কলকাতা: দেড়দিন পার, আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ধর্মতলায় অনশনে জুনিয়র চিকিৎসকরা। ১০ দফা দাবিতে শনিবার রাত সাড়ে ৮টা থেকে চলছে আমরণ অনশন। এই আবহে এদিন সাংবাদিক বৈঠক থেকে অনশনরত চিকিৎসকদের বার্তা দিলেন রাজ্যের মুখ্যসচিব। কাজে ফেরার কথাও বলেন তিনি।

  


এদিন মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, 'সিসিটিভি ক্যামেরা বসানোর ক্ষেত্রে তো সমস্যা হল একসঙ্গে এতগুলি সিসিটিভির সাপ্লাই পাওয়া কঠিন হচ্ছিল। সেই সমস্যা এখন মিটে গিয়েছে। সাপ্লাইগুলির এখন কোনও ঘাটতি নেই। হাসপাতালে সিসি ক্যামেরার নজরদারি হবে, ১৫ অক্টোবরের মধ্যে কাজ শেষ। ১০ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে ৯০ শতাংশ কাজ। পুজোও রয়েছে এখন। তবে এই সময়ের মধ্যে নিশ্চয়ই সব কাজ করতে সক্ষম হব। এই টার্গেট নিয়েই আমরা এগোচ্ছি। ডিউটি রুম, রেস্ট রুমেও অপারেশনাল কাজের ৯০ শতাংশ শেষ হয়ে যাবে, সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে। কাজ শুরুর সময়টা ধীর হলেও কাজ যত এগোচ্ছে ততই দ্রুততার সঙ্গে পুরো বিষয়টা হচ্ছে।' 


তিনি এও বলেন, 'রেফারেল সিস্টেম নিয়েও আলোচনা হয়েছে। ১ নভেম্বর থেকে প্যানিক অ্যালার্ম চালু হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে। সবাইকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত। কাজে ফিরুন জুনিয়র চিকিৎসকরা।' এদিন অনশনরত চিকিৎসকদের উদ্দেশে এমনই বার্তা দিলেন মুখ্যসচিব।                                                                            


আরও পড়ুন, আদালতে চার্জশিট জমা দিল CBI, কার কার নাম রয়েছে সেখানে?


এদিকে, আমরণ অনশনের দেড়দিন পার, এখনও সাড়া দেয়নি সরকার।  ফলে অনশন মঞ্চ থেকে নতুন কর্মসূচি ঘোষণা জুনিয়র ডাক্তারদের। পঞ্চমীর বিকেলে ফের শহরে মহামিছিলের ডাক দিলেন তাঁরা। মঙ্গলবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন ডাক্তার-স্বাস্থ্যকর্মীরা। এমনকী, মঙ্গলবার রাজ্যের সব মেডিক্যাল কলেজে প্রতীকী অনশন কর্মসূচির ঘোষণাও করা হয়েছে। বিভিন্ন মেডিক্যাল কলেজে ১২ ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে