী মৃত্যু ঘিরে তুলকালাম সাগর দত্ত মেডিক্যাল কলেজে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ রোগীর পরিজনদের। গাফিলতির অভিযোগ অস্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের।

West Bengal: মহালয়ায় শর্ট ফিল্ম মুক্তির আগেই সংগঠন থেকে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক

যাদবপুর-ডায়মন্ড হারবার TMCP-র সহ সভানেত্রী রাজন্যা হালদার সাসপেন্ড। সাসপেন্ড রাজন্যার স্বামী TMCP-র রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী। প্রান্তিকের পরিচালনায় আর জি কর-কাণ্ডের পটভূমিতে 'আগমনী' নামে শর্ট ফিল্ম। প্রান্তিকের পরিচালনায় 'আগমনী' শর্ট ফিল্মে অভিনেত্রী রাজন্যা হালদার। মহালয়ায় শর্ট ফিল্ম মুক্তির আগেই সংগঠন থেকে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক।

West Bengal Live: তিলোত্তমাদের গল্প নিয়ে ফিল্ম, দলের রোষে টিএমসিপির ২ হেভিওয়েট

তিলোত্তমাদের গল্প নিয়ে ফিল্ম, দলের রোষে টিএমসিপির ২ হেভিওয়েট। আর জি কর-কাণ্ড নিয়ে শর্ট ফিল্ম, সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক।

West Bengal News Live: আরেক তৃণমূল বিধায়কের নিশানায় জুনিয়র ডাক্তাররা!

বিচারের দাবিতে আন্দোলন, আরেক তৃণমূল বিধায়কের নিশানায় জুনিয়র ডাক্তাররা! আর জি কর কাণ্ডে আন্দোলন, কার্যত দেখে নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের! 'ওদের যেমন আন্দোলন করার অধিকার আছে। বাংলায় তৃণমূলেরও ৩ কোটি ভোটার আছে। ১০ হাজার মাঠে নামলে কী হবে, তখন বুঝবে,' 0আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের হুমকি ভরতপুরের তৃণমূল বিধায়কের।

West Bengal News Live

বিচারের দাবিতে আন্দোলন, আরেক তৃণমূল বিধায়কের নিশানায় জুনিয়র ডাক্তাররা! আর জি কর কাণ্ডে আন্দোলন, কার্যত দেখে নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের! 'ওদের যেমন আন্দোলন করার অধিকার আছে। বাংলায় তৃণমূলেরও ৩ কোটি ভোটার আছে। ১০ হাজার মাঠে নামলে কী হবে, তখন বুঝবে,' 0আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের হুমকি ভরতপুরের তৃণমূল বিধায়কের।

West Bengal: গ্রেফতারির পরেই নিম্ন আদালতে সঙ্গে সঙ্গে অভিযুক্তের জামিন

গ্রেফতারির পরেই নিম্ন আদালতে সঙ্গে সঙ্গে অভিযুক্তের জামিন। নিম্ন আদালতে অভিযুক্তের জামিন কলকাতা হাইকোর্টে খারিজ।লালবাজারে কর্মরত ডিসি পদমর্যাদার মহিলা অফিসারকে মামলা হস্তান্তরের নির্দেশ। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে লেক থানার OC-র বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ।

West Bengal Live: ধর্ষণের অভিযোগ, ছত্রে ছত্রে আদালতের প্রশ্নের মুখে কলকাতা পুলিশ

'গুরুতর অভিযোগেও প্রাথমিকভাবে লঘু ধারায় FIR। প্রাথমিকভাবে লঘু ধারায় FIR করায় দুর্বল হয়েছে মামলা', তদন্তের স্বচ্ছ্বতা নিয়েই প্রশ্ন তুলে পুলিশকে ভর্ৎসনা হাইকোর্টের। 'থানাতেই নির্যাতিতাকে হুমকির অভিযোগ, সিসি ফুটেজ নিয়েও তদন্ত হয়নি। ঘটনার সঙ্গে সঙ্গে অভিযোগকারিণীর শারীরিক পরীক্ষাও হয়নি,' ধর্ষণের অভিযোগ, ছত্রে ছত্রে আদালতের প্রশ্নের মুখে কলকাতা পুলিশ।

West Bengal Live: OC ছাড়াও ৫ অফিসারের বিরুদ্ধে পদক্ষেপের জন্য CP-কে নির্দেশ হাইকোর্টের

রাজ্যের বাইরে কর্মরত IAS অফিসারের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ। IAS অফিসারের স্ত্রীকে 'ধর্ষণ', পুলিশের ভূমিকাতেই প্রশ্ন হাইকোর্টের। OC ছাড়াও ৫ অফিসারের বিরুদ্ধে পদক্ষেপের জন্য CP-কে নির্দেশ হাইকোর্টের।

West Bengal News Live: গান পয়েন্টে IAS অফিসারের স্ত্রীকে 'ধর্ষণ', নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টে ভর্ৎসিত কলকাতা পুলিশ

লেক থানা এলাকায় গান পয়েন্টে IAS অফিসারের স্ত্রীকে 'ধর্ষণ'। নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টে ভর্ৎসিত কলকাতা পুলিশ।

RG Kar Protest Live: ২ অক্টোবর মহামিছিলের ডাক জুনিয়র চিকিৎসকদের

রাত দখল, ভোর দখল, মশাল মিছিলের পর মহালয়ায় মহামিছিল। বিচারের দাবিতে এবার মহালয়ায় মহামিছিলের ডাক। ২ অক্টোবর মহামিছিলের ডাক জুনিয়র চিকিৎসকদের।

WB News Latest Update: রাজ্যের কোটায় পরীক্ষা দিতে এসেছিল ২ যুবক, পাল্টা দাবি বাংলা পক্ষের

পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিক পরিচয় দিয়ে হেনস্থা। বাংলা পক্ষের ২ সদস্য রজত ভট্টাচার্য ও গিরিধারী রায়কে গ্রেফতার করল পুলিশ। ভুয়ো পরিচয়পত্র দিয়ে রাজ্যের কোটায় পরীক্ষা দিতে এসেছিল ২ যুবক, পাল্টা দাবি বাংলা পক্ষের।

West Bengal Live Update: শিলিগুড়িতে আক্রান্ত বিহারের ২ যুবক

শিলিগুড়িতে আক্রান্ত বিহারের ২ যুবক, গ্রেফতার বাংলা পক্ষের ২ সদস্য। বাংলায় পরীক্ষা দিতে এসে আক্রান্ত বিহারের ২ যুবক
ঘরে ঢুকে হেনস্থা, কান ধরে ওঠবস, ঘটনার ভিডিও পোস্ট কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ-র।

West Bengal News Live Updates: পুজোর সময় পুলিশের জমায়েতে নিষেধাজ্ঞা নিয়ে হাইকোর্টে মামলা

পুজোর সময় পুলিশের জমায়েতে নিষেধাজ্ঞা নিয়ে হাইকোর্টে মামলা। জমায়েতে নিষেধাজ্ঞা শুধু কে সি দাস থেকে ভিক্টোরিয়া হাউস এলাকা পর্যন্ত, জানাল রাজ্য। রাজ্যের এই বক্তব্য ঠিক নয়, সওয়াল বিকাশরঞ্জন ভট্টাচার্যর। 'তাহলে এই এলাকায় যে পুজোগুলি হয়, সেগুলির কী হবে?'

West Bengal News Live: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফিরহাদের ওএসডি-র বিরুদ্ধে অভিযোগ দায়ের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফিরহাদের ওএসডি-র বিরুদ্ধে অভিযোগ দায়ের। শেক্সপিয়র সরণি থানায় দায়ের করা হল অভিযোগ।

WB News Live: সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে টাকা তোলা, প্রতারণার অভিযোগ

সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে টাকা তোলা, প্রতারণার অভিযোগ। বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে।

West Bengal Live: মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র বিরুদ্ধে অভিযোগ দায়ের

মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে একাধিক অনৈতিক কাজের অভিযোগ।

West Bengal News Live: পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় উঠল অনুব্রত প্রসঙ্গ

পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় উঠল অনুব্রত প্রসঙ্গ

WB News Live Updates: কাউন্সিলর ছন্দা সরকারের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ শুভেন্দু অধিকারীর

কলকাতা পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা সরকারের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ শুভেন্দু অধিকারীর

West Bengal News Live: মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র বিরুদ্ধে অভিযোগ দায়ের

মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র বিরুদ্ধে অভিযোগ দায়ের
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে অনৈতিক কাজের অভিযোগ
সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ
বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফিরহাদের ওএসডি-র বিরুদ্ধে অভিযোগ দায়ের
শেক্সপিয়র সরণি থানায় দায়ের করা হল অভিযোগ

WB News Live Updates: পুজোর মুখে ফের বৃষ্টি, জল ছাড়ল ডিভিসিও

পুজোর মুখে ফের বৃষ্টি। জল ছাড়ল ডিভিসিও। প্লাবিত খানাকুল, পাঁশকুড়ার বহু জায়গা। ভয়ে কাঁটা ঘাটাল।

West Bengal News Live: মেলেনি সরকারি হল, আজ এসএসকেএম-এ গণ কনভেনশন

মেলেনি সরকারি হল, আজ এসএসকেএম-এ গণ কনভেনশন
আজ এসএসকেএম-এর অডিটোরিয়ামে গণ কনভেনশনের আয়োজন
গণ কনভেনশনের আয়োজন জুনিয়র ডাক্তারদের
উপস্থিত থাকবেন চিকিৎসক, শিল্পী, বিভিন্ন বিশিষ্ঠজনেরা

WB News Live Updates: আর জি কর-কাণ্ডে রাজপথে প্রতিবাদের ঢেউ, ২ মাসের জন্য জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের

আর জি কর-কাণ্ডে রাজপথে প্রতিবাদের ঢেউ, ২ মাসের জন্য জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের। ২৩ নভেম্বর পর্যন্ত ধর্মতলা, বউবাজারের বিস্তীর্ণ এলাকায় জারি ১৬৩ ধারা। 

West Bengal News Live:পুজোর সময় পুলিশের জমায়েতে নিষেধাজ্ঞা নিয়ে হাইকোর্টে মামলা

পুজোর সময় পুলিশের জমায়েতে নিষেধাজ্ঞা নিয়ে হাইকোর্টে মামলা

WB News Live Updates: এবার থ্রেট কালচার নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্য়মন্ত্রী

সূত্রের দাবি, এবার থ্রেট কালচার নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্য়মন্ত্রী। সূত্রের খবর বৃহস্পতিবার নবান্নের বৈঠকে তিনি বলেন, থ্রেট কালচার আবার কী? এক সঙ্গে পড়াশোনা করছে, কাজ করছে। এগুলো চলতে পারে না। এরপরই কল্যাণীর JNM মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে মুখ্যমন্ত্রী বলেন, কিছু দিন আগে আপনার কিছু পড়ুয়া থ্রেট কালচার নিয়ে অভিযোগ করছিল, এগুলো দেখুন। এরকম চলতে পারে না।

West Bengal News Live: বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের জলজলা ও কমলাসায়ের গ্রামে হাতির তাণ্ডব

বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের জলজলা ও কমলাসায়ের গ্রামে হাতির তাণ্ডব

WB News Live Updates: আজই থেকেই বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে

আজই থেকেই বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর। আজ আংশিক মেঘলা থাকবে আকাশ। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে সোমবার পর্যন্ত ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। অন্য়দিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত।এছাড়াও, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। 


 

West Bengal News Live: নবান্নে স্বাস্থ্য-বৈঠকের পর কী জানালেন মুখ্যমন্ত্রী?

দ্রুত চালু হবে রাত্তিরের সাথী অ্যাপ। হবে সিকিউরিটি অডিট। চালু হবে বায়োমেট্রিক। নবান্নে স্বাস্থ্য-বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী।

WB News Live Updates: রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রুপোলি শস্য, আজ থেকে মিলছে পাইকারি বাজারে

দীর্ঘ টালবাহানার পর গতকাল রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রুপোলি শস্য
আজ সকাল থেকে হাওড়া পাইকারি বাজারে মিলছে বাংলাদেশি  ইলিশ
হাওড়ার পাইকারি বাজার থেকে খুচরো বাজারে যাচ্ছে মাছ
৮০০ গ্রাম থেকে এক কেজি ওজনের মাছ ১৪৫০ থেকে ১৬০০ টাকা দরে বিকোচ্ছে পাইকারি বাজারে
হাওড়া পাইকারি মাছ বাজারে এসেছে মোট ১০ মেট্রিক টন ইলিশ
রাজ্যে এসেছে মোট চল্লিশ মেট্রিক টন মাছ 

West Bengal News Live: আর জি কর মেডিক্যালে কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ তুললেন কলেজেরই এক অধ্যাপক

এবার আর জি কর মেডিক্যালে কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ তুললেন কলেজেরই এক অধ্যাপক

WB News Live Updates: আর জি কর-কাণ্ডের আবহে লালবাজারের নির্দেশিকা ঘিরে বিতর্ক

আর জি কর-কাণ্ডের আবহে লালবাজারের নির্দেশিকা ঘিরে বিতর্ক। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার সই করা ২৫ সেপ্টেম্বরের এই নির্দেশিকায় বলা হয়েছে, ২৩ নভেম্বর অবধি, আগামী ৬০ দিনের জন্য় বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা, ট্রাফিক গার্ডের হেডকোয়ার্টার, যা বেন্টিঙ্ক স্ট্রিট ছাড়া কে সি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের সংলগ্ন এলাকা, সেখানে পাঁচজন বা তার বেশি লোকের জমায়েত, লাঠি বা বিপজ্জনক অস্ত্র নিয়ে যাতায়াত, এলাকার শান্তি, মানুষের গতিবিধি, ও যানচলাচল বিঘ্নিত হতে পারে, এমন কিছু করা যাবে না।

West Bengal News Live Updates: পুজোর মুখে ফের বৃষ্টি, জল ছাড়ল ডিভিসিও

পুজোর মুখে ফের বৃষ্টি। জল ছাড়ল ডিভিসিও। প্লাবিত খানাকুল, পাঁশকুড়ার বহু জায়গা। ভয়ে কাঁটা ঘাটাল। 

West Bengal Live News Updates: অনুব্রতকে অভিভাবক বলে উল্লেখ, সুর বদল কাজল শেখের !

অনুব্রত মণ্ডল তিহাড় জেল থেকে জামিন পেয়ে ফেরার পর চড়া সুরে কথা বলছিলেন কাজল শেখ। অবশেষে তিনি সুর বদল করলেন। অনুব্রত মণ্ডলকে নিজের অভিভাবক বলে উল্লেখ করলেন নানুরের তৃণমূল নেতা।

RG Kar Live News: ২ মাসের জন্য জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের, আজ হাইকোর্টে শুনানি

আর জি কর-কাণ্ডে রাজপথে প্রতিবাদের ঢেউ, ২ মাসের জন্য জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের। ২৩ নভেম্বর পর্যন্ত ধর্মতলা, বউবাজারের বিস্তীর্ণ এলাকায় জারি ১৬৩ ধারা। মিছিলের আগেই নিষেধাজ্ঞা, কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে হাইকোর্টে সিপিএম। পুজোয় কি মানুষ বেরোবে না? মণ্ডপে গল্প করাও নিষিদ্ধ? প্রশ্ন মামলাকারীর। আদালতে ডাক্তাররাও। আজ শুনানি।

প্রেক্ষাপট

অনুব্রত মণ্ডল তিহাড় জেল থেকে জামিন পেয়ে ফেরার পর চড়া সুরে কথা বলছিলেন কাজল শেখ। অবশেষে তিনি সুর বদল করলেন। অনুব্রত মণ্ডলকে নিজের অভিভাবক বলে উল্লেখ করলেন নানুরের তৃণমূল নেতা।


রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান অস্বীকার করল এবার সোদপুরের বিজয়পুর সার্বজনীন। এবার তাদের ৭৫ বছর হলেও অনাড়ম্বর ভাবে পুজোর আয়োজন করা হয়েছে RG কর কাণ্ডের প্রতিবাদে।


আর জি কর-কাণ্ডে রাজপথে প্রতিবাদের ঢেউ, ২ মাসের জন্য জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের। ২৩ নভেম্বর পর্যন্ত ধর্মতলা, বউবাজারের বিস্তীর্ণ এলাকায় জারি ১৬৩ ধারা। মিছিলের আগেই নিষেধাজ্ঞা, কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে হাইকোর্টে সিপিএম। পুজোয় কি মানুষ বেরোবে না? মণ্ডপে গল্প করাও নিষিদ্ধ? প্রশ্ন মামলাকারীর। আদালতে ডাক্তাররাও। আজ শুনানি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.