কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে শুরুর দিক থেকেই পথে নেমেছেন বামপন্থী চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তবে শুক্রবার ফেসবুকে একটি বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। প্রতিক্রিয়া দেন কুণাল ঘোষের সঙ্গে বৈঠক নিয়ে। পোস্ট করা ভিডিওতে তাঁর দাবি, 'অনেকেই জুনিয়র ডাক্তারদের বোড়ে হিসেবে ব্যবহার করতে চাইছেন' ! বলাইবাহুল্য এই পোস্টের পর বিতর্ক গড়িয়েছে অনেক দূর।  কড়া প্রতিক্রিয়া দিয়েছেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'কেউ ওনাকে দূত হিসেবে নিয়োগ করিনি। এবং কুণাল ইস্যুতে তাঁর স্পষ্ট দাবি, 'এটা আমরা একেবারেই সমর্থন করছি না।' আর এরপরেই ফের ফেসবুকে নতুন করে তাৎপর্যপূর্ণ পোস্ট করেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়।


বিতর্কের আবহে ফের নতুন পোস্ট, কী বললেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় ?


এদিন সন্ধ্যায় তিনি ফেসবুক পোস্ট করে বলেন, 'আমার আসল শক্তি আমার রোগীরা। ডাক্তারি করাটা আমার আবেগ। সেটাই করা যাক আরও মন দিয়ে। সময় সব কিছু চেনায়।' ইতিমধ্যেই কুণাল ঘোষের সঙ্গে বৈঠক নিয়ে মুখ খুলেছেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'অনেকেই জুনিয়র ডাক্তারদের বোড়ে হিসেবে ব্যবহার করতে চাইছেন। অচলাবস্থা কাটানোর উপায় খুঁজতেই বৈঠক। কোর্টের মাধ্যমে সমাধান সময় সাপেক্ষ। জট কাটাতে আলোচনাই একমাত্র পথ। স্বাস্থ্য দফতরের সর্বোচ্চ স্তরে বার্তা পৌঁছে দেওয়াই লক্ষ্য। এমন কিছু করবেন না যাতে আন্দোলনের উদ্দেশ্য ব্যর্থ হয়', জুনিয়র ডাক্তারদের বার্তা দিয়ে পোস্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের।


কেউ ওনাকে দূত হিসেবে নিয়োগ করিনি,এটা আমরা একেবারেই সমর্থন করছি না : চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়


এই বিতর্কের পরেই পরেই চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের বক্তব্যটা খুব পরিস্কার। উনি কোনও চিকিৎসক সংগঠনের সদস্য কিনা, আমরা জানি না। ব্যক্তিগত এক্তিয়ারে উনি যেতে পারেন। কিন্তু আমরা জুনিয়র বা সিনিয়র চিকিৎসক বা এইমুহূর্তে যে আন্দোলনটা চলছে, তার সঙ্গে যে বিরাট জনসমষ্টি আছে, তারা কেউ ওনাকে দূত হিসেবে নিয়োগ করিনি। এবং তিনি এমন একজনের সঙ্গে দেখা করছেন, যিনি আন্দোলনকারীদেরকে অতিকদর্য ভাষায় আক্রমণ করছেন। স্বাভাবিকভাবেই আমরা মনে করি, তাঁর এই আন্দোলন নিয়ে কথা বলতে যাওয়া, এটা অবাঞ্চিত।এটা আমরা একেবারেই সমর্থন করছি না।' 


আরও পড়ুন,শ্রীরামপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু কর্তব্যরত ট্রাফিক পুলিশের !


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।