West Bengal Live News Updates: পুরুলিয়ায় তৃণমূল নেতার রোষের মুখে লোকশিল্পীরা
West Bengal News Live Update: জেলা থেকে রাজ্যের সব খবর দেখুন এক ক্লিকে...
রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে যোগ দেওয়ায় পুরুলিয়ায় তৃণমূল নেতার রোষের মুখে লোকশিল্পীরা। সরকারি ভাতা বা সম্মান ফেরানোর প্রস্তাব দিয়ে বিতর্কের মুখে পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান। সমালোচনায় সরব শিল্পীরা। এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি।
আশ্বাসই সার, ফের হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নিগ্রহের অভিযোগ। সাগর দত্ত মেডিক্যালের পর এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজে 'নিগ্রহ'। আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই ফের হাসপাতালে চিকিৎসক নিগ্রহের অভিযোগ। মত্ত অবস্থায় জুনিয়র ডাক্তারদের গালিগালাজ, চড়াও হওয়ার অভিযোগ। অভিযোগ দায়েরেও পুলিশের গড়িমসি, দাবি জুনিয়র ডাক্তারদের। ডেপুটি সুপারের ভূমিকা নিয়েও ক্ষোভ জুনিয়র ডাক্তারদের।
আর জি কর-কাণ্ডের আবহে অনাড়ম্বর দুর্গাপুজোর আয়োজন করছে নিউটাউন সিএ ব্লক ও শ্য়ামবাজার পল্লি সঙ্ঘ। সপ্তম বর্ষে এবার নিউটাউন সিএ ব্লকের থিম কল্পতরু। শ্য়ামবাজার পল্লি সঙ্ঘের এবারের থিম বন্ধন। আড়ম্বর সরিয়ে রেখেই চলছে শেষ মুহূর্তের পুজো প্রস্তুতি।
বানভাসি ঘাটাল। দুর্গতদের সাহায্য করে জন্মদিন পালন করলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। খাবার সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ঘাটালে যান তিনি। জলমগ্ন এলাকার বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন প্রাক্তন ফুটবলার। অন্যদিকে, ঝাড়গ্রামে ত্রাণ পাঠালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে ঘাটাল, হাওড়া ও খানাকুলে ত্রাণ পাঠিয়েছেন সৌরভ।
গরু পাচারকাণ্ডে প্রায় ২ বছর পর জেল থেকে ছাড়া পেয়েই দিল্লি থেকে ফিরে সোজা বোলপুরের বাড়িতে যান অনুব্রত মণ্ডল। ৬দিনের মাথায় আজ কঙ্কালীতলায় পুজো দিয়ে কলকাতায় আসছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। মাঝে শক্তিগড়ে কিছুক্ষণের জন্য থামে তাঁর গাড়ি।
মায়ের আগমনেও এবার উই ওয়ান্ট জাস্টিস। ঢাকের বাদ্দি, ঊলুধ্বনির সঙ্গে তোলা হল বিচারের দাবিতে স্লোগান। উৎসবের শুরুতেই প্রতিবাদ ধ্বনিত হল উত্তর ২৪ পরগনার পুজো মণ্ডপে। প্রতিবাদের একই ছবি দেখা গেল সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপে।
বন্যা কেড়ে নিয়েছে মাথার ওপর ছাদ। জলের তোড়ে ভেঙে গিয়েছে দোতলা পাকা বাড়ি। ভিটেমাটি হারিয়ে রাস্তায় ঠাঁই হয়েছে খানাকুলের বন্দর এলাকার বাসিন্দা পোড়ে দম্পতির। নিম্নচাপের বৃষ্টিতে রূপনারায়ণ ও দ্বারকেশ্বরের জলে বানভাসি খানাকুলের বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ।
আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে বারাসাত ডাকবাংলো মোড়ে নাগরিক সমাজের প্রতিবাদ কর্মসূচি। ‘রাত জাগো’ কর্মসূচিতে যোগ দেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। সাগর দত্ত মেডিক্যালে চিকিৎসক, নার্সদের নিগ্রহ থেকে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের ডাক্তারদের হুঁশিয়ারি, বিভিন্ন ইস্যুতে সরব হন তিনি।
কাল ফের সুপ্রিম কোর্টে শুনানি, বিচারের দাবিতে ফের রাজপথে গর্জন। কলকাতা থেকে জেলা, বিচারের দাবিতে পথে জুনিয়র ডাক্তাররা। রাজপথ থেকে অলিগলি, বিচারের দাবিতে দিকে দিকে মিছিল।
আর জি কর-কাণ্ডে কাল ফের সুপ্রিম কোর্টে শুনানি। তার আগে বারাসাত থেকে মিছিল সিপিএমের। গন্তব্য আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল। অন্যদিকে, চিকিৎসক ধর্ষণ-খুনে বিচারের দাবিতে দুর্গাপুর ও পূর্ব মেদিনীপুরের রামনগরে মিছিল বিজেপির।
শর্ট ফিল্ম বিতর্কে রবিতে অনড়, শনিতে সুর বদল। আরজি কর-কাণ্ডের আবহে প্রান্তিক-রাজন্যাদের তৈরি শর্ট ফিল্মের মিউজিক রিলিজ স্থগিত। প্রান্তিক-রাজন্যার সাসপেনশনের পর শর্ট ফিল্মের মিউজিক রিলিজ স্থগিত। '২ সেপ্টেম্বর শর্ট ফিল্ম রিলিজ নিয়ে এখনই সিদ্ধান্ত নয়, দলের প্রথম সারির নেতারা কথা বলেছেন, এই মুহূর্তে ছবি রিলিজ চাইছেন না দলের প্রথম শ্রেণির নেতারা, আমাকে পার্টির দৃষ্টিভঙ্গি বোঝানোর চেষ্টা করেছেন, ২ সেপ্টেম্বর ছবি রিলিজ হবে কি না, আলোচনা করে সিদ্ধান্ত নেব, কুণাল ঘোষের সঙ্গে বৈঠকের পর মন্তব্য টিএমসিপি-র সাসপেন্ডেড রাজ্য় সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তীর। শর্ট ফিল্ম বিতর্কে সাসপেন্ড করা হয় রাজন্যা হালদার ও প্রান্তিক চক্রবর্তীকে।
অক্টোবরের মাঝামাঝি বাংলা থেকে বর্ষার বিদায় পর্ব শুরু হবে। ফলে পুজোয় এবার বৃষ্টিতে ভেজার সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও ভারী বৃষ্টি হবে না। কখনও চড়া রোদে বাড়তে পারে অস্বস্তি। বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গেও একই পরিস্থিতি। কয়েকদিন দুর্যোগের পর ধীরে ধীরে কমছে বৃষ্টির পরিমাণ। মূলত পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আর জি কর-কাণ্ডে প্রতিবাদের জের, অভিনেত্রীকে সোশাল মিডিয়ায় ধর্ষণের হুমকির অভিযোগ। এবিপি আনন্দের খবরের জেরে অবশেষে অভিনেত্রী রূপা ভট্টাচার্যের অভিযোগ নিল পাটুলি থানা। খবর সম্প্রচারিত হওয়ার পর পাটুলি থানা থেকে ডাকা হয় অভিনেত্রীকে। এফআইআর হলেও নিজেকে সুরক্ষিত মনে করছেন না অভিনেত্রী রূপা ভট্টাচার্য। সাউথ সাবার্বান ডিভিশনের সাইবার সেলে লিখিত অভিযোগ করতে গেলেও তাঁকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ। খবর সম্প্রচারের পর রূপা ভট্টাচার্যকে ইমেল সাইবার সেলের। তদন্ত শুরু হয়েছে, জানানো হল পাটুলি থানার তরফে। আর জি করকাণ্ডের প্রতিবাদে আগামী দিনেও পথে নামবেন, জানালেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য।
সাগর দত্ত মেডিক্যালে ডাক্তার, নার্স-স্বাস্থ্যকর্মীদের মারধরের পর প্রায় ২দিন কাটতে চলল। প্রশাসনের দাবি, কনস্টেবল, পুলিশ অফিসার-সহ ওই হাসপাতালের নিরাপত্তায় ৪৪জনকে নিয়োগ করা হয়েছে। কিন্তু, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, মুখে অনেক কথা বলা হলেও, বাস্তবে কোনও পরিবর্তনই হয়নি। সাগর দত্ত মেডিক্যালের ফোর্থ ফ্লোরের নিরাপত্তার ছবিটা, যেরকম ঢিলেঢালা ছিল, সেই একইরকম আছে।
সাগর দত্ত মেডিক্যালে ডাক্তার, নার্স-স্বাস্থ্যকর্মীদের মারধরের পর প্রায় ২দিন কাটতে চলল। প্রশাসনের দাবি, কনস্টেবল, পুলিশ অফিসার-সহ ওই হাসপাতালের নিরাপত্তায় ৪৪জনকে নিয়োগ করা হয়েছে। কিন্তু, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, মুখে অনেক কথা বলা হলেও, বাস্তবে কোনও পরিবর্তনই হয়নি। সাগর দত্ত মেডিক্যালের ফোর্থ ফ্লোরের নিরাপত্তার ছবিটা, যেরকম ঢিলেঢালা ছিল, সেই একইরকম আছে।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের রামনগরে ঝাঁটা হাতে মিছিল বিজেপির। নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ভাঙড়ে ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। গদ্দার হঠাও, ভাঙড় বাঁচাও, হুঙ্কার সায়নী ঘোষের। নাম না করে আরাবুলকে 'গদ্দার' বলে আক্রমণ সায়নীর। 'ভোটের সময় যারা পিছন থেকে দলকে ছুরি মেরেছে, তাদের শনাক্ত করুন, আইএসএফ-বিজেপি-সিপিএম পরে, আগে দলের অন্দরের গদ্দারকে শনাক্ত করুন', প্রকাশ্যে আরাবুল-সওকত দ্বন্দ্বের মধ্যেই হুঙ্কার যাদবপুরের তৃণমূল সাংসদের। সওকতের সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে নাম না করে আরাবুলকে সায়নীর 'গদ্দার' আক্রমণ।
নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ফের আর জি কর মেডিক্যালে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কথা বললেন নিরাপত্তায় থাকা পুলিশকর্মীদের সঙ্গে।
নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ফের আর জি কর মেডিক্যালে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কথা বললেন নিরাপত্তায় থাকা পুলিশকর্মীদের সঙ্গে।
নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ফের আর জি কর মেডিক্যালে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কথা বললেন নিরাপত্তায় থাকা পুলিশকর্মীদের সঙ্গে।
শুধু ভোটের সময় আসে, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার, ক্ষতিপূরণেও বঞ্চনার অভিযোগ
শুধু ভোটের সময় আসে, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার, ক্ষতিপূরণেও বঞ্চনার অভিযোগ
৪ দিনেই 'শিরদাঁড়া ভাঙল' বেলেঘাটার ক্লাবের! বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কলের এবারের মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছিল 'শিরদাঁড়া'। আর জি কর কাণ্ডের আবহে নজর কেড়েছিল মণ্ডপসজ্জায় প্রতীকী শিরদাঁড়ার ব্যবহার। যদিও বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কলের এবারের পুজোর থিম ছিল 'বাবা'। 'বাবাই পরিবারের মেরুদণ্ড'- এমনটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল থিমে। কিন্তু ৪ দিনের মধ্যে সেই প্রতীকী মেরুদণ্ডর স্থান হল মণ্ডপের পিছনে। মণ্ডপের সামনে শোভা পাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষের কাটআউট। শিরদাঁড়া নিয়ে বিতর্ক এড়াতেই সিদ্ধান্ত, দাবি উদ্যোক্তাদের।
মালদার মানিকচকে ত্রাণ বিলি নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা। ফিরহাদ হাকিমের নিয়ে যাওয়া ত্রাণ নিয়ে কাড়াকাড়ি। মন্ত্রী ফিরতেই ত্রাণ লুঠ।
বানভাসি উত্তরবঙ্গ, পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফারাক্কা ব্যারাজের ছাড়া জলে প্লাবন হয়েছে বলে ফের একবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি।
ডাক্তারদের হুঁশিয়ারি হুমায়ুনের, পাল্টা হুমায়ুনকে উল্টো ঝুলিয়ে সোজা করার হুমকি শুভেন্দুর। "বাজার মাত করে প্রচারে থাকতে চাইছেন।এদের উল্টো ঝুলিয়ে কীভাবে সোজা করতে হয়, বিজেপি জানে। বিজেপি সরকারে এলে করে দেখাব।" পাল্টা হুমকি শুভেন্দু অধিকারীর।
মালদার মানিকচকে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা। নেপালের কোশী নদী ওপর অবস্থিত ব্রিজ থেকে ছাড়া হয়েছে প্রচুর পরিমাণে জল। যার জেরে আতঙ্কিত মানিকচকের বাসিন্দারা।
তাণ্ডবের জেরে সাগর দত্ত মেডিক্যালে বাড়ানো হল নিরাপত্তার। হাসপাতালের আউট পোস্টে বাড়ানো হল পুলিশ কর্মীদের সংখ্যা।
রামপুরহাট মেডিক্যালে থ্রেট কালচারের অভিযোগ, নাম জড়াল অভীক-বিরূপাক্ষদের। খোদ অধ্যক্ষ, বর্তমান ও প্রাক্তন ডিনের বিরুদ্ধে থ্রেট কালচারে মদত দেওয়ার অভিযোগ।
ভাঙড়ের পর পাথরপ্রতিমা, ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আরাবুল ইসলাম ও সওকত মোল্লার দ্বন্দ্বের জেরে যখন জেরবার ঘাসফুল শিবির, তখনই প্রকাশ্যে এল পাথরপ্রতিমায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা।
ভাঙড়ের পর পাথরপ্রতিমা, ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আরাবুল ইসলাম ও সওকত মোল্লার দ্বন্দ্বের জেরে যখন জেরবার ঘাসফুল শিবির, তখনই প্রকাশ্যে এল পাথরপ্রতিমায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা।
সাগর দত্তে তাণ্ডবের প্রতিবাদে ফের কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। আগামীকাল সুপ্রিম কোর্টে আর জি কর-শুনানি। নিরাপত্তা নিয়ে সরকারের বক্তব্য শুনেই চূড়ান্ত সিদ্ধান্ত।
গত ৪-৫ দিন ধরেই পাহাড়ে বৃষ্টি হচ্ছে। বেশ কয়েকটি জায়গায় ধস নামায় লিঙ্ক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু আজ সকাল থেকে পরিষ্কার আকাশ।রোদ ঝলমলে কাঞ্চনজঙ্ঘা দেখতে দার্জিলিঙের ম্যালে জড়ো হয়েছেন বহু মানুষ। অন্যদিকে, বৃষ্টি থামায় তিস্তার জলস্তর কিছুটা নেমেছে।তবে দার্জিিলিং-কালিম্পং রোডে এখনও যান চলাচল শুরু হয়নি। জায়গায় জায়গায় ধস নামায় ১০ নম্বর জাতীয় সড়কও বন্ধ।
প্রসূতির মৃত্যুর জেরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় দুর্গাপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
কলকাতা মেডিক্যাল কলেজে দুর্নীতির অভিযোগ। অভিযুক্ত রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায়।
কলকাতা মেডিক্যাল কলেজে দুর্নীতির অভিযোগ। অভিযুক্ত রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায়।
কলকাতার মেয়র ও রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের OSD-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ওই ব্যক্তি তোলাবাজি চালাত বলে অভিযোগ।
এবার রাজ্যজুড়ে তোলাবাজির অভিযোগে সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ জহর সরকার।
সাগর দত্ত মেডিক্যালে ডাক্তার-নার্সদের ওপর হামলার প্রতিবাদ। সোমবার থেকে ফের কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের।
প্রেক্ষাপট
বানভাসি উত্তরবঙ্গ, পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফারাক্কা ব্যারাজের ছাড়া জলে প্লাবন হয়েছে বলে ফের একবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি।
ডাক্তারদের হুঁশিয়ারি হুমায়ুনের, পাল্টা হুমায়ুনকে উল্টো ঝুলিয়ে সোজা করার হুমকি শুভেন্দুর। "বাজার মাত করে প্রচারে থাকতে চাইছেন।এদের উল্টো ঝুলিয়ে কীভাবে সোজা করতে হয়, বিজেপি জানে। বিজেপি সরকারে এলে করে দেখাব।" পাল্টা হুমকি শুভেন্দু অধিকারীর।
তাণ্ডবের জেরে সাগর দত্ত মেডিক্যালে বাড়ানো হল নিরাপত্তা।
রামপুরহাট মেডিক্যালে থ্রেট কালচারের অভিযোগ, নাম জড়াল অভীক-বিরূপাক্ষদের। খোদ অধ্যক্ষ, বর্তমান ও প্রাক্তন ডিনের বিরুদ্ধে থ্রেট কালচারে মদত দেওয়ার অভিযোগ।
ভাঙড়ের পর পাথরপ্রতিমা, ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আরাবুল ইসলাম ও সওকত মোল্লার দ্বন্দ্বের জেরে যখন জেরবার ঘাসফুল শিবির, তখনই প্রকাশ্যে এল পাথরপ্রতিমায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা।
সাগর দত্তে তাণ্ডবের প্রতিবাদে ফের কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। আগামীকাল সুপ্রিম কোর্টে আর জি কর-শুনানি। নিরাপত্তা নিয়ে সরকারের বক্তব্য শুনেই চূড়ান্ত সিদ্ধান্ত।
গত ৪-৫ দিন ধরেই পাহাড়ে বৃষ্টি হচ্ছে। বেশ কয়েকটি জায়গায় ধস নামায় লিঙ্ক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু আজ সকাল থেকে পরিষ্কার আকাশ।রোদ ঝলমলে কাঞ্চনজঙ্ঘা দেখতে দার্জিলিঙের ম্যালে জড়ো হয়েছেন বহু মানুষ। অন্যদিকে, বৃষ্টি থামায় তিস্তার জলস্তর কিছুটা নেমেছে।তবে দার্জিিলিং-কালিম্পং রোডে এখনও যান চলাচল শুরু হয়নি। জায়গায় জায়গায় ধস নামায় ১০ নম্বর জাতীয় সড়কও বন্ধ।
প্রসূতির মৃত্যুর জেরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় দুর্গাপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
কলকাতা মেডিক্যাল কলেজে দুর্নীতির অভিযোগ। অভিযুক্ত রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায়।
কলকাতার মেয়র ও রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের OSD-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ।
আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে বারাসাত ডাক বাংলো মোড়ে 'রাত জাগো' কর্মসূচি, প্রতিবাদ নাগরিক সমাজের। এই কর্মসূচিতে উপস্থিতি ছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। সাগর দত্ত মেডিক্যাল থেকে হুমায়ুন করীর ইস্যুতে সোচ্চার হন তিনি।
এবার রাজ্যজুড়ে তোলাবাজির অভিযোগে সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ জহর সরকার।
সাগর দত্ত মেডিক্যালে ডাক্তার-নার্সদের ওপর হামলার প্রতিবাদ। সোমবার থেকে ফের কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -