প্রকাশ সিনহা এবং আবির দত্ত, কলকাতা: আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় প্রথম চার্জশিট দিচ্ছে সিবিআই। শিয়ালদা আদালতে চলছে চার্জশিট জমা দেওয়ার প্রক্রিয়া। ঘটনার ৫৮ দিনের মাথায় ৪৫ পাতার চার্জশিট সিবিআইয়ের। চার্জশিটে নাম রয়েছে ধর্ষণ-খুনের অভিযোগে ধৃত সঞ্জয় রায়ের, এমনটাই খবর সূত্রের। চার্জশিটে রয়েছে ৫৭ জন সাক্ষীর বয়ান।
আর জি কর কাণ্ডে প্রথম থেকেই প্রশ্ন উঠেছিল ৮ অগাস্ট এবং ৯ অগাস্টের মাঝের রাতে আর জি কর মেডিক্যাল কলেজে কী ঘটেছিল? চিকিৎসকের ধর্ষণ-খুনে কি সঞ্জয় রায় একাই জড়িত নাকি ছিল আরও কেউ? তদন্তভার হাতে নেওয়ার এক সপ্তাহ পরও এইসব প্রশ্নের উত্তর খুঁজেছিল সিবিআই। সূত্রের খোঁজে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে জেরা করা হয়েছিল। এমনকী 'Teeth Impression'-ও নেওয়া হয়েছিল। করা হয়েছিল পলিগ্রাফ টেস্টও। এদিন চার্জশিটে সঞ্জয় রায়েরই নাম জমা দিয়েছে সিবিআই, এমনটাই সূত্র মারফৎ খবর।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রের খবর, জমা দেওয়া চার্জশিটে মোট ২০০ জনের নাম রয়েছে। এদের মধ্যে মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নাম উল্লেখ করা হয়েছে বলে খবর। যদিও এখনও তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে। কারণ একা সঞ্জয় নয়, একাধিক কেউ জড়িত থাকতে পারে বলে এখনও অনুমান করছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, আর জি কর-কাণ্ডের তদন্তে নেমে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ।
আরও পড়ুন, RG কর কাণ্ডে নতুন সূত্র? জেরায় ধৃত TMCP নেতা আশিসের থেকে কী পেল CBI ? ফের আদালতে পেশ
কিন্তু সঞ্জয় কি ৮ অগাস্ট দুপুরেও আর জি কর মেডিক্যাল কলেজেই ছিল? ঘটনার দিন অর্থাৎ ৯ অগাস্ট, ভোর চারটে তিন মিনিটে, আর জি কর মেডিক্যালসের ৪ তলার করিডর দিয়ে এভাবেই হেঁটে যেতে দেখা গিয়েছিল সঞ্জয়কে। সিবিআই সূত্রে দাবি, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শুভ যখন ট্রলিতে শুয়ে রয়েছেন, তখন সেই ট্রলি টানতে দেখা গেছে সঞ্জয় রায়কে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে