কলকাতা : আরজি করে ( RG Kar Protest  )  মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা ঘিরে তোলপাড় গোটা দেশ। ঘটনার প্রতিবাদে বুধবার যখন রাত দখলের ডাক দেন মহিলারা, তখনই দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটে আরজি করে। প্রশ্ন ওঠে, পুলিশের ভূমিকা নিয়ে।


শুক্রবার আরজি কর সংক্রান্ত মামলায় হাইকোর্টে শুনানির শুরুতেই প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, একাধিক ই-মেল পেয়েছি ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে। কী হয়েছে? রাজ্য সরকারের আইনজীবী বলেন, হঠাৎ করে ৭ হাজার মানুষের একটা দল হাসপাতালে চলে আসে। ব্যারিকেড ভেঙে দেয়। পুলিশ আটকানোর চেষ্টা করে। কাঁদানে গ্যাস ছোড়া হয়। ১৫ জন পুলিশ আক্রান্ত হন। তবে ঘটনাস্থল (সেমিনার রুম) সুরক্ষিত আছে।


প্রধান বিচারপতি বলেন, শহরে ১০০ জন মানুষের জমায়েত হলেও পুলিশ জানতে পারে। হনুমান জয়ন্তীর সময় আমরা দেখেছিলাম যে, কীভাবে গন্ডগোল হয়েছিল। সেখানে পূর্বপরিকল্পিত ঘটনা ছিল। এখানে ৭ হাজার মানুষ এল আর আপনারা জানতে পারলেন না। এটা বিশ্বাস করা কঠিন। 


এপরই প্রধান বিচারপতি বলেন, এটা প্রশাসনের ব্যর্থতা। পুলিশ নিজেদেরকেও রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দুঃখজনক পরিস্থিতি। ৭ হাজার মানুষ তো হেঁটে আসেনি। তারা নিশ্চয়ই গাড়ি করে এসেছিল। ১৫ জন লোক বিভিন্ন দিক থেকে ঢুকে এলে সেটা বোঝা যায়, কিন্তু ৭ হাজার লোক চলে এল, এটা বোধগম্য হল না। ওই এলাকা আগে থেকে কেন ঘিরে ফেলা হল না? কেন ওই এলাকার নিরাপত্তা আগে থেকে সুনিশ্চিত করা হল না? ওখানে কর্মসূচি করার অনুমতি কেন দিলেন?  তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন, কাউকে কোনও অনুমতি দেওয়া হয়নি।


অন্যদিকে , নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী বলেন, ৭ হাজার মানুষ মানুষ ওই ভাঙচুরের ঘটনায় যুক্ত ছিল না। ৪০-৫০ জনের একটা দল ভাঙচুর চালায়। আন্দোলনকারীদের পিছনে গিয়ে পুলিশ আশ্রয় নেয়।   এই প্রসঙ্গেই শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন, লরিতে করে দুষ্কৃতী নিয়ে আসা হয়েছে। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। কামারহাটি এবং হাওড়া থেকে লোক নিয়ে আসা হয়েছে।   


অদূর ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে সেটা কীভাবে নিশ্চিত করা যাবে সেটাই মূল প্রশ্ন, মন্তব্য করেন প্রধান বিচারপতি । 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Women Protest:'শুধু বিচার চেয়ে থেমে গেলে এই ধরনের ঘটনা বাড়তে থাকবে,' 'রাত দখল করো' কর্মসূচি নিয়ে মন্তব্য রিমঝিমের