কলকাতা : ২ চিকিৎসককে থানায় তলব, মুখ্যমন্ত্রীকে চিঠি সরকারি চিকিৎসকদের সংগঠনের। আর জি কর কাণ্ডে মিছিলে অংশ নেওয়ায় ২ চিকিৎসককে থানায় তলব। বউবাজার থানায় তলব চিকিৎসক মানস গুমটা ও সুবর্ণ গোস্বামীকে। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে চিঠি 'অল ইন্ডিয়া ফেডারেশন অফ গভর্নমেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন'-এর। হেনস্থার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে চিঠি।'দেশের চিকিৎসক মহল এই পরিস্থিতির দিকে নজর রাখছে। এমন চললে এর বিরুদ্ধে চিকিৎসক মহল গর্জে উঠবে, উল্লেখ চিঠিতে।

আরও পড়ুন, রয়েছে চাকরির পরীক্ষা, আজ ব্লু লাইন ও গ্রিন লাইনে কোথায় কেমন পরিষেবা ? শেষ মেট্রো কটায় ?

১০ মাস আগের মামলায় আর জি কর আন্দোলনের সঙ্গে যুক্ত দুই সিনিয়র চিকিৎসককে তলব করল বৌবাজার থানা। ২০২৪ সালের ৮ অক্টোবর, পুলিশের অনুমতি না নিয়ে মিছিল করার অভিযোগে, চিকিৎসক সুবর্ণ গোস্বামী ও মানস গুমটাকে নোটিস পাঠাল বৌবাজার থানার পুলিশ। এর এই তলবের পিছনেও প্রতিহিংসার অভিযোগ করেছেন দুই চিকিৎসক। 

একদিকে নতুন করে দানা বেঁধেছে আন্দোলন। অন্য়দিকে, পুরনো মামলায় নোটিস পাঠাচ্ছে পুলিশ। এমাসের ৯ তারিখ একবছর পূর্ণ হয়েছে। আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের সেই বীভৎস ঘটনার। আবার রাজপথে দেখা গেছে প্রতিবাদের জোয়ার! মা-বাবার ডাকে নবান্ন অভিযানে রাস্তায় নেমেছেন বহু মানুষ। আর এই প্রেক্ষাপটে পুরনো মামলায় আন্দোলনকারী চিকিৎসকদের তলব করছে পুলিশ। গত বছর ৮ অক্টোবর, পুলিশের অনুমতি না নিয়ে মিছিল করার অভিযোগে, এবার দার্জিলিং যক্ষ্মা হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট সুবর্ণ গোস্বামী ও বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান মানস গুমটাকে তলব করা হয়েছে।

সূত্রের খবর, বউবাজার থানার তরফে পাঠানো নোটিসে ২ চিকিৎসকের বিরুদ্ধে, পুলিশের অনুমতি না নিয়ে মিছিলের অভিযোগ, রাস্তা আটকানো, সাধারণ মানুষকে বাধা, সম্মিলিত অপরাধের ধারায় মামলা রুজু করা হয়েছে। হাজিরা না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়।এই নিয়ে দ্বিতীয়বার পুলিসি নোটিস পেলেন আন্দোলনকারী চিকিৎসক সুবর্ণ গোস্বামী। গত বছর ৯ অগাস্ট আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ। ঠিক ২ মাস পর কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত চিকিৎসকদের ডাকা একটি মিছিলে পা মিলিয়েছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী ও মানস গুমটা।