কলকাতা: ২ দিনে ৩ বার পিছোনোর পর আজ ফের সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। আর 'সুপ্রিম' শুনানির দিনেই অভয়ার বিচারের দাবিতে পথে কংগ্রেস। অ্যাকাডেমি চত্বর থেকে নিজাম প্যালেস পর্যন্ত মিছিল। দ্রুত ও স্বচ্ছ বিচারের দাবিতে মিছিল কংগ্রেস কর্মী-সমর্থকদের। মিছিল নিজাম প্যালেসে পৌঁছলে তা আটকানো হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস কর্মী- সমর্থকদের।
ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে যায় আর জি কর-মামলার শুনানি। প্রথম মামলা হিসেবে আর জি কর-কাণ্ডের শুনানি হবে । সুপ্রিম কোর্টে সিভিক ভলান্টিয়ার নিয়োগ সংক্রান্ত হলফনামা দেবে রাজ্য সরকার। পাশাপাশি ধর্ষণ-খুন মামলার তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি হয়নি । আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের পর কেটে গেছে। সোমবারই চার্জ গঠন হয়েছে। এবার শিয়ালদা কোর্টে শুরু হবে শুনানি। এই আবহেই মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর-কাণ্ডের শুনানি ছিল। কিন্তু একাধিক মামলার শুনানির ফলে অনেকটাই দেরি হয়ে যায়। এরপর রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানেও যাওয়ার ছিল প্রধান বিচারপতির। চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় সিবিআই চার্জশিটে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে শুধুমাত্র সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। সেই সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে গত ১৫ অক্টোবর আর জি কর-কাণ্ডের শুনানিতে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। পরের শুনানিতে রাজ্য সরকারকে হলফনামা দিতে বলে আদালত। কিন্তু মঙ্গলবারের পর বুধবার, পরপর দু'দিন পিছোল আর জি কর মামলার শুনানি।
আরও পড়ুন, 'আবাস দুর্নীতি' ক্যানিংয়ে, রাজ্য জানাল, 'মামলাকারী ৫ জনের টাকাই ভুল অ্যাকাউন্টে গিয়েছে..' !
গতকাল সকালে জানা যায় দুপুর তিনটে নাগাদ এই মামলার শুনানি হবে। কিন্তু অন্যান্য মামলার শুনানির জেরে দেরি হয়ে যায় এদিনও। প্রধান বিচারপতি জানিয়ে দেন, আজ আর জি কর ধর্ষণ-খুন মামলা তিনি শুনবেন। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় মামলার শুনানি শুরু করার আর্জি জানান। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল দুপুর দুটোয় মামলার শুনানির আবেদন করেন। আরেক মামলাকারীর আইনজীবী বলেন, নিম্ন আদালতে সিবিআই ইতিমধ্যে একটি চার্জশিট দিয়েছে। ১১ নভেম্বর থেকে সেই মামলার চার্জ গঠন হওয়ার কথা। সেই প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার আর্জি করেন তিনি। তখন প্রধান বিচারপতি বলেন, আগে সিবিআই-এর স্টেটাস রিপোর্টে কী জমা দেয়, সেটা দেখে নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ দুপুরে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।